WBP Warder Recruitment 2023: রাজ্যে চলছে জেলপুলিশ নিয়োগের অনলাইন আবেদন, যা আগামী ২৬.০৮.২০২৩ পর্যন্ত চলবে। এর আগে নোটিফিকেশনের সমস্ত খুঁটিনাটি তথ্য প্রকাশিত হয়েছে আমাদের পোর্টালে। কিন্তু অনেকের মনে অনেক প্রশ্ন রয়েছে “জেল পুলিশ” পদের বিষয়ে। যেমন ধরুন, জেল পুলিশ আর সাধারণ পুলিশের মধ্যে কতটা তফাৎ, কত ঘন্টা ডিউটি থাকে, বেতন কতটা দেওয়া হয়, ছুটি পাওয়া যায় কিনা ইত্যাদি। তাই, আজকের এই প্রতিবেদনে সেইসব নিয়েই বিস্তারিত আলোচনা করা হবে।
জেল পুলিশের কাজ কি আর কতক্ষন?
পুলিশের কাজ বলতে আমাদের প্রথমেই মাথায় আসে, লাগাতার ডিউটির কথা, পূজা-পার্বন সবেতেই নিরন্তর কাজ! কিন্তু জেল পুলিশের ক্ষেত্রে তা সম্পূর্ণই আলাদা। জেল পুলিশদের ৩ টি ভাগে ডিউটি সময় ভাগ করা থাকে সকাল-দুপুর-রাত (৮ ঘন্টা+৮ ঘন্টা+৮ ঘন্টা)। একজন জেল পুলিশ কর্মী, যেকোনো একটি সময়ে দিনে ৮ ঘন্টা ডিউটি করে থাকেন। আর কাজ বলতে, জেলবন্দীদের ওপর নজরদারি চালানো এবং আসামীদের কোর্টে তোলা কিংবা কোন কয়েদি অসুস্থ হলে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া ইত্যাদি।
জেল পুলিশের বেতন কত?
পশ্চিমবঙ্গ পুলিশের মতোই জেল পুলিশে চাকরিপ্রাপ্ত প্রার্থীদেরও ROPA-2019 হিসেবে, লেভেল- ৬ অনুসারে মাসিক বেতন ২২,৭০০ টাকা থেকে ৫৮,৫০০ টাকা পর্যন্ত হয়ে থাকে। এছাড়াও বিভিন্ন রকম ভাতা তো রয়েছেই। কিন্তু পশ্চিমবঙ্গ পুলিশে যেমন ১৪ মাসের বেতন দেওয়া হয়, এক্ষেত্রে তেমনটা পাওয়া যায়না।
জেল পুলিশের প্রমোশন
জেল পুলিশের প্রথম প্রমোশন হয় ৫ থেকে ৬ বছর চাকরির পর। তখন একজন Jail Warder (জেল পুলিশ) Head Jail warder হিসেবে নিযুক্ত হন। যার কাজ জেল পুলিশদের মেইনটেইন করা, তাদের কাজ ভাগ করে দেওয়া ইত্যাদি।
চাকরির খবর : পশ্চিমবঙ্গ জেল পুলিশ নিয়োগের আবেদন চলছে, আগামী ২৬ শে আগস্ট পর্যন্ত চলবে আবেদন।
জেল পুলিশের ছুটি
জেল পুলিশেরা লাগাতার ৫ দিন ডিউটি করার পর ১ দিনের ছুটি পেয়ে থাকেন। এছাড়াও সাধারণ ছুটি ও ইমার্জেন্সি ছুটিও পেয়ে থাকেন।
জেল পুলিশের পোস্টিং
প্রথম অবস্থায় বাড়ি থেকে অনেকটা দূরের কোনো জেলাতে জেল পুলিশদের চাকরি করতে হয়, কিন্তু পরবর্তীতে আবেদন করে তারা নিজের জেলায় মধ্যে কোনো জেলে চাকরির সুযোগ পেয়ে থাকেন।
জেল পুলিশ ২০১৯ সালের কাট অফ মার্কস
২০১৯ সালে জেল পুলিশে মোট ৮১৬ টি শূন্যপদে নিয়োগ করা হয়েছিল। মোট ৯০ নম্বরের লিখিত পরীক্ষায় কাস্ট ক্যাটাগরি অনুযায়ী কাট অফ মার্কস নিম্নরূপ-
ক্যাটাগরি | কাট অফ মার্কস |
General | ৬৫ নম্বর |
Schedule Caste (SC) | ৫৫ নম্বর |
Schedule Tribe (ST) | ৫০ নম্বর |
Other Backward Class (OBC) | ৬০ নম্বর |
এটিও পড়ুন : Food SI পদের কাজ কি, কত টাকা বেতন, গত বছরের Cut Off Marks কত ছিল – সব প্রশ্নের উত্তর জানুন।
আরেকটি চাকরি : ভারতীয় নৌসেনায় গ্রুপ C পদে কয়েকশো নিয়োগ, মাধ্যমিক পাশে করুন আবেদন।