SSC GD Constable Vacancy 2023-24: ৮৪৮৬৬ শূন্যপদ নয়, শূন্যপদ আরও কিছুটা বাড়ার সম্ভাবনা রয়েছে – জেনে নিন বিস্তারিত।

WhatsApp Group (Join Now)
Join Now
Telegram Group (Join Now)
Join Now

SSC GD Constable Vacancy 2023-24 : দু-তিন দিন যাবৎ সোশ্যাল মিডিয়ায় বিশেষত ফেসবুকে একটি ছবি শেয়ার হচ্ছে, যেখানে ২০২৩-২৪ সালে কেন্দ্রীয় আট বাহিনীতে নিয়োগের ব্যাপারে সংক্ষিপ্ত তথ্য জানানো হয়েছে। আমরা এর আগেই জানিয়েছিলাম নভেম্বর মাসেই SSC এর মাধ্যমে আবারও GD Constable নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হবে। কিন্তু সেইসময় শূন্যপদ সম্পর্কে কারোর কাছেই স্পষ্ট ধারণা ছিলনা। কিন্তু ইদানিং ভাইরাল হওয়া এই সংক্ষিপ্ত তথ্যমূলক ছবিটি মোটামুটিভাবে শূন্যপদের ধারণা স্পষ্ট করে দিয়েছে।

গত ৩১ শে আগস্ট ঋষভ কুমার নামক এক জনৈক ব্যক্তি কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তরের উদ্দেশ্যে একটি RTI দাখিল করে বর্তমানে কেন্দ্রীয় বাহিনীতে থাকা মোট শূন্যপদের সংখ্যা জানতে চান। (RTI অর্থাৎ Right to Information, যা ২০০৫ সালে পার্লামেন্টে কর্তৃক পাশ হওয়া একটি বিশেষ আইন, যেখানে দেশের সংবিধান দেশের প্রতিটি সাধারণ মানুষকে তথ্য জানার অধিকার প্রদান করে।) সেই RTI এর প্রত্যুত্তর গত ২০ সেপ্টেম্বর প্রকাশিত হয়। যেখানে ০১.০১.২০২৩ অনুসারে মোট ৬ টি আলাদা আলাদা বাহিনীর শূন্যপদের সংখ্যা খোলসা করা হয়েছে।

চাকরির খবর : রাজ্যে হাইওয়ে অথোরিটির প্রজেক্টে ডেটা এন্ট্রি অপারেটর পদে চাকরি, শুধুমাত্র ইন্টারভিউ দিয়ে নিয়োগ।

SSC GD Constable Vacancy 2023-24 :

উক্ত RTI এর প্রতিউত্তরে দেওয়া শূন্যপদের সংখ্যা হল-

১) CRPF – মোট ২৯,২৮৩ টি শূন্যপদ রয়েছে।

২) BSF – মোট ১৯,৯৮৭ টি শূন্যপদ রয়েছে।

৩) ITBP – মোট ৪,১৪২ টি শূন্যপদ রয়েছে।

৪) SSB – মোট ৮,২৭৩ টি শূন্যপদ রয়েছে।

৫) CISF – মোট ১৯,৪৭৫ টি শূন্যপদ রয়েছে।

৬) AR – মোট ৩,৭০৬ টি শূন্যপদ রয়েছে।

সবমিলিয়ে মোট ৮৪,৮৬৬ টি শূন্যপদের হিসেব দেওয়া হয়েছে। তবে বাকি SSF, NIA কিংবা NCB তে থাকা শূন্যপদের সংখ্যার বিষয়ে কোনো তথ্য আপাতত দেওয়া হয়নি। সেক্ষেত্রে নভেম্বর মাসে (সম্ভাব্য তারিখ ২৪.১১.২০২৩) SSC এর তরফে প্রকাশিত হওয়া পূর্ণাঙ্গ বিজ্ঞপ্তির দিকেই চাকরিপ্রার্থীদের তাকিয়ে থাকতে হবে।

অবশ্যই পড়ুন : কেন্দ্রীয় আট বাহিনীতে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ, জেনে নিন সিলেবাস ও নিয়োগপ্রক্রিয়ার অন্যান্য তথ্যসমূহ। 

WhatsApp Group (Join Now)
Join Now
Telegram Group (Join Now)
Join Now