Teaching and Non-Teaching Staff Recruitment: District Inspector of Schools, Uttar Dinajpur জেলার পক্ষ থেকে জেলার দুইটি স্কুলে বিভিন্ন বিষয়ে Guest Teaching Staff নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। পশ্চিমবঙ্গের যেকোনো জেলার চাকরিপ্রার্থীরা নীচে দেওয়া বিস্তারিত তথ্যগুলি খুঁটিয়ে পড়ে নিজেদের যোগ্যতা বিচার করে নিতে পারেন ও আবেদন জানাতে পারেন।
নিয়োগকারী সংস্থা | District Inspector of Schools, Uttar Dinajpur |
Advertisement no. | – |
অফিসিয়াল ওয়েবসাইট | https://uttardinajpur.gov.in/ |
মোট শূন্যপদ | ১৭ টি। |
ইন্টারভিউ | ০৭.১১.২০২৩ ও ০৯.১১.২০২৩ |
পদের নাম
Guest Teaching Staff
স্কুলের নাম ও বিষয়
স্কুলের নাম : Govt. Model School, Itahar
শিক্ষক পদ : ভূগোল, অংক ও ভৌত বিজ্ঞান।
স্কুলের নাম : Govt. Model School, Kaliyaganj
শিক্ষক পদ : ভূগোল, ও ইতিহাস।
স্কুলের নাম : Govt. Model School, Goalpokhor-I
শিক্ষক পদ : বাংলা, ইংরেজি, ভূগোল, ও ভৌত বিজ্ঞান।
অন্যান্য স্টাফ : ৩ টি। (গ্রুপ-C ও গ্রুপ-D)
স্কুলের নাম : Govt. Model School, Goalpokhor-II
শিক্ষক পদ : অংক, ভূগোল, ও ভৌত বিজ্ঞান।
অন্যান্য স্টাফ : ২ টি। (গ্রুপ-D)
মোট শূন্যপদ : ১৭ টি।
শিক্ষাগত যোগ্যতা : Retired Graduate/Post Graduate B.Ed কোর্স করা শিক্ষক, সরকারি, অথবা সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলে শিক্ষকতা করে থাকলে আবেদন জানাতে পারবেন। গ্রুপ C ও গ্রুপ D পদের জন্য উক্ত পদে অবসরপ্রাপ্ত কর্মীরা আবেদনযোগ্য।
বয়স সীমা : উল্লেখ্য পদে আবেদন করতে হলে, ০১.০৭.২০২৩ অনুসারে প্রার্থীর সর্বোচ্চ বয়স হতে হবে ৬২ বছরের মধ্যে।
চাকরির খবর : এইমস এ মাধ্যমিক পাশে ২৩৩ টি শূন্যপদে MTS সহ অন্যান্য গ্রুপ C কর্মী নিয়োগ।
প্রার্থী বাছাই পদ্ধতি
প্রার্থীদের শুধুমাত্র ইন্টারভিউয়ের মাধ্যমে বাছাই করা হবে।
আবেদনের পদ্ধতি
প্রার্থীদের নির্দিষ্ট করে কোনোরকম আবেদন করতে হবেনা, তাদের শুধুমাত্র বিজ্ঞপ্তিতে উল্লেখিত যাবতীয় ডকুমেন্টস সহকারে ইন্টারভিউয়ের স্থানে যথাসময়ে পৌঁছে যেতে হবে।
ইন্টারভিউ
স্কুলের নাম : Govt. Model School, Itahar ও Govt. Model School, Kaliyaganj
ইন্টারভিউয়ের স্থান : Office of the District Inspector of Schools, Uttar Dinajpur, District Collectorate, 2nd Floor.
সময় : ০৭.১১.২০২৩, সকাল ১১ টা।
আরেকটি চাকরির খবর : কেন্দ্রীয় শিক্ষা প্রতিষ্ঠানে হেল্পার সহ বিভিন্ন গ্রুপ-C কর্মী নিয়োগ, মাধ্যমিক পাশে আবেদন করুন।
স্কুলের নাম : Govt. Model School, Goalpokhor-I ও Govt. Model School, Goalpokhor-II
ইন্টারভিউয়ের স্থান : Vivekananda Sabhagriha, Islampur Sub-Division office attached, Islampur, Uttar Dinajpur.
সময় : ০৯.১১.২০২৩, সকাল ১১ টা।
গুরুত্বপূর্ণ লিঙ্ক
অফিশিয়াল বিজ্ঞপ্তি : | Notice-1 & Notice-2 |
অফিশিয়াল ওয়েবসাইট : | Visit Now |
মক টেস্ট : হাইকোর্টের প্রধান বিচারপতি নিযুক্ত হন কার দ্বারা? – দেখুন ১০ টি বাংলা কুইজ প্রশ্ন এবং উত্তর।