Vidya Lakhsmi Education Loan: এখন আর ব্যাঙ্কের চক্কর নয়, ঘরে বসে অনলাইনে আবেদন করলেই হাতে টাকা!

WhatsApp Group (Join Now)
Join Now
Telegram Group (Join Now)
Join Now

Vidya Lakhsmi Education Loan: আজকের দিনে “সঠিক গুণমানের” শিক্ষা কতটা জরুরী সেটা আমরা প্রত্যেকেই জানি। সেইসাথে এটাও জানি, এই “সঠিক গুণমানের” শিক্ষা পাওয়া কতটা  কঠিন হয়ে পড়েছে! কারোর ক্ষেত্রে সঠিক কলেজ পাওয়া মুশকিল, কেউবা টাকা-পয়সাজনিত সমস্যায় দিশাহীন। উল্লেখ্য দুটি সমস্যার মধ্যে সবথেকে বড় সমস্যা হল টাকা-পয়সাজনিত সমস্যা, কারণ গত কয়েক বছরে পড়াশুনার খরচ আকাশ ছুঁয়েছে। আজকের এই প্রতিবেদন সেইসব ছাত্রছাত্রীদের জন্য উপযোগী, যাদের পড়াশুনায় অর্থাভাব প্রধান বাধা হয়ে দাঁড়িয়েছে।

উচ্চশিক্ষায় খরচ সামলাতে হিমশিম খাওয়া ছাত্রছাত্রীদের অন্যতম উপায় হল এডুকেশন লোন। কিন্তু এই লোন পাওয়া কি আর চাট্টিখানি কথা! ব্যাঙ্কের চক্কর কাটতে কাটতে আর প্রয়োজনীয় ডকুমেন্টস জোগাড় করতে গিয়ে হন্যে হয়ে ঘুরতে হয় দিনের পর দিন। তাই আজকের এই প্রতিবেদনে আমরা জানবো, ভারত সরকার দ্বারা গঠিত এমন একটি পোর্টালের ব্যাপারে, যা শুধুমাত্র এডুকেশন লোন প্রাপকদের সুবিধার্থে তৈরী করা হয়েছে, যেখানে অনলাইনে ফর্ম ফিলাপের মাধ্যমে বাড়িতে বসেই লোনের আবেদন করা যায়।

এডুকেশন লোন (Education Loan) কি?

উচ্চশিক্ষার খরচ বহন করতে ব্যাংক থেকে যে লোন পাওয়া যায়, তাই-ই হলো এডুকেশন লোন। এই লোনের পরিবর্তে ব্যাংকগুলি নির্দিষ্ট মাত্রায় সুদ নিয়ে থাকে।

এডুকেশন লোনের প্রকারভেদ

এডুকেশন লোন মূলত দুই ধরণের হয়ে থাকে।

1) Domestic Education Loan
2) Overseas Education Loan

Domestic Education Loan এর জন্য তারাই এপ্লাই করেন, যারা তাদের উচ্চশিক্ষা ভারতে থেকেই সম্পূর্ণ করতে চান। আর,

Overseas Education Loan সেইসমস্ত ছাত্রছাত্রীদের জন্য, যারা তাদের উচ্চশিক্ষা সম্পূর্ণ করতে বিদেশে থেকে পড়তে চান।

বিদ্যালক্ষী এডুকেশন লোন (Vidya Lakhsmi Education Loan)

এখন আমরা জানবো, ভারত সরকার দ্বারা প্রচলিত এমন একটি প্রকল্পের ব্যাপারে যেটি শুরু হওয়ার সাথে সাথেই ছাত্রছাত্রীদের মধ্যে খুবই জনপ্রিয় হয়ে উঠেছে। প্রকল্পটি ভারত সরকারের শিক্ষা মন্ত্রক, অর্থ মন্ত্রক ও ভারতীয় ব্যাঙ্ক আসোসিয়েশন দ্বারা তৈরী করা হয়েছে, যার সাহায্যে ছাত্রছাত্রীরা সরাসরি অনলাইনের মাধ্যমে লোনের জন্য আবেদন জানাতে পারেন। বিদ্যালক্ষী প্রকল্পের অন্যতম সুবিধাটি হল, এই প্রকল্পের আওতায় ভারতের প্রায় সমস্ত বড় বড় ব্যাঙ্কের থেকে লোনের অপশন পাওয়া যায়।

এটিও পড়ুন: সুকন্যা সমৃদ্ধি প্রকল্প- ১২৫০০ টাকা জমা করুন আর পেয়ে যান ৬৭,৩৪,৫৩৪ টাকা!

কিভাবে আবেদন জানানো যায়?

বিদ্যালক্ষী প্রকল্পে আবেদন জানানোর জন্য সবচেয়ে প্রথমে আপনাকে www.vidyalakshmi.co.in ওয়েবসাইটে যেতে হবে এবং একটি সাধারণ ফর্ম ফিলাপ করার মাধ্যমে পোর্টালে নিজেকে রেজিস্টার করতে হবে। তারপর প্রসিড করে, বাকি ফর্মটি ফিলাপ করার মাধ্যমে আবেদন জানাতে হবে। এরপর লোন এপ্রুভ হলে বিভিন্ন ব্যাঙ্কের দ্বারা লোনের অফার দেওয়া হবে, সেখানে ব্যাংকগুলির ভিন্নরকম সুদের হার এবং শর্তবলীর বিষয়গুলি উল্লেখ থাকবে। এবার আপনি আপনার পছন্দসই ব্যাঙ্কটি সিলেক্ট করে আবেদন জানাতে পারবেন এবং তারপর সময় সময় ওয়েবসাইটে এসে আবেদনের স্টেটাস সম্পর্কে খোঁজ নিতে পারবেন।

বিদ্যালক্ষী লোন পাওয়ার যোগ্যতা

১) আবেদনকারী ছাত্র/ছাত্রীকে ভারতীয় হতে হবে।
২) Graduation কোর্স করতে চাইলে 12th পাশ এবং Post Graduate কোর্স করার জন্য Under Graduate এর Degree থাকতে হবে।
৩) যেখানে উচ্চশিক্ষার কোর্স করতে চাইছেন, সেটিকে UGC কিংবা অন্যান্য সরকার স্বীকৃত হতে হবে।

প্রয়োজনীয় ডকুমেন্টস

যেসমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টস থাকা বাধ্যতামূলক, সেগুলি হল-

১) KYC ডকুমেন্টস।
২) মাধ্যমিক, উচ্চমাধ্যমিক, গ্রাজুয়েশন এর মার্কশীট, এছাড়া প্রবেশিকা পরীক্ষায় বসে থাকলে, তার মার্কশীট।
৩) এডমিশন লেটার।
৪) ফি স্ট্রাকচার।
৫) কিছু ক্ষেত্রে ইনকাম সার্টিফিকেটও দরকার হতে পারে।

ট্যাক্স-এ ছাড় ও অন্যান্য সুবিধা

এই প্রকল্পের মাধ্যমে লোন নিলে, IT Act ১৯৬১ এর 80E এর অধিনিয়ম অনুসারে, কিছু ক্ষেত্রে ট্যাক্স এ ছাড় পাওয়া যায়। তাছাড়া ৪ লক্ষ টাকা পর্যন্ত লোনে কোনোরকম গ্যারান্টি কিংবা সিকিউরিটি দেওয়ারও প্রয়োজন হয়না। এই লোন অত্যন্ত কম সুদে দেওয়া হয়, যার হার বিভিন্ন ব্যাংকে বিভিন্নরকম হয়ে থাকে।

 

WhatsApp Group (Join Now)
Join Now
Telegram Group (Join Now)
Join Now

Leave a Comment