WB Clerk Recruitment: পশ্চিমবঙ্গের তথ্য ও সংস্কৃতি দপ্তরের পক্ষ থেকে সম্প্রতি একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, এতে একজন ক্লার্ক নিয়োগের ঘোষণা করা হয়েছে। পশ্চিমবঙ্গের যেকোনো যোগ্য চাকরিপ্রার্থীরাই এই পদে আবেদন করতে পারবেন। এই পদটিতে, প্রার্থীকে সম্পূর্ণ চুক্তির ভিত্তিতে একবছরের জন্য নিয়োগ করা হবে। চলুন দেখে নিই কোন যোগ্যতায়, কারা এই আবেদন করতে পারবেন।
নিয়োগকারী সংস্থা | District Information & Cultural Office, CoochBehar |
Advertisement no. | 629/ICA/COB |
অফিসিয়াল ওয়েবসাইট | www.egiyebangla.gov.in/coochbehar.gov.in |
মোট শূন্যপদ | ১ টি। |
আবেদন শুরু | ২৭.০৭.২০২৩ |
আবেদন শেষ | ১০.০৮.২০২৩ |
পদের নাম
Upper Division Clerk
মোট শূন্যপদ : ১ টি।
শিক্ষাগত যোগ্যতা : চাকরিপ্রার্থীর হিসেব নিকেশে অভিজ্ঞতা থাকতে হবে, সেইসাথে কম্পিউটারে বেসিক নলেজ থাকলে আবেদনযোগ্য।
বয়স সীমা : এই পদে আবেদন করতে আবেদনকারীর বয়স হতে হবে ন্যূনতম ১৮ বছর।
মাসিক বেতন : এই বিভাগের অন্তর্গত চাকরিপ্রাপ্ত প্রার্থীদের মাসে ১২,০০০ টাকা বেতন দেওয়া হবে।
চাকরির খবর : রাজ্যে সমাজকল্যাণ দপ্তরে চাকরি, মাধ্যমিক পাশে আবেদন শুরু।
আবেদন পদ্ধতি
উল্লেখ্য পদে সম্পূর্ণ অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। চাকরিপ্রার্থীদের প্রথমে নিচে দেওয়া বিজ্ঞপ্তিটি ডাউনলোড করতে হবে, সেখানে ২ নং পাতায় থাকা আবেদনপত্রটির প্রিন্ট আউট বের করে, সেটিকে সাময়িক তোলা পাসপোর্ট সাইজের ছবি দিয়ে ফিল আপ করতে হবে। সবশেষে যাবতীয় ডকুমেন্টসগুলির ফটোকপি, সেলফ এটাস্টেড করে নিচের দেওয়া ঠিকানায় পাঠাতে হবে।
আবেদনের পাঠানোর ঠিকানা
Office of the District Information and Cultural officer, Victor Palace, Sagardighi Square (West), P.O & Dist.- CoochBehar.
আবেদন মূল্য
প্রার্থীদের কোনোরকম আবেদন মূল্য জমা দিতে হবেনা।
গুরুত্বপূর্ণ লিঙ্ক
অফিশিয়াল বিজ্ঞপ্তি : | Read Now |
এটিও পড়ুন : আগষ্ট মাসে শুরু জেল পুলিশের আবেদন, পরীক্ষার সিলেবাস ও বেতন সম্পর্কে জানুন বিস্তারিত।