WB Food SI Recruitment 2023: ফুড সাব-ইন্সপেক্টর নিয়োগ, যা এই মুহূর্তে পশ্চিমবঙ্গের সকল চাকরিপ্রার্থীদের মধ্যে সবচেয়ে চর্চিত একটি বিষয়। গত ১০-ই মে PSC একটি নোটিফিকেশন জারি করে এই নিয়োগের কথা জানায়। কিন্তু তারপর থেকেই সব কিছু যেন থমকে গেছে- তাই সকলের মুখে একই প্রশ্ন ঘুরছে, Food SI এর ফর্ম ফিলাপ কবে? আজকের এই প্রতিবেদনে সেই প্রশ্নেরই উত্তর খোঁজার চেষ্টা করব।
বর্তমানে রাজ্যে Food SI এর সংখ্যা স্বাভাবিকের তুলনায় অত্যন্ত কম। গ্রাম বা শহরে মূলত ইন্সপেক্টরদের দিয়েই সাব ইন্সপেক্টরদের কাজ করিয়ে নেওয়ার হচ্ছে। তাই রাজ্যে Food SI নিয়োগ অত্যন্ত জরুরী হয়ে পড়েছে। এদিকে রাজ্যে দীর্ঘদিন বন্ধ রয়েছে বিভিন্ন বিভাগের কর্মী নিয়োগ, তাই এবারের Food SI নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হলে রেকর্ড পরিমান ফর্ম ফিলাপ হবে বলে অনুমান করা হচ্ছে। PSC সূত্রে খবর, ইতিমধ্যেই তাঁরা তাঁদের সার্ভার ক্যাপাসিটি বাড়াচ্ছে, তাঁদের অনুমান এবারে ১৫ লক্ষেরও বেশি ফর্ম ফিলাপ হবে। তাই এই বিপুল পরিমান ফর্ম ফিলাপ ও তাদের নির্বিঘ্নে পরীক্ষা নেওয়াটা কমিশনের কাছে একটা চ্যালেঞ্জ হয়ে উঠেছে।
চাকরির খবর : কেন্দ্রীয় স্কুলে ১৪৯৩ টি শূন্যপদে নন টিচিং স্টাফ নিয়োগ, মাধ্যমিক যোগ্যতায় আবেদন চলছে।
আর এসবের মধ্যেই রাজ্যে শুরু হতে চলেছে পঞ্চায়েত ভোট, যা খানিকটা প্রভাব ফেলেছে Food SI এর নিয়োগ প্রক্রিয়ায়। সূত্রের খবর, পঞ্চায়েত ভোট মিটলেই PSC পূর্ণাঙ্গ নোটিফিকেশন জারি করবে, আর তারপরই নির্দিষ্ট সময়ে শুরু হয়ে যাবে অনলাইন ফর্ম ফিলাপের প্রক্রিয়া। এই বিষয়ে নতুন কোনো আপডেট এলেই জানানো হবে আমাদের “আজকের বাংলা” নিউজ পোর্টালে, তাই প্রকাশিত যেকোনো খবর মিস না করতে যুক্ত থাকুন আমাদের WhatsApp/Telegram গ্রুপে।