WB Kanyashree Rupashree Recruitment: রাজ্যের দুই জনপ্রিয় প্রকল্প হল কন্যাশ্রী ও রূপশ্রী, বহু মানুষ প্রতিবছর এই প্রকল্প দুটি থেকে উপকৃত হয়ে থাকেন। সম্প্রতি দক্ষিণ দিনাজপুর জেলায় এই দুই বিভাগে চুক্তির ভিত্তিতে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হল জেলার District Magistrate অফিসের তরফে। শূন্যপদগুলিতে মূলত ডেটা ম্যানেজার ও ডেটা এন্ট্রি অপারেটর পদে নিয়োগ করা হবে। দক্ষিণ দিনাজপুর জেলার স্থায়ী বাসিন্দারা যদি বিজ্ঞপ্তিতে প্রকাশিত যোগ্যতা প্রমান করতে পারেন তবে আবেদনটি সম্পূর্ণ পড়ে আবেদন করুন।
নিয়োগকারী সংস্থা | Office of the District Magistrate, Dakshin Dinajpur |
Advertisement no. | 77/KP-DPMU/DD এবং 43/RP/DD |
অফিসিয়াল ওয়েবসাইট | https://uttardinajpur.gov.in/ |
মোট শূন্যপদ | ৩ টি। |
আবেদন শুরু | ০৫.০৯.২০২৩ ও ২০.০৯.২০২৩ |
পদের নাম
Data Manager, Kanyashree Prakalpa
মোট শূন্যপদ : ১ টি।
শিক্ষাগত যোগ্যতা : আবেদনকারী চাকরিপ্রার্থী সরকার স্বীকৃত কোনো ইনস্টিটিউট থেকে যেকোনো শাখায় গ্র্যাজুয়েশন সম্পূর্ণ করে থাকলে ও সেইসাথে কম্পিউটারে ডিপ্লোমা কোর্স ও টাইপিং করতে জানলে আবেদনযোগ্য।
বয়স সীমা : উল্লেখ্য পদে আবেদন করতে, ০১.০৮.২০২৩ অনুসারে আবেদনকারীর ন্যূনতম বয়স হতে হবে ১৮ বছর ও সর্বোচ্চ ৪০ বছর।
মাসিক বেতন : এই বিভাগের অন্তর্গত চাকরিপ্রাপ্ত প্রার্থীদের মাসে ১১,০০০ টাকা বেতন দেওয়া হবে।
চাকরির খবর : রাজ্য সরকারি প্রাইমারি স্কুলে সম্পূর্ণ স্থায়ী পদে একাধিক শিক্ষক নিয়োগ, জেনে নিন কিভাবে করবেন আবেদন।
পদের নাম
Data Entry Operator, Rupashree Prakalpa
মোট শূন্যপদ : ২ টি। (SC- ESM ও UR- PWD প্রার্থীদের জন্য সংরক্ষিত)
শিক্ষাগত যোগ্যতা : আবেদনকারী চাকরিপ্রার্থী সরকার স্বীকৃত কোনো ইনস্টিটিউট থেকে যেকোনো শাখায় গ্র্যাজুয়েশন সম্পূর্ণ করে থাকলে ও সেইসাথে কম্পিউটারে ডিপ্লোমা কোর্স ও টাইপিং করতে জানলে আবেদনযোগ্য।
বয়স সীমা : উল্লেখ্য পদে আবেদন করতে, ০১.০৮.২০২৩ অনুসারে আবেদনকারীর বয়স হতে হবে সর্বোচ্চ ৪০ বছর। তবে তপশিলি জাতির প্রার্থীদের বয়সের ক্ষেত্রে ৫ বছরের অতিরিক্ত ছাড় দেওয়া হবে।
মাসিক বেতন : এই বিভাগের অন্তর্গত চাকরিপ্রাপ্ত প্রার্থীদের মাসে ১১,০০০ টাকা বেতন দেওয়া হবে।
চাকরির খবর : এইমস এ ক্লার্ক সহ অন্যান্য অফিসিয়াল পদে কর্মী নিয়োগ, ন্যূনতম যোগ্যতা মাধ্যমিক পাশ।
প্রার্থী বাছাই পদ্ধতি
ডেটা ম্যানেজার পদে কিভাবে প্রার্থীদের বাছাই করা হবে, এই বিষয়ে কোনোরকম তথ্য বিজ্ঞপিতে উল্লেখ নেই, তবে ডেটা এন্ট্রি অপারেটর পদের আবেদনকারী প্রার্থীদের লিখিত পরীক্ষা, কম্পিউটার পরীক্ষা ও ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে।
আবেদনের পদ্ধতি
আবেদনে ইচ্ছুক প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন সম্পূর্ণ করতে হবে। এর জন্য প্রার্থীরা দক্ষিণ দিনাজপুর জেলার অফিসিয়াল রিক্রুটমেন্ট ওয়েবসাইট “https://recruitmentdd.in/” -এ গিয়ে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে পারেন। একজন প্রার্থী উপরের দুটি বিভাগেই আবেদন জানাতে পারেন। ফর্ম ফিলাপের পর ফর্মটির একটি প্রিন্টআউট বের করে নেবেন।
আবেদনের শেষ তারিখ :
- ডেটা ম্যানেজার- ৩০.০৯.২০২৩
- ডেটা এন্ট্রি অপারেটর- ০৫.১০.২০২৩
গুরুত্বপূর্ণ লিঙ্ক
অফিশিয়াল বিজ্ঞপ্তি : | বিজ্ঞপ্তি ১ ও বিজ্ঞপ্তি ২ |
অনলাইন আবেদন : | Apply Now |
আরেকটি চাকরি : জেলা হাসপাতালে স্বাস্থ্য কর্মী নিয়োগ, আবেদন চলবে ২৭ শে সেপ্টেম্বর পর্যন্ত।
মক টেস্ট : ভারতের কোন অভয়ারণ্যে কালো হরিণ দেখা যায়? – এমনই ১০ টি পরীক্ষায় কমন প্রশ্নের উত্তর জেনে নিন।