SSC GD Cut Off 2022 West Bengal: গতবছর অক্টোবর মাসে SSC GD 2022 এর নোটিফিকেশন প্রকাশিত হয় এবং অনলাইন ফর্ম ফিলাপ শুরু হয়। ১০ই জানুয়ারী থেকে ১৪ই ফেব্রুয়ারি পর্যন্ত লিখিত পরীক্ষা চলে। তারপর হয় PMT/PET পরীক্ষা এবং সবশেষে ডকুমেন্ট ভেরিফিকেশন ও মেডিকেল পরীক্ষা। আজ ২০ আগষ্ট প্রকাশিত হল বাছাই করা প্রার্থীদের SSC GD Final Merit List. এছাড়া সর্বভারতীয় ও রাজ্য অনুসারে কত SSC GD Cut Off List. আজকের এই প্রতিবেদনে এক ঝলকে দেখে নেব মেরিট লিস্ট অনুযায়ী বিভিন্ন বিভাগে পশ্চিমবঙ্গের Cut Off কত গেল।
নিয়োগকারী সংস্থা | Staff Selection Commission |
Advertisement no. | 07/02/2023-C-1/2 |
অফিসিয়াল ওয়েবসাইট | ssc.nic.in |
মোট শূন্যপদ | ৫০,১৮৭ টি। |
মোট বাছাই হল | ৪৯,৫৯০ জন। (মনিপুরের ৫৯৭ জন প্রার্থী এখনও বাকি) |
এক নজরে
- 08.04.2023 তারিখে Computer Based Examination এর রেজাল্ট প্রকাশিত হয়।
- মোট 3,70,998 জন প্রার্থীকে (মহিলা-40,924 এবং পুরুষ- 3,30,074) PET/ PST পরীক্ষায় ডাকা হয়।
- সেখানে, 93,228 জন প্রার্থীকে (মনিপুর বাদে) মেডিকেল এবং ডকুমেন্ট ভেরিফিকেশনে ডাকা হয়।
- অবশেষে, 49590 জন প্রার্থীকে চাকরিতে নিয়োগ করা হল।
SSC GD NCB Post Cut Off
SSC GD SSF Post Cut Off
চাকরির খবর : ভারতীয় নৌসেনায় গ্রুপ C পদে কয়েকশো নিয়োগ, মাধ্যমিক পাশে করুন আবেদন।
SSC GD Cut Off 2022 West Bengal
নীচে পশ্চিমবঙ্গের SSC GD Cut Off 2022 দেওয়া হল, এখানে G= জেনারেল এলাকা, B= বর্ডার এলাকা, আর N= নক্সাল প্রভাবিত এলাকাকে বোঝায়।
গুরুত্বপূর্ণ লিঙ্ক
SSC GD Cut Off 2022 West Bengal : | Click Here |
মেরিট লিস্ট (পুরুষ) : | Click Here |
মেরিট লিস্ট (মহিলা) : | Click Here |
আরেকটি চাকরি : ভারতীয় কোস্ট গার্ডে একাধিক Group C কর্মী নিয়োগের আবেদন শুরু, যোগ্যতা মাধ্যমিক পাশ।
Quiz Test : বিদ্যা হল গোপীর বউ, গোপী হল অখিলের ভাই, অখিল হল বিজয়ের কাকু, তাহলে বিজয়ের সঙ্গে বিদ্যার কি সম্পর্ক?