রাজ্য সরকারি প্রাইমারি স্কুলে সম্পূর্ণ স্থায়ী পদে একাধিক শিক্ষক নিয়োগ, জেনে নিন কিভাবে করবেন আবেদন।

WhatsApp Group (Join Now)
Join Now
Telegram Group (Join Now)
Join Now

WB Primary Teacher Recruitment 2023: পশ্চিমবঙ্গ সরকার পোষিত একটি খ্রিষ্টান সংখ্যালঘু বিদ্যালয়, Narainpur Mission Girls’ Junior Basic School এর তরফে The Statesman পত্রিকায় গত ১৪.০৯.২০২৩ তারিখে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। এতে লেখা রয়েছে উক্ত বিদ্যালয়ে একজন প্রধান শিক্ষক ও সাতজন সহকারী শিক্ষক মিলিয়ে মোট ৮ টি শূন্যপদ রয়েছে, আর এই পদগুলিতে সম্পূর্ণ স্থায়ীভাবে নিয়োগ নিয়োগপ্রক্রিয়া চালানো হবে। যেসমস্ত চাকরিপ্রার্থীরা আবেদনে ইচ্ছুক, তাদের সম্পূর্ণ প্রতিবেদনটি পড়ার অনুরোধ রইলো।

নিয়োগকারী সংস্থা Narainpur Mission Girls’ Junior Basic School
Advertisement no.
অফিসিয়াল ওয়েবসাইট
মোট শূন্যপদ  ৮ টি।
আবেদন শুরু ১৪.০৯.২০২৩
আবেদন শেষ ২৯.০৯.২০২৩

পদের নাম

Assistant Teacher

মোট শূন্যপদ : ৭ টি।

শিক্ষাগত যোগ্যতা : উল্লেখ্য ৭ টি পদের জন্য আবেদনে ইচ্ছুক প্রার্থীদের সরকার স্বীকৃত কোনো বিদ্যালয় ন্যূনতম ৫০ শতাংশ নম্বর নিয়ে উচ্চমাধ্যমিক পাশ হতে হবে, সেইসাথে প্রার্থীরা ২ বছরের D.El.Ed প্রশিক্ষণ সম্পূর্ণ করে থাকলে আবেদনযোগ্য।

বয়স সীমা : উল্লেখ্য পদে আবেদন করতে হলে, ০১.০১.২০২৩ অনুসারে আবেদনকারী প্রার্থীর ন্যূনতম বয়স হতে হবে ২০ বছর ও সর্বোচ্চ ৪০ বছর।

মাসিক বেতন : চাকরি চলাকালীন প্রার্থীদের ROPA-২০১৯ অনুসারে বেতনের সুবিধা প্রদান করা হবে। প্রার্থীরা লেভেল-৯ অনুসারে ৭,১০০ টাকা থেকে ৩৭,৬০০ টাকা পর্যন্ত বেতন পাবেন, এছাড়াও গ্রেড পে পাবেন ৩৬০০ টাকা।

চাকরির খবর :  IDBI ব্যাংকে ৬০০ টি শূন্যপদে জুনিওর অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নিয়োগ, আগামী ১৫ দিন পর্যন্ত চলবে আবেদন।

পদের নাম

Head Teacher

মোট শূন্যপদ : ১ টি।

শিক্ষাগত যোগ্যতা : এই পদের জন্য আবেদনে ইচ্ছুক প্রার্থীদের সরকার স্বীকৃত কোনো বিদ্যালয় ন্যূনতম ৫০ শতাংশ নম্বর নিয়ে উচ্চমাধ্যমিক পাশ হতে হবে, সেইসাথে প্রার্থীরা ২ বছরের D.El.Ed প্রশিক্ষণ সম্পূর্ণ করে থাকলে ও কোনো সরকারি কিংবা সরকার পোষিত বিদ্যালয়ে ৫ বছরের চাকরির অভিজ্ঞতা থাকলে আবেদনযোগ্য।

বয়স সীমা : উল্লেখ্য পদে আবেদন করতে হলে, ০১.০১.২০২৩ অনুসারে আবেদনকারী প্রার্থীর ন্যূনতম বয়স হতে হবে ২০ বছর ও সর্বোচ্চ ৪০ বছর।

মাসিক বেতন : চাকরি চলাকালীন প্রার্থীদের ROPA-২০১৯ অনুসারে বেতনের সুবিধা প্রদান করা হবে। প্রার্থীরা লেভেল-৯ অনুসারে ৭,১০০ টাকা থেকে ৩৭,৬০০ টাকা পর্যন্ত বেতন পাবেন, এছাড়াও গ্রেড পে ৩৬০০ টাকার সাথে অতিরিক্ত ৪০০ টাকা প্রদান করা হবে।

আবেদন জানানোর পদ্ধতি

উক্ত পদগুলিতে সম্পূর্ণ অফলাইনে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে। এর জন্য প্রার্থীদের বিদ্যালয়ের সেক্রেটারির উদ্দেশ্যে একটি আবেদনপত্র লিখে এপিক এবং আধার কার্ডের সাথে যাবতীয় ডকুমেন্টগুলি এটেস্টেড করে নিয়ে নীচের ঠিকানায় পোস্ট অফিসের মাধ্যমে পাঠাতে হবে।

**মনে রাখবেন আবেদনপত্রটি ২৯.০৯.২০২৩ এর মধ্যে গিয়ে পৌঁছতে হবে। 

আবেদনের ঠিকানা

Narainpur Mission Girls’ Junior Basic School, Vill. & P.O.- Narayanpur, P.S.- Rampurhat Dist.- Birbhum, PIN- 731223

এইগুলিও পড়ুন :

চাকরির খবর : ভারতীয় সেনায় সিভিলিয়ান বিভাগে গ্রুপ C নিয়োগ, আবেদন শুরু ১৮ সেপ্টেম্বর থেকে।

চাকরির খবর : এইমস এ ক্লার্ক সহ অন্যান্য অফিসিয়াল পদে কর্মী নিয়োগ, ন্যূনতম যোগ্যতা মাধ্যমিক পাশ।

মক টেস্ট : বাংলার প্রথম ব্রিটিশ গভর্নর জেনারেল কে ছিলেন? -পরীক্ষায় আসা আজকের ১০ টি প্রশ্নের উত্তর।

WhatsApp Group (Join Now)
Join Now
Telegram Group (Join Now)
Join Now