WB Health Department Recruitment: পশ্চিমবঙ্গ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক ও জাতীয় স্বাস্থ্য মিশনের অন্তর্ভুক্ত পশ্চিম বর্ধমান জেলার CMOH দপ্তরের তরফে সম্প্রতি একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, এতে চুক্তির ভিত্তিতে বিভিন্ন বিভাগে মোট ১৪৯ টি শূন্যপদে নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শূন্যপদগুলিতে শুধুমাত্র পশ্চিমবঙ্গের যোগ্য চাকরিপ্রার্থীরাই আবেদন করতে পারবেন। তাই প্রার্থীদের কাছে অনুরোধ, প্রতিবেদনটি সম্পূর্ণরূপে খুঁটিয়ে পড়ার পর, শেষ তারিখের আগেই পছন্দসই পদে আবেদন সেরে ফেলুন।
নিয়োগকারী সংস্থা | Department of Health & Family Welfare |
Advertisement no. | DH&FWS/ASL/23-24/831 |
অফিসিয়াল ওয়েবসাইট | wbhealth.gov.in |
মোট শূন্যপদ | ১৪৯ টি। |
আবেদন শুরু | ২৯.০৯.২০২৩ |
আবেদন শেষ | ১৫.১০.২০২৩ |
পদের নাম
Staff Nurse
মোট শূন্যপদ : ৪৩ টি।
শিক্ষাগত যোগ্যতা : আবেদনকারী চাকরিপ্রার্থী সরকার স্বীকৃত কোনো ইনস্টিটিউট থেকে GNM প্রশিক্ষণ কোর্স করে থাকলে আবেদনযোগ্য। সেইসাথে স্থানীয় ভাষায় পারদর্শী হতে হবে।
বয়স সীমা : উল্লেখ্য পদে আবেদন করতে, ০১.০১.২০২৩ অনুসারে আবেদনকারীর বয়স হতে হবে, ন্যূনতম ২১ বছর থেকে সর্বোচ্চ ৪০ বছরের মধ্যে।
মাসিক বেতন : যারা এই বিভাগে চাকরি পাবেন তাদের প্রতিমাসে ২৫,০০০ টাকা করে বেতন দেওয়া হবে।
চাকরির খবর : রাজ্যের প্রতিবন্ধী পুনর্বাসন কেন্দ্রে পিওন সহ অন্যান্য পদে কর্মী নিয়োগ, ন্যূনতম অষ্টম শ্রেণী পাশে আবেদন করুন।
পদের নাম
Community Health Assistant
মোট শূন্যপদ : ৩৮ টি।
শিক্ষাগত যোগ্যতা : আবেদনকারী চাকরিপ্রার্থী সরকার স্বীকৃত কোনো ইনস্টিটিউট থেকে GNM/ANM প্রশিক্ষণ কোর্স সম্পূর্ণ করে থাকলে আবেদনযোগ্য। সেইসাথে প্রার্থীকে পশ্চিম বর্ধমানের একজন স্থায়ী বাসিন্দা ও বাংলা ভাষায় পারদর্শী হতে হবে।
বয়স সীমা : উল্লেখ্য পদে আবেদন করতে, ০১.০১.২০২৩ অনুসারে আবেদনকারীর বয়স হতে হবে, ন্যূনতম ২১ বছর থেকে সর্বোচ্চ ৪০ বছরের মধ্যে।
মাসিক বেতন : যারা এই বিভাগে চাকরি পাবেন তাদের প্রতিমাসে ১৩,০০০ টাকা করে বেতন দেওয়া হবে।
পদের নাম
Block Public Health Manager
মোট শূন্যপদ : ৩ টি।
শিক্ষাগত যোগ্যতা : আবেদনকারী চাকরিপ্রার্থী সরকার স্বীকৃত কোনো ইনস্টিটিউট থেকে জীবন বিজ্ঞান নিয়ে গ্র্যাজুয়েট অথবা ম্যানেজমেন্ট বিষয়ে ডিপ্লোমা কোর্স করে থাকলে আবেদনযোগ্য। সেইসাথে কম্পিউটারে কাজের ক্ষমতা থাকতে হবে।
বয়স সীমা : উল্লেখ্য পদে আবেদন করতে, ০১.০১.২০২৩ অনুসারে আবেদনকারীর বয়স হতে হবে, ন্যূনতম ২১ বছর থেকে সর্বোচ্চ ৪০ বছরের মধ্যে।
মাসিক বেতন : এই বিভাগের অন্তর্গত চাকরিপ্রাপ্ত প্রার্থীকে মাসে ৩৫,০০০ টাকা বেতন দেওয়া হবে।
আরেকটি চাকরির খবর : কেন্দ্রীয় সরকারে গ্রুপ সি বিভাগে নিয়োগের আবেদন শুরু, যোগ্যতা উচ্চমাধ্যমিক পাশ।
পদের নাম
Block Account Manager
মোট শূন্যপদ : ৩ টি।
শিক্ষাগত যোগ্যতা : আবেদনকারী চাকরিপ্রার্থী সরকার স্বীকৃত কোনো ইনস্টিটিউট থেকে যেকোনো শাখায় গ্র্যাজুয়েট হয়ে থাকলে আবেদনযোগ্য। সেইসাথে কম্পিউটারে ন্যূনতম ১ বছরের ডিপ্লোমা কোর্স করে থাকলে এবং যেকোনো সরকারি প্রতিষ্ঠানে ন্যূনতম ৩ বছর অথবা বেসরকারি প্রতিষ্ঠানে ন্যূনতম ৫ বছরের সংশ্লিষ্ট বিষয়ে কাজের অভিজ্ঞতা থাকলে আবেদন জানাতে পারবেন।
বয়স সীমা : উল্লেখ্য পদে আবেদন করতে, ০১.০১.২০২৩ অনুসারে আবেদনকারীর বয়স হতে হবে, ন্যূনতম ২১ বছর থেকে সর্বোচ্চ ৪০ বছরের মধ্যে।
মাসিক বেতন : এই বিভাগের অন্তর্গত চাকরিপ্রাপ্ত প্রার্থীকে মাসে ২২,০০০ টাকা বেতন দেওয়া হবে।
**এছাড়াও, আরও অন্যান্য বিভাগে শূন্যপদ রয়েছে, ইচ্ছুক প্রার্থীরা বিশদে জানতে নীচের লিঙ্কে ক্লিক করে বিজ্ঞপ্তিটি পড়ে নিন।
চাকরির খবর : ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজিতে প্রচুর নন-টিচিং স্টাফ নিয়োগ, অনলাইন আবেদন শুরু।
আবেদনের পদ্ধতি
আবেদনে ইচ্ছুক প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন সম্পূর্ণ করতে হবে। এর জন্য প্রার্থীদের স্বাস্থ্য দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইট তথা “wbhealth.gov.in” -এ গিয়ে অথবা নীচে দেওয়া লিংকে ক্লিক করে সরাসরি আবেদন প্রক্রিয়া সম্পন্ন করে নিতে হবে, আবেদনের শেষ ধাপে প্রার্থীদের আবেদন ফি জমা দিয়ে, আবেদন করা ফর্মের প্রিন্ট আউট বের করে নিজের কাছে রেখে দিতে হবে।
আবেদন ফি
উপরের শূন্যপদগুলিতে আবেদন করতে হলে Gen প্রার্থীদের ১০০ টাকা ও বাকি SC/ST/OBC শ্রেণীর প্রার্থীদের ৫০ টাকা 8250999022@icici -এই ঠিকানায় UPI এর মাধ্যমে ট্র্যান্সফার করতে হবে। টাকা পাঠানো সম্পন্ন হলে প্রার্থীদের UTR নম্বরটি সংগ্রহ করে রেখে দিতে হবে।
গুরুত্বপূর্ণ লিঙ্ক
অফিশিয়াল বিজ্ঞপ্তি : | Read Now |
অনলাইন আবেদন : | Apply Now |
চাকরির খবর : রাজ্যে উচ্চমাধ্যমিক পাশে এজুকেশন সুপারভাইজার নিয়োগ, সরাসরি ইন্টারভিউয়ের ভিত্তিতে চাকরি।
মক টেস্ট : বলুন তো, ভারতের জাতীয় সংগীত গাইবার সময়সীমা কত? – এরকম মোট ১০ টি প্রশ্নের উত্তর জেনে নিন।