SVNIT Non-Teaching Staff Recruitment 2023: Sardar Vallabhbhai National Institute of Technology Surat (SVNIT) হল একটি কেন্দ্র সরকারি ইনস্টিটিউট। সম্প্রতি তারা একটি বিজ্ঞপ্তি জারি করে কয়েকটি বিভাগে কর্মী নিয়োগ করবে বলে জানিয়েছে। যেহেতু এটি একটি কেন্দ্র সরকারি ইনস্টিটিউট, তাই এখানকার কর্মীদের কেন্দ্রীয় সরকারের নিয়মানুসারে বেতন ও অন্যান্য সুবিধা প্রদান করা হয়। পশ্চিমবঙ্গের যেকোনো জেলার চাকরিপ্রার্থীরা আজকের এই প্রতিবেদন পড়ার পর নিম্নোক্ত পদ অনুসারে যোগ্যতা বিচার করে আবেদন করতে পারেন।
নিয়োগকারী সংস্থা | Sardar Vallabhbhai National Institute of Technology |
Advertisement no. | Estt. /2023/Gr-C (JA)/2550 |
অফিসিয়াল ওয়েবসাইট | https://www.svnit.ac.in |
মোট শূন্যপদ | ১২ টি। |
আবেদন শুরু | ২৫.০৯.২০২৩ |
আবেদন শেষ | ০৬.১১.২০২৩ |
পদের নাম
Junior Assistant (Group- C)
মোট শূন্যপদ : ১২ টি।
শিক্ষাগত যোগ্যতা : আবেদনকারী চাকরিপ্রার্থী সরকার স্বীকৃত কোনো বিদ্যালয় থেকে ন্যূনতম উচ্চমাধ্যমিক পাশ করে থাকলে আবেদন জানাতে পারবেন।
অন্যান্য যোগ্যতা : কম্পিউটার টাইপিং এর মাধ্যমে মিনিটে ন্যূনতম ৩৫ টি শব্দ তোলার ক্ষমতা থাকতে হবে, সেইসাথে কম্পিউটারে কাজের বেসিক জ্ঞান থাকলে প্রাধান্য পাবেন।
বয়স সীমা : উল্লেখ্য পদে আবেদন করতে হলে, ০৬.১১.২০২৩ অনুসারে প্রার্থীর সর্বনিম্ন বয়স হতে হবে ১৮ বছর সর্বোচ্চ বয়স ২৭ বছরের মধ্যে।
মাসিক বেতন : উক্ত পদে চাকরিরত প্রার্থীদের পে ব্যান্ড- ১ অনুসারে, মাসে ৫,২০০ টাকা থেকে ২০,২০০টাকা ও ২০০০ টাকা গ্রেড পে দেওয়া হবে।
চাকরির খবর : এয়ার ইন্ডিয়াতে ৩২৩ টি শূন্যপদে মাধ্যমিক যোগ্যতায় চাকরি, লিখিত পরীক্ষা ছাড়াই নিয়োগ।
প্রার্থী বাছাই পদ্ধতি
আবেদনকারী প্রার্থীদের, প্রার্থী বাছাই পদ্ধতি, সিলেবাস ও পরীক্ষার প্যাটার্ন বিষয়ে পরবর্তীকালে জানিয়ে দেওয়া হবে।
আবেদন পদ্ধতি
প্রার্থীদের অনলাইন এবং অফলাইন দুইটি ধাপে আবেদন সম্পন্ন করতে হবে। প্রথম ধাপে, অনলাইন মাধ্যমে ইনস্টিটিউটের অফিসিয়াল ওয়েবসাইট https://www.svnit.ac.in -তে গিয়ে Career অপশনে ক্লিক করে অনলাইন আবেদন সম্পন্ন করতে হবে- প্রার্থীদের সুবিধার জন্য নীচে একটি ওয়েব লিঙ্ক দেওয়া হল, যেখানে ক্লিক করে প্রার্থীরা সরাসরি অনলাইন আবেদন সম্পন্ন করতে পারবেন। তারপর দ্বিতীয় ধাপে, প্রার্থীদের আবেদন করা ফর্মটির একটি প্রিন্ট আউট বের করে নিম্নোক্ত ঠিকানায় নিজের সাম্প্রতিক ছবি সহ যাবতীয় ডকুমেন্ট ও ফি প্রদানের রিসিট কপি ইত্যাদি পাঠাতে হবে।
**মনে রাখবেন, খামের ওপরে ছোট করে পোস্টের নাম ও এপ্লিকেশন নম্বর লিখতে হবে, এইভাবে- ‘Application for the post of ………………….Application ID No…….’
আবেদন ফি
SC, ST, PwD, Ex-Servicemen এবং Female প্রার্থী বাদে বাকিদের ৫০০ টাকা আবেদন ফি অনলাইনে জমা করতে হবে। তারপর, তার একটি “রিসিট কপি” প্রিন্ট আউট করে নিতে হবে।
চাকরির খবর : কোলকাতার জাহাজ তৈরির কোম্পানিতে শিক্ষানবিশ নিয়োগ, ITI ছাড়াও করা যাবে আবেদন।
আবেদন জমা দেওয়ার ঠিকানা
Deputy Registrar (Establishment), Sardar Vallabhbhai National Institute of Technology (SVNIT), Ichchhanath, Dumas Road, Surat – 395 007, Gujarat.
**আবেদনপত্রটি একটি মুখবন্ধ খামে Speed/Registered Post -এর মাধ্যমে পাঠাতে হবে, এবং সেটিকে অবশ্যই ১৬-ই নভেম্বর ২০২৩ এর মধ্যে গিয়ে পৌঁছতে হবে।
গুরুত্বপূর্ণ লিঙ্ক
অফিশিয়াল বিজ্ঞপ্তি : | Read Now |
অনলাইন আবেদন : | Apply Now |
আরেকটি চাকরির খবর : WBPSC এর মাধ্যমে পশ্চিমবঙ্গের বিভিন্ন দপ্তরে প্রচুর নিয়োগ, আবেদন শুরু ৫-ই অক্টোবর থেকে।
মক টেস্ট : বলুন তো, জোনাকি পোকায় কি কারণে আলো জ্বলে? – দেখুন আজকের বাছাই করা ১০ টি প্রশ্নোত্তর।