মাধ্যমিক পাশে পশ্চিবঙ্গের কৃষি দপ্তরে একাধিক কর্মী নিয়োগ, জেনে নিন কিভাবে করবেন আবেদন।

WhatsApp Group (Join Now)
Join Now
Telegram Group (Join Now)
Join Now

WB Krishi Vigyan Kendra Recruitment: Indian Council of Agriculture Research, New Delhi এর অধীনস্থ পশ্চিমবঙ্গের কৃষি বিজ্ঞান কেন্দ্রে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। পশ্চিমবঙ্গের সকল যোগ্য চাকরিপ্রার্থীরা এই পদগুলিতে আবেদন করতে পারবেন। যেহেতু সম্পূর্ণ অফলাইনের মাধ্যমে আবেদন গ্রহণ করা হচ্ছে, তাই আজকের এই প্রতিবেদনে আমরা সেসম্পর্কে বিস্তারিত আলোচনা করব।

নিয়োগকারী সংস্থা KRISHI VIGYAN KENDRA, KALYAN
Advertisement no. KVK/Rect.02/2023-24
অফিসিয়াল ওয়েবসাইট https://www.kalyankvk.org/
মোট শূন্যপদ  ৩ টি।
আবেদন শেষ ২০.০৭.২০২৩

পদের নাম

Skilled Support Staff

মোট শূন্যপদ : ১ টি।

শিক্ষাগত যোগ্যতা : সরকার স্বীকৃত কোনো ইনস্টিটিউশন থেকে মাধ্যমিক পাশ অথবা ITI কোর্স করা থাকলে আবেদন করতে পারবেন। স্থানীয় ভাষা ও মোটর সাইকেল চালাতে জানা প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।

বয়স সীমা : আবেদনকারীর বয়স সর্বনিম্ন ১৮ বছর ও সর্বোচ্চ ২৫ বছর হলে আবেদনযোগ্য। সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন।

মাসিক বেতন : এই পদের চাকরিপ্রাপ্ত প্রার্থীরা লেভেল- ১ অনুসারে ৫,২০০ থেকে ২০,২০০ টাকা বেতন পাবেন এছাড়া রয়েছে অন্যান্য ভাতাসমূহ।

পদের নাম

Driver

মোট শূন্যপদ : ১ টি।

শিক্ষাগত যোগ্যতা : সরকার স্বীকৃত কোনো ইনস্টিটিউশন থেকে মাধ্যমিক পাশ করে থাকলে আবেদন করতে পারবেন। সেইসাথে বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে।

বয়স সীমা : আবেদনকারীর বয়স সর্বনিম্ন ১৮ বছর ও সর্বোচ্চ ৩০ বছর হলে আবেদনযোগ্য। সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন।

মাসিক বেতন : এই পদের চাকরিপ্রাপ্ত প্রার্থীরা লেভেল- ৩ অনুসারে ৫,২০০ থেকে ২০,২০০ টাকা বেতন পাবেন এছাড়া রয়েছে অন্যান্য ভাতাসমূহ।

চাকরির খবর: কেন্দ্রীয় স্কুলে ১৪৯৩ টি শূন্যপদে নন টিচিং স্টাফ নিয়োগ, মাধ্যমিক যোগ্যতায় আবেদন চলছে।

পদের নাম

Stenogfapher

মোট শূন্যপদ : ১ টি।

শিক্ষাগত যোগ্যতা : সরকার স্বীকৃত কোনো ইনস্টিটিউশন থেকে উচ্চমাধ্যমিক পাশ করে থাকলে আবেদন করতে পারবেন। সেইসাথে মিনিটে ৮০ টি শব্দ এর dictation টেস্ট এ পাশ করতে হবে।

বয়স সীমা : আবেদনকারীর বয়স সর্বনিম্ন ১৮ বছর ও সর্বোচ্চ ২৭ বছর হলে আবেদনযোগ্য। সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন।

মাসিক বেতন : এই পদের চাকরিপ্রাপ্ত প্রার্থীরা লেভেল- ৪ অনুসারে ৫,২০০ থেকে ২০,২০০ টাকা বেতন পাবেন এছাড়া রয়েছে অন্যান্য ভাতাসমূহ।

আবেদন পদ্ধতি 

সবার প্রথমে নিচে দেওয়া ব্যাঙ্ক একাউন্ট এ NEFT/RTGS পদ্ধতিতে ২০০ টাকা জমা করতে হবে (SC/ST/Women/Divyang/Ex-Serviceman আবেদনকারীদের টাকা জমা দিতে হবেনা), তারপর সেটির প্রিন্ট আউট এর কপি সহ অন্যান্য যাবতীয় ডকুমেন্টসগুলি Self Attested করে, ৫ টাকার স্ট্যাম্প লাগানো একটি মুখবন্ধ খামে ভরে পোস্ট অফিসের মাধ্যমে “The Secretary, Krishi Vigyan Kendra, Kalyan, P.O.-Vivekanandanagar, District: Purulia, West Bengal, PIN- 723147” এই ঠিকানায় পাঠাতে হবে।

ব্যাঙ্ক ডিটেলস 

Account Name: Kalyan Krishi Vigyan Kendra, President
Account No. : 0742010104219
Bank details: Punjab National Bank
Branch Name: Vivekananda Nagar
IFSC Code: PUNB0074220

গুরুত্বপূর্ণ লিঙ্ক

আবেদন লিংক ১ :  Read Now
আবেদন লিংক ২ :  Read Now
অফিশিয়াল বিজ্ঞপ্তি ১ :  Read Now
অফিশিয়াল বিজ্ঞপ্তি ২ :  Read Now
WhatsApp Group (Join Now)
Join Now
Telegram Group (Join Now)
Join Now

Leave a Comment