প্রকাশিত হল ANM GNM ২০২৩ পরীক্ষার উত্তরপত্র, চেক করার আগে এইগুলি অবশ্যই জেনে নিন -WB ANM GNM Answer Key 2023

WhatsApp Group (Join Now)
Join Now
Telegram Group (Join Now)
Join Now

WB ANM GNM Answer Key 2023: প্রকাশিত হল ANM GNM ২০২৩ এর Answer Key. এইবছর ২৩ শে জুলাই West Bengal Join Entrance Examinations Board দ্বারা WBJEE ANM GNM এর পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল, তারই উত্তরপত্র প্রকাশ করলো WBJEEB. প্রতিবছর প্রায় কয়েক লক্ষ পরীক্ষার্থী এই প্রবেশিকা পরীক্ষায় অংশগ্রহণ করে থাকে। এবারের পরীক্ষায় উপস্থিত প্রত্যেক পরীক্ষার্থীর নিজের OMR Sheet টি অফিসিয়াল ওয়েবসাইটে আপলোড করা হয়েছে। এই প্রতিবেদনের মাধ্যমে জেনে নেব কিভাবে চেক করা যাবে এই Answer Key.

নিয়োগকারী সংস্থা West Bengal Join Entrance Examinations Board
Advertisement no. JEEB/Reg-285/23
অফিসিয়াল ওয়েবসাইট wbjeeb.nic.in
মোট শূন্যপদ 
পরীক্ষার তারিখ ২৩.০৭.২০২৩
Answer Key প্রকাশ  ১৮.০৮.২০২৩

বিজ্ঞপ্তিতে প্রকাশিত গুরুত্বপূর্ণ নির্দেশাবলী

পরীক্ষার্থীরা উত্তরপত্র দেখার সময় কিছু জিনিস মাথায় রাখবে-

  1. Category-I এর প্রশ্নগুলিতে যেখানে একটি উত্তরই সঠিক সেখানে A or B or C or D লেখা রয়েছে, Category-II“A, B, C, D” রয়েছে।
  2. যেগুলো প্রশ্ন পরীক্ষার্থীরা attend করেনি, সেগুলোতে “-” অর্থাৎ ড্যাশ দেওয়া রয়েছে।
  3. পরীক্ষার্থীরা যদি একের বেশি উত্তরে দাগিয়ে থাকো সেক্ষত্রে * (Star মার্ক)দেওয়া রয়েছে।
  4. যদি কোনো পরীক্ষার্থী এই মেশিন দ্বারা তোলা OMR শীটের ফলাফলে সন্দিহান হয়ে থাকে, তবে তারা প্রশ্ন পিছু ৫০০ টাকা খরচ করে আগামী ২১.০৮.২০২৩ এর মধ্যে বোর্ডকে চ্যালেঞ্জ করতে পারে।
  5. প্রতিটি পরীক্ষার্থীর প্রশ্নপত্রের বুকলেট নম্বরও আপলোড করা হয়েছে, যদি কোনো পরীক্ষার্থী সন্তুষ্ট না হয়ে থাকে তবে ওপরে উল্লেখিত সময়ের মধ্যে [email protected] এই ই-মেল ID -তে অভিযোগ জানাতে পারবে।
  6. WBJEEB সমস্ত অভিযোগ খতিয়ে দেখার পরই মেরিট লিস্ট প্রকাশ করবে।

কিভাবে চেক করা যাবে ANM GNM Answer Key 2023

প্রার্থীরা নিজেদের মোবাইল কিংবা ডেস্কটপের মাধ্যমে বাড়িতে বসে অনলাইনে চেক করতে পারবে এই উত্তরপত্র। তারজন্য-

  1. প্রথমে প্রার্থীদের West Bengal Join Entrance Examinations Board এর অফিসিয়াল ওয়েবসাইট wbjeeb.nic.in এ যেতে হবে। তারপর,
  2. হোম পেজে থাকা ANM & GNM অপশনে ক্লিক করতে হবে, তারপর, “Model Answer Key and OMR Recorded Response…” অপশনে ক্লিক করতে হবে।
  3. সেখানে, Application Number, Date of Birth ও Captcha ভরে লগইন করলে নিজের উত্তরপত্রটি দেখার সুযোগ পাবে তারা।

গুরুত্বপূর্ণ লিঙ্ক

অফিশিয়াল ওয়েবসাইট :  Click Here
Answer Key Check :  Check Now

চাকরির খবর : ভারতীয় নৌসেনায় গ্রুপ C পদে কয়েকশো নিয়োগ, মাধ্যমিক পাশে করুন আবেদন।

স্কলারশিপ : প্রধানমন্ত্রীর এই স্কলারশিপে আবেদন করে পাওয়া যাবে ১ লক্ষ ২৫ হাজার টাকা, শেষ তারিখ বাড়ানো হল।

WhatsApp Group (Join Now)
Join Now
Telegram Group (Join Now)
Join Now

Leave a Comment