ITBP Constable Driver Recruitment 2023: ইন্দো তিব্বত পুলিশ ফোর্স (ITBP) এর তরফে সম্প্রতি একটি নোটিশ জারি করা হয়েছে, তাতে মোট ৪৫৮ টি পদে কনস্টেবল (ড্রাইভার) পদে নিয়োগের ঘোষণা করা হয়েছে। যে সকল যোগ্য চাকরিপ্রার্থীরা এই পদে আবেদন করতে ইচ্ছুক তারা জেনে নাও আবেদন সম্পর্কে যাবতীয় খুঁটিনাটি আমাদের এই প্রতিবেদনের মাধ্যমে।
নিয়োগকারী সংস্থা | ইন্দো তিব্বত পুলিশ ফোর্স (ITBP) |
Advertise No. | ITBP Constable Driver Vacancy 2023 |
অফিসিয়াল ওয়েবসাইট | itbpolice.nic.in |
আবেদন শুরু | ২৭.০৬.২০২৩ |
আবেদন শেষ | ২৬.০৭.২০২৩ |
মোট শূন্যপদ | ৪৫৮ টি। |
পদের নাম
কনস্টেবল (ড্রাইভার)
মোট শূন্যপদ : ৪৫৮ টি। (UR – ১৯৫ টি, EWS- ৪২ টি, SC – ৭৪ টি, ST- ৩৭ টি, OBC- ১১০ টি)
শিক্ষাগত যোগ্যতা : মাধ্যমিক পাশ এবং সেইসাথে ভারী গাড়ি চালানোর লাইসেন্সপ্রাপ্ত প্রার্থীরা এই পদে আবেদনযোগ্য।
বয়স সীমা : ২৬.০৭.২০২৩ অনুসারে আবেদনকারীর বয়স ন্যূনতম ২১ এবং সর্বাধিক ২৭ বছর হলে আবেদনযোগ্য। সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন।
মাসিক বেতন : এই পদের চাকরিপ্রাপ্ত প্রার্থীরা লেভেল- ৩ অনুযায়ী ২১,৭০০ টাকা থেকে ৬৯,১০০ টাকা পর্যন্ত বেতন পাবেন।
আরও খবর : সশস্ত্র সীমা বলে (SSB) কয়েকশো কনস্টেবল পদে নিয়োগের আবেদন চলছে।
নিয়োগ পদ্ধতি
- শারীরিক যোগ্যতা পরীক্ষা (PMT) ও শারীরিক ক্ষমতা পরীক্ষা (PET)
- লিখিত পরীক্ষা
- ডকুমেন্ট ভেরিফিকেশন
- ড্রাইভিং টেস্ট
- মেডিক্যাল টেস্ট
আবেদন পদ্ধতি : ITBP কস্টেবল ড্রাইভার পদে আবেদনের জন্য ITBP এর অফিশিয়াল recruitment ওয়েবসাইট https://recruitment.itbpolice.nic.in/ এর মাধ্যমে অনালাইনে আবেদন করতে হবে (নীচে Direct Application লিংকে ক্লিক করেও সরাসরি আবেদন করতে পারেন)। আবেদন শেষে রেজিস্ট্রেশনের ফর্মটির প্রিন্ট আউট বের করে নিজের কাছে রেখে দিতে হবে।
আবেদন ফি : ১০০ টাকা। তবে তফশিলি জাতিভুক্ত প্রার্থীদের কোনো ফি জমা করতে হবে না।
গুরুত্বপূর্ণ লিঙ্ক
আবেদন লিংক : | Apply Now (চালু হয়নি) |
অফিশিয়াল বিজ্ঞপ্তি : | Read Now |