2022 Primary Tet Recruitment: সুপ্রিম কোর্ট প্রাথমিক শিক্ষকদের জন্য চলা ২০২২ এর নিয়োগ প্রক্রিয়ার উপর একটি অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করলো, অর্থাৎ পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত প্রাথমিক শিক্ষা বোর্ডের পক্ষে নতুন শিক্ষক নিয়োগ আর সম্ভব নয়। শুক্রবার সম্মানীয় বিচারপতি হিমা কোহলি এবং বিচারপতি রাজেশ বিন্দালের বেঞ্চ এই মর্মে রায় ঘোষণা করেছেন।
বর্তমান নিয়োগ প্রক্রিয়ায় মোট ১২০০০ শূন্যপদে নিয়োগের লক্ষ্য রেখেছিল প্রাথমিক শিক্ষা পর্ষদ। সম্প্রতি সেই নিয়োগ প্রক্রিয়ায় চলা ইন্টারভিউ পর্ব শেষ হল। চাকরিপ্রার্থীদের জন্য আগামী মাসে মেধাতালিকা প্রকাশ করা হবে, এই বিষয়েও চলছিল পর্যালোচনা। এসবের মধ্যেই সামনে এলো এই খবর!
চাকরির খবর : ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাংকে কর্মী নিয়োগ, মাসিক বেতন ৩০ হাজার টাকা।
চলতি এই নিয়োগ নিয়ে গতবছর নোটিফিকেশন জারির পর থেকেই জটিলতা দেখা দেয়। সেসময় শেষ বর্ষের D.El.ed প্রশিক্ষণপ্রাপ্তদের একাংশ, কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়ে দাবী রাখে যে, তাদেরকেও নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণের অধিকার দেওয়া হোক, কারণ কলেজ কর্তৃপক্ষের বিলম্বের কারণে তারা যথাসময়ে D.El.ed কোর্স সম্পন্ন করতে পারেনি।
তাদের এই আবেদনের প্রেক্ষিতে, কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ২০২২ এর ২৯শে সেপ্টেম্বর একটি রায়ে D.El.ed প্রশিক্ষণ নিচ্ছেন এমন চাকরিপ্রার্থীদেরও নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণে সুযোগ করে দেওয়ার নির্দেশ দেওয়ার পরে প্রক্রিয়াটি আইনি চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছিল।
চাকরির খবর : ৪১৮২২ টি শূন্যপদ! MTS সহ বিভিন্ন পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি, মাধ্যমিক যোগ্যতায় আবেদন।
পরবর্তীতে বিষয়টি ডিভিশন বেঞ্চের হাতে গেলে, বিচারপতি সুব্রত তালুকদার এবং সুপ্রতিম ভট্টাচার্যের সমন্বয়ে গঠিত কলকাতা হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চ বিচারপতি গঙ্গোপাধ্যায়ের আদেশ খারিজ করে দেয়। বেঞ্চ জানায় যে, নিয়োগের ঘোষণার তারিখ পর্যন্ত, চাকরিপ্রার্থীরা অপ্রশিক্ষিত ছিলেন, তাই তারা নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণের অযোগ্য।
পরবর্তীকালে, অপ্রশিক্ষিত চাকরিপ্রার্থীরা ডিভিশন বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়। গত শুক্রবার তাদের আবেদনের জবাবেই, সুপ্রিম কোর্ট চলমান নিয়োগ প্রক্রিয়ার উপর একটি অন্তর্বর্তী স্থগিতাদেশ মঞ্জুর করে, যার ফলে পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত চলতি প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার ভবিষ্যৎ অন্ধকারে ডুব দিল বলেই মনে করা হচ্ছে।
মক টেস্ট : জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর । General Knowledge Bengali 2023 : পর্ব – ১৩