Top 3 Computer Courses in 2023: বর্তমান যুগে যেকোনো ব্যাবসার ছোট বড় কাজে কম্পিউটারের গুরুত্ব অপরিসীম। তাই কম্পিউটারের মাধ্যমে বিভিন্ন Digital Skill এর চাহিদা প্রতিনিয়ত বেড়ে চলেছে। যদি আপনার কম্পিউটারে নলেজ না থাকে, তবে আজকাল একটা ভালো চাকরি পাওয়া কঠিন হয়ে দাঁড়ায়। যদি আপনি উচ্চমাধ্যমিক পাশ, বা সবেমাত্র উচ্চমাধ্যমিক দিয়েছেন, আর Computer Course করে একটি ভালো চাকরি লুফে নিয়ে মোটা মাইনে পেতে চান, তবে আজকের এই প্রতিবেদন আপনাকে অনেকটাই সাহায্য করবে। আপনাকে শুধু এই কোর্সগুলো করতে হবে এবং সেইসাথে প্রচুর মাত্রায় প্র্যাক্টিস চালিয়ে যেতে হবে।
উচ্চমাধ্যমিক পাশ করে ভালো চাকরি পাওয়া যায়না, এটা একটা ভুল ধারণা ছাড়া কিছুই না। চাকরি পেতে হলে করতে হবে একটি সঠিক Computer Course, কম্পিউটার সেন্টারের চিরাচরিত, পুরোনো ধাঁচের কোর্স করে এই যুগে কোনো লাভ হয়না আর। বিগত কয়েক বছরের মধ্যেই যুগ বদলেছে, ডিজিটাল যুগে নতুন নতুন অনেক কাজের সৃষ্টি হয়েছে, যেগুলোর চাহিদা তো ব্যাপক, কিন্তু তা সম্পন্ন করার জন্য দক্ষ লোকের অভাব। তাই আজকের যুগের সাথে তাল মিলিয়ে আমরা আজ এমন ৩ টি কোর্সের ব্যাপারে আলোচনা করবো, যেগুলি সম্পূর্ণ করতে পারলে আপনাকে আর পিছনে ফিরে তাকাতে হবেনা।
১) গ্রাফিক ডিজাইনিং কোর্স
এটি বর্তমান যুগের একটি মারাত্মক রকমের জনপ্রিয় একটি কোর্স। তার কারণ হল, প্রতিটি কোম্পানি তার কাষ্টোমারদের আকৃষ্ট করতে তাদের ওয়েবসাইট, ভিডিও এবং প্রচারের উদ্দেশ্যে করা এডভের্টিসমেন্ট সবজায়গায় গ্রাফিক্স ডিজাইনের ব্যবহার শুরু করেছে। কারণ কাষ্টোমার সবার আগে ছবি ও ছবির ডিজাইন দেখেই আকৃষ্ট হয়, আর এর জন্যই প্রতিটি কোম্পানি চোখ বন্ধ করে প্রচুর বেতনে গ্রাফিক্স ডিজাইনার পুষে থাকে।
তাই আপনি যদি কোনো কোম্পানির হয়েছে কাজ করেন, তবে শুরুতেই ৩০ থেকে ৪০ হাজার টাকা রোজগার করতে পারবেন। আর একবার এক্সপেরিয়েন্স হয়ে গেলেই ফ্রীল্যান্সিয়িং করেও, ঘরে বসে মাসে ১ লক্ষ টাকার বেশি রোজগার করতে পারবেন।
২) অ্যানিমেশন ও VFX কোর্স
আজকাল টিভি আর মুভিতেই শুধু নয়, লোকে অ্যানিমেশন কোর্স করে Youtube এ কার্টুন ভিডিও বানিয়ে প্রচুর রোজগার করছেন। গেম থেকে শুরু করে প্রায় প্রতিটি সিনেমায় এখন VFX এর ব্যবহার করার প্রবণতা বেড়েছে। ভারতবর্ষেই সম্প্রতি রিলিজ করা ফিল্মগুলিতে VFX এর জন্য ৫০০ কোটিরও বেশি টাকা খরচ করার নজির গড়েছে। ভবিষ্যতে এর বাজেট বাড়বে বই’ কমবেনা! তাই অ্যানিমেশন অথবা VFX এর কোর্স করে আপনি নিজের স্কিলের উন্নতি করতে পারেন, যা আপনাকে আপনাকে ধারণার বাইরে টাকা এনে দেবে!
আরেকটি কোর্স : টাটা ইনস্টিটিউটে সোলার ইনস্টলার এর ফ্রি কোর্সের মাধ্যমে চাকরি, মাধ্যমিক পাশেই কোর্স করার সুযোগ।
৩) ওয়েব ডেভেলপমেন্ট কোর্স
এই কোর্সটি বর্তমানে অনেকটা জনপ্রিয়তা লাভ করেছে, আর আগামী কয়েক বছরে আরও জনপ্রিয় হয়েছে উঠবে। কারণ মনে করা হয়, যতদিন ইন্টারনেট থাকবে ততদিন ওয়েব ডেভলপারের চাহিদাও থাকবে। বর্তমানে ছোট বড় সব কোম্পানিই তাদের ওয়েবসাইট তৈরি করে থাকে। তাছাড়া বর্তমানে দেশে চলছে স্টার্ট আপ এর জোয়ার। তাই আমরা কোনো কোম্পানির নাম শুনতেই, প্রথমে Google করে দেখে নিই কোমপানির ওয়েবসাইটের ঠিকুজি কুষ্ঠি! আজকের দুনিয়ায় একটা ওয়েবসাইট, একটা কোম্পানির মুখ হয়েছে উঠেছে। তাই প্রতিটি কোম্পানিই চায় সুন্দর একটি ওয়েবসাইট তথা সুন্দর মুখ তৈরি করে রাখতে। আর এই কাজেই যুক্ত থাকে একজন ওয়েব ডেভলপার। তাছাড়াও ওয়েবসাইটের মেইনটেইন করার জন্যও কোম্পানি সবসময় দুই-তিনজন ওয়েব ডেভেলপার নিযুক্ত রাখে।
তাই এই কোর্সটি করার পর, আপনি যদি কোনো কোম্পানিতে কাজের জন্য নিযুক্ত হন, তবে ৪০ থেকে ৫০ হাজার টাকা মাসে রোজগার করা আপনার জন্য কঠিন হবেনা।
পরিশেষে
এমন অনেক কোর্স রয়েছে যেগুলো করলে আজকালকার যুগে চাকরি পাওয়া কোনো ব্যাপার নয়, কিন্তু সঠিক পথ দেখানোর লোকের অভাবে আমরা সেগুলো করে উঠতে পারিনা। বর্তমানে ডিজিটাল দুনিয়ায় সরকারি চাকরির থেকেও বেশি রোজগার করা যায় বাড়িতে বসে কম্পিউটারের মাধ্যমে, কিন্তু ওই যে আমরা জানিই না। তাই বলছি, যদি স্বাবলম্বী হতে চান তবে করে ফেলুন পছন্দসই এমনই একটি কোর্স, আর রোজগার করুন মোটা অংকের টাকা। প্রতিবেদনটি যদি ভালো লেগে থাকে তবে, বন্ধু ও পরিজনদের সাথে শেয়ার করুন। এরকম আরও বিভিন্ন ধরণের কোর্সের বিষয়ে জানতে, জুড়ে থাকুন আমাদের আজকের বাংলা প্ল্যাটফর্মের সাথে। ধন্যবাদ।
চাকরির খবর : এয়ারপোর্টে কয়েকশো শূন্যপদে অফিস স্টাফ নিয়োগ, অনলাইনে আবেদনের বিজ্ঞপ্তি প্রকাশ।