SSC MTS Recruitment 2023: সম্প্রতি Staff Selection Commission (SSC) এর দ্বারা সকল চাকরিপ্রার্থীদের উদ্দেশ্যে Multi-Tasking (Non-Technical) Staff এবং Havaldar (CBIC & CBN) Examination 2023 এর বিজ্ঞপ্তি জারি করে আবেদন জানানোর আমন্ত্রণ দেওয়া হয়েছে। পশ্চিমবঙ্গের যেকোনো জেলার প্রার্থীরা করতে পারবেন এই আবেদন, তাই আর বিলম্ব না করে সকল চাকরিপ্রার্থীরা অনলাইনে আবেদন সেরে ফেলুন। বিজ্ঞপ্তিতে প্রকাশিত সমস্ত গুরুত্বপূর্ণ তথ্যাবলী আজকের এই প্রতিবেদনে তুলে ধরা হলো।
নিয়োগকারী সংস্থা | Staff Selection Commission (SSC) |
Advertisement no. | F.No.HQ-PPI03/12/2023-PP_1 |
অফিসিয়াল ওয়েবসাইট | https://ssc.nic.in/ |
মোট শূন্যপদ | ১৫৫৮ টি। |
আবেদন শেষ | ২১.০৭.২০২৩ |
পদের নাম
Multi-Tasking (Non-Technical) Staff (MTS)
মোট শূন্যপদ : ১১৯৮ টি। [বয়স: ১৮ – ২৫ (৯৮৯ টি), বয়স: ১৮ – ২৭ (২০০ টি)]* (পরবর্তীতে শূন্যপদ বাড়ানো হতে পারে)
শিক্ষাগত যোগ্যতা : সরকার স্বীকৃত যেকোনো প্রতিষ্ঠান থেকে মাধ্যমিক পাশ করে থাকলেই এই পদে আবেদন করতে পারবেন।
বয়স সীমা : আবেদনকারীর বয়স ন্যূনতম ১৮ এবং সর্বাধিক ২৭ বছর হলে আবেদনযোগ্য। সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন।
মাসিক বেতন : এই পদের চাকরিপ্রাপ্ত প্রার্থীরা লেভেল-১ অনুসারে ৫২০০ থেকে ২০২০০ টাকা বেতন + অন্যান্য ভাতা পাবেন।
পদের নাম
Havaldar
মোট শূন্যপদ : ৩০০ টি।* (পরবর্তীতে শূন্যপদ বাড়ানো হতে পারে)
শিক্ষাগত যোগ্যতা : সরকার স্বীকৃত যেকোনো প্রতিষ্ঠান থেকে মাধ্যমিক পাশ করে থাকলেই এই পদে আবেদন করতে পারবেন।
বয়স সীমা : আবেদনকারীর বয়স ন্যূনতম ১৮ এবং সর্বাধিক ২৭ বছর হলে আবেদনযোগ্য। সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন।
মাসিক বেতন : এই পদের চাকরিপ্রাপ্ত প্রার্থীরা লেভেল-১ অনুসারে ৫,২০০ থেকে ২০,২০০ টাকা বেতন + অন্যান্য ভাতা পাবেন।
চাকরির খবর: রাজ্যে ৯৪৯ টি শূন্যপদে ফসল বীমা অ্যাসিস্ট্যান্ট নিয়োগ, মাধ্যমিক পাশে আবেদন চলছে।
নিয়োগ পদ্ধতি
নতুন চালু হওয়া প্যাটার্ন অনুযায়ী পরীক্ষার্থীদের একদিনে অনুষ্ঠিত মোট দুটি সেশনে অবজেক্টিভ টাইপ (CBT) এর মাধ্যমে পরীক্ষা দিতে হবে। তবে, Havaldar পদের জন্য শারীরিক যোগ্যতা ও ক্ষমতার পরীক্ষাও নেওয়া হবে।
আবেদন পদ্ধতি
উল্লেখ্য দুটি পদে আবেদনের জন্য প্রার্থীদের অফিশিয়াল ওয়েবসাইট https://ssc.nic.in/ এ গিয়ে প্রথমে রেজিস্ট্রেশন অপশনে ক্লিক করে ফর্ম ফিলাপ করতে হবে (SSC অনুষ্ঠিত আগের কোনো পরীক্ষায় অংশগ্রহণ করে থাকলে, নতুন করে রেজিস্ট্রেশন করতে হবেনা) তারপর login করে নির্দিষ্ট পদে আবেদন জানাতে হবে। (প্রার্থীরা নীচের দেওয়া Apply Now লিংকে ক্লিক করেও সরাসরি আবেদন করতে পারেন)। আবেদন শেষে রেজিস্ট্রেশন ফর্মটির প্রিন্ট আউট বের করে নিজের কাছে রেখে দেবেন।
আবেদন ফি
উপরিউক্ত দুটি পদে আবেদনের জন্য ১০০ টাকা আবেদন ফি জমা দিতে হবে, তবে তপশিলি শ্রেণীর অন্তর্ভুক্ত, বিকলাঙ্গ ও মহিলা প্রার্থীদের কোনোরকম ফি দিতে হবেনা।
গুরুত্বপূর্ণ লিঙ্ক
আবেদন লিংক : | Apply Now |
অফিশিয়াল বিজ্ঞপ্তি : | Read Now |
শূন্যপদের বিবরণ : | Read Now |