UBKV Recruitment 2023: সম্প্রতি উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের তরফে একটি চাকরির বিজ্ঞপ্তি জারি করা হয়েছে, সেই বিজ্ঞপ্তি অনুযায়ী একটি শূন্যপদে সম্পূর্ণ চুক্তির ভিত্তিতে কর্মী নিয়োগের কথা জানানো হয়েছে। বিশ্ববিদ্যালয়ের তরফে আগামী ০৫.১০.২০২৩ তারিখে একটি ইন্টারভিউয়ের আয়োজন করা হবে। তাই যেসমস্ত চাকরিপ্রার্থী আবেদনে ইচ্ছুক রয়েছেন, তারা আমাদের এই প্রতিবেদনে দেওয়া সমস্ত তথ্য মনোযোগ সহকারে পড়ে চাকরির আবেদন করতে পারেন।
নিয়োগকারী সংস্থা | Uttar Banga Krishi Viswavidyalaya |
Advertisement no. | UBKV/DR-405 |
অফিসিয়াল ওয়েবসাইট | https://www.ubkv.ac.in/ |
মোট শূন্যপদ | ১ টি। |
ইন্টারভিউয়ের তারিখ | ০৫.১০.২০২৩ |
পদের নাম
Research Fellow
মোট শূন্যপদ : ১ টি।
শিক্ষাগত যোগ্যতা : আবেদনকারী চাকরিপ্রার্থীকে সরকার স্বীকৃত কোনো ইনস্টিটিউট থেকে Agriculture Entomology বিষয়ে ডিগ্রি কোর্স পাশ করে থাকতে হবে। তবে উক্ত বিষয়ে রিসার্চের অভিজ্ঞতা এবং কম্পিউটার জানা থাকলে অগ্রাধিকার পাবেন।
বয়স সীমা : উল্লেখ্য পদে আবেদন করতে, ০১.০৬.২০২৩ অনুসারে আবেদনকারীর বয়স হতে হবে, ৪০ বছরের মধ্যে। তবে SC/ST ও অভিজ্ঞ প্রার্থীরা বয়সের ছাড় পাবেন।
মাসিক বেতন : যারা এই বিভাগে চাকরি পাবেন তাদের প্রতিমাসে ১৮,০০০ টাকা করে বেতন দেওয়া হবে।
চাকরির খবর : রাজ্যের প্রতিবন্ধী পুনর্বাসন কেন্দ্রে পিওন সহ অন্যান্য পদে কর্মী নিয়োগ, ন্যূনতম অষ্টম শ্রেণী পাশে আবেদন করুন।
আবেদনের পদ্ধতি
ইচ্ছুক প্রার্থীদের নিজের বায়োডাটা ও বিজ্ঞপ্তিতে উল্লেখিত যাবতীয় ডকুমেন্টগুলির ২ কপি করে জেরক্স করে নিয়ে তাতে কোনো গেজেটেড অফিসার দ্বারা এটেস্টেড করিয়ে নিতে হবে। তারপর সেগুলি নিয়ে ইন্টারভিউয়ের দিনে সরাসরি ইন্টারভিউয়ের স্থানে পৌঁছে যেতে হবে।
ইন্টারভিউয়ের সময় ও স্থান
চাকরি প্রার্থীদের ইন্টারভিউয়ের জন্য আগামী ০৫.১০.২০২৩ তারিখ দুপুর ১২ টায় এই ঠিকানায় পৌঁছতে হবে- “Chamber of the Director of Research Uttar Banga krishi Vishwavidyalaya, Pundibari Cooch Behar.”
গুরুত্বপূর্ণ লিঙ্ক
অফিশিয়াল বিজ্ঞপ্তি : | Read Now |
অফিশিয়াল ওয়েবসাইট : | Visit Now |
চাকরির খবর : ইলেকট্রনিক্স কর্পোরেশন অফ ইন্ডিয়াতে ৪৮৪ টি শূন্যপদে শিক্ষানবিশ নিয়োগ।