Toruner Swapno Scheme WB 2023: ২০২০ সালে আবির্ভাব হওয়া করোনা ভাইরাস আমাদের জীবনের বিভিন্ন ক্ষেত্রে আমূল পরিবর্তন নিয়ে এসেছে। এই ভাইরাস আমাদের সকলকে বছর খানেক ঘর বন্দি করে, বাইরের জগতকে এনে দিয়েছে হাতের নাগালে। অনলাইনে পড়াশোনার ব্যাপারটা ঠিক সেরকমই। ২০২০ সালের পর থেকে স্মার্ট ফোনের মাধ্যমে চলা পড়াশোনা, শিক্ষাক্ষেত্রে এক নতুন মাত্রা এনে দিয়েছে।
২০২০-২১ সালে দেশব্যাপী সস্তার ইন্টারনেট ব্যবস্থা চালু হয়েছিল, কিন্তু সবার কাছে স্মার্টফোন কিংবা ট্যাবলেট ডিভাইস ছিলনা। সেই সমস্যার সমাধানে, পশ্চিমবঙ্গ সরকার চালু করে “তরুনের স্বপ্ন” নামক একটি প্রকল্প যা সমাজের সর্বস্তরের ছাত্রছাত্রীদের জন্য অনলাইন পড়াশোনার মাধ্যম হয়ে ওঠে। এই প্রকল্পে উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য ১০,০০০ টাকা অর্থ সাহায্য দেওয়া হয়, স্মার্ট ফোন/ট্যাব কেনার জন্য।
কিন্তু যেহেতু প্রকল্পটি অফলাইন ক্লাস বন্ধ থাকার ফলে চালু করা হয়েছিল, সেক্ষেত্রে করোনা পরবর্তীতে এই প্রকল্পের মাধ্যমে এবারও কি ১০,০০০ টাকা দেওয়া হবে? এই প্রশ্নই ঘোরপাক খাচ্ছে সদ্য একাদশ শ্রেণী উত্তীর্ণ, সকল দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের মনে। এটার উত্তর হলো, হ্যাঁ এবছরও এই প্রকল্পের টাকা দেওয়া হবে। নভেম্বর মাসের মধ্যেই এই টাকা দিয়ে থাকে রাজ্য সরকার, কিন্তু এনিয়ে অনেকেই প্রশ্ন তুলে থাকে, বছর শেষে স্মার্ট ফোনের টাকা দিয়ে কি লাভ? তাদের মতে, যদি টাকাটা আগে দেওয়া হয় তাহলে অনেকে আগে থেকেই অনলাইনে প্রস্তুতির সুযোগ পাবে।
চাকরির খবর: কবে থেকে Food SI ফর্ম ফিলাপ শুরু হবে, কি জানালো PSC?
এই দাবীদবার পাশাপাশি এবছর উচ্চমাধ্যমিক পরীক্ষা এগিয়ে আনা হয়েছে, তাই এবছরে প্রকল্পের টাকা শিক্ষার্থীরা অনেক আগেই পেয়ে যেতে পারে বলে অনুমান করা হচ্ছে। তবে শিক্ষার্থীদের খেয়াল রাখতে হবে, এই প্রকল্পের জন্য যখন স্কুল থেকে বিভিন্ন ডকুমেন্টস এবং ব্যাঙ্ক ডিটেলস চাওয়া হবে, সেইসময় তারা যেন সবসময় লেনদেন চলতে থাকা, একটি Active ব্যাঙ্ক account এর ডিটেলসই জমা করে। নাহলে, পরবর্তীকালে টাকা ঢোকার ক্ষেত্রে অনেক সমস্যার মুখে পরতে হবে তাদের।