Health Department Recruitment: পশ্চিমবঙ্গ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক ও জাতীয় স্বাস্থ্য মিশনের অন্তর্ভুক্ত আলিপুরদুয়ার জেলার CMOH দপ্তরের তরফে সম্প্রতি একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, এতে চুক্তির ভিত্তিতে বিভিন্ন বিভাগে মোট ১৫ টি শূন্যপদে নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শূন্যপদগুলিতে রাজ্যের যেকোনো জেলার যোগ্য চাকরিপ্রার্থীরা আবেদন করতে পারবেন। তাই প্রার্থীদের কাছে অনুরোধ, প্রতিবেদনটি সম্পূর্ণরূপে খুঁটিয়ে পড়ার পর, শেষ তারিখের আগেই পছন্দসই পদে আবেদন সেরে ফেলুন।
নিয়োগকারী সংস্থা | Department of Health & Family Welfare |
Advertisement no. | DH&FWS/2023-24/No. 569 |
অফিসিয়াল ওয়েবসাইট | https://alipurduar.gov.in/ |
মোট শূন্যপদ | ১৫ টি। |
আবেদন শুরু | ১৩.০৯.২০২৩ |
আবেদন শেষ | ২৭.০৯.২০২৩ |
পদের নাম
Staff Nurse
মোট শূন্যপদ : ২ টি।
শিক্ষাগত যোগ্যতা : আবেদনকারী চাকরিপ্রার্থী সরকার স্বীকৃত কোনো ইনস্টিটিউট থেকে GNM প্রশিক্ষণ কোর্স করে থাকলে আবেদনযোগ্য। সেইসাথে স্থানীয় ভাষায় পারদর্শী হতে হবে।
বয়স সীমা : উল্লেখ্য পদে আবেদন করতে, ০১.০১.২০২৩ অনুসারে আবেদনকারীর বয়স হতে হবে, সর্বোচ্চ ৪০ বছর।
মাসিক বেতন : এই বিভাগের অন্তর্গত চাকরিপ্রাপ্ত প্রার্থীদের মাসে ২৫,০০০ টাকা বেতন দেওয়া হবে।
নিয়োগ প্রক্রিয়া : নার্সিং কোর্সে প্রাপ্ত নম্বরের ভিত্তিতে নিয়োগ করা হবে।
পদের নাম
Community Nurse
মোট শূন্যপদ : ১ টি।
শিক্ষাগত যোগ্যতা : আবেদনকারী চাকরিপ্রার্থী সরকার স্বীকৃত কোনো ইনস্টিটিউট থেকে GNM প্রশিক্ষণ কোর্স করে থাকলে আবেদনযোগ্য। সেইসাথে ন্যূনতম ১ মাসের সাইকিয়াট্রিক নার্সিং ট্রেনিংপ্রাপ্ত হয়ে থাকলে আবেদনযোগ্য।
বয়স সীমা : উল্লেখ্য পদে আবেদন করতে, ০১.০১.২০২৩ অনুসারে আবেদনকারীর বয়স হতে হবে, সর্বোচ্চ ৪০ বছর।
মাসিক বেতন : এই বিভাগের অন্তর্গত চাকরিপ্রাপ্ত প্রার্থীকে মাসে ২৫,০০০ টাকা বেতন দেওয়া হবে।
নিয়োগ প্রক্রিয়া : নার্সিং কোর্সে প্রাপ্ত নম্বর, সংশ্লিষ্ট বিষয়ে কাজের অভিজ্ঞতা ও ইন্টারভিউয়ের ভিত্তিতে নিয়োগ করা হবে।
চাকরির খবর : রাজ্যের ইঞ্জিনিয়ারিং কলেজে MTS ও জুনিয়র অ্যাসিস্ট্যান্ট পদে চাকরি, ন্যূনতম যোগ্যতা মাধ্যমিক পাশ।
পদের নাম
Senior Treatment Supervisor
মোট শূন্যপদ : ৪ টি।
শিক্ষাগত যোগ্যতা : আবেদনকারী চাকরিপ্রার্থী সরকার স্বীকৃত কোনো ইনস্টিটিউট থেকে বিজ্ঞান শাখায় গ্র্যাজুয়েশন সম্পন্ন করে থাকলে আবেদনযোগ্য। সেইসাথে কম্পিউটারে কাজের অভিজ্ঞতা ও বৈধ লাইসেন্স সহকারে দু-চাকার গাড়ি চালানোর ক্ষমতার প্রয়োজন রয়েছে।
বয়স সীমা : উল্লেখ্য পদে আবেদন করতে, ০১.০১.২০২৩ অনুসারে আবেদনকারীর বয়স হতে হবে, সর্বনিম্ন ২১ বছর ও সর্বোচ্চ ৪০ বছর।
মাসিক বেতন : এই বিভাগের অন্তর্গত চাকরিপ্রাপ্ত প্রার্থীদের মাসে ২৫,০০০ টাকা বেতন দেওয়া হবে।
নিয়োগ প্রক্রিয়া : একাডেমিক যোগ্যতা, কাজের অভিজ্ঞতা ও কম্পিউটার টেস্টের ভিত্তিতে চাকরি দেওয়া হবে।
পদের নাম
Block Account Manger
মোট শূন্যপদ : ১ টি।
শিক্ষাগত যোগ্যতা : আবেদনকারী চাকরিপ্রার্থী সরকার স্বীকৃত কোনো ইনস্টিটিউট থেকে B.Com পাশ করে থাকলে আবেদনযোগ্য।
বয়স সীমা : উল্লেখ্য পদে আবেদন করতে, ০১.০১.২০২৩ অনুসারে আবেদনকারীর বয়স হতে হবে, সর্বোচ্চ ৪০ বছর।
মাসিক বেতন : এই বিভাগের অন্তর্গত চাকরিপ্রাপ্ত প্রার্থীকে মাসে ২৬,০০০ টাকা বেতন দেওয়া হবে।
নিয়োগ প্রক্রিয়া : স্কুল কলেজের পরীক্ষায় প্রাপ্ত নম্বর ও ইন্টারভিউয়ের ভিত্তিতে চাকরি দেওয়া হবে।
**এছাড়াও, আরও অন্যান্য বিভাগে শূন্যপদ রয়েছে, ইচ্ছুক প্রার্থীরা বিশদে জানতে নীচের লিঙ্কে ক্লিক করে বিজ্ঞপ্তিটি পড়ে নিন।
চাকরির খবর : কেন্দ্র সরকারি ওয়্যারহাউসগুলিতে নন-টেকনিক্যাল ও অন্যান্য পদে নিয়োগ, বেতন রয়েছে ১ লক্ষ ৪০ হাজার টাকা।
আবেদনের পদ্ধতি
আবেদনে ইচ্ছুক প্রার্থীদের অফলাইনের মাধ্যমে আবেদন সম্পূর্ণ করতে হবে। এর জন্য প্রার্থীদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে কিংবা নীচে দেওয়া বিজ্ঞপ্তির লিঙ্ক থেকে ফর্মটির প্রিন্ট আউট বের করে নিতে হবে। ফর্ম ফিলাপের পর আবেদন ফি সহ যাবতীয় ডকুমেন্টস সেল্ফ এটেস্টেড করার পর নীচের ঠিকানায় পাঠাতে হবে।
আবেদন ফি
উপরের শূন্যপদগুলিতে আবেদন করতে হলে Gen প্রার্থীদের ১০০ টাকা ও বাকি সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের ৫০ টাকার ডিমান্ড ড্রাফ্ট “DH & FWS, Alipurduar, Non NHM Account” – এর উদ্দেশ্যে আবেদন ফি হিসেবে পাঠাতে হবে।
আবেদনের ঠিকানা
প্রার্থীদের এই ঠিকানায় আবেদন ফর্মটি রেজিস্টার্ড পোস্ট/স্পিড পোস্ট/ক্যুরিয়ার মারফৎ পাঠাতে হবে, মনে রাখবেন সেটিকে অবশ্যই ২৭.০৯.২০২৩ এর মধ্যে পৌঁছতে হবে-
The Office CMOH & Member Secretary , DH & FWS Babupara, Maya Talkies Road, Ward No-12, District- Alipurduar, Pin – 736121
গুরুত্বপূর্ণ লিঙ্ক
অফিশিয়াল বিজ্ঞপ্তি : | Read Now |
অফিশিয়াল ওয়েবসাইট : | Visit Now |
চাকরির খবর : ভারতীয় সেনায় সিভিলিয়ান বিভাগে গ্রুপ C নিয়োগ, আবেদন করুন অনলাইনে।
আরেকটি চাকরির খবর : রাজ্য সরকারি প্রাইমারি স্কুলে সম্পূর্ণ স্থায়ী পদে একাধিক শিক্ষক নিয়োগ, জেনে নিন কিভাবে করবেন আবেদন।
মক টেস্ট : ভারতের কোন অভয়ারণ্যে কালো হরিণ দেখা যায়? – এমনই ১০ টি পরীক্ষায় কমন প্রশ্নের উত্তর জেনে নিন।