সশস্ত্র সীমা বলে (SSB) কয়েকশো কনস্টেবল পদে নিয়োগের আবেদন চলছে, মাধ্যমিক পাশে আবেদন করুন।

WhatsApp Group (Join Now)
Join Now
Telegram Group (Join Now)
Join Now

SSB Recruitment 2023 : গত ২০.০৫.২০২৩ এ সশস্ত্র সীমা বলের তরফে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল, তাতে মোট ৫৪৩ টি কনস্টেবল ট্রেডসম্যান নিয়োগের কথা জানানো হয়েছিল। আপনারা যারা এখনও আবেদন করেননি তারা আগামী ১৮.০৬.২০২৩ এর আগেই আবেদন সেরে ফেলুন। এই পদগুলিতে আবেদনের জন্য যেসব বিষয়ে জেনে রাখা প্রয়োজন সেগুলি নীচে বিস্তারিত আলোচনা করা হলো।

নিয়োগকারী সংস্থা Sashastra Seema Bal (SSB)
Advertise No. 338/RC/SSB
অফিসিয়াল ওয়েবসাইট ssbrectt.gov.in
আবেদন শুরু ২০.০৫.২০২৩
আবেদন শেষ ১৮.০৬.২০২৩
মোট শূন্যপদ ৫৪৩ টি।

যেসব শূন্যপদে নিয়োগ করা হবে, তার তালিকাটি নীচে প্রকাশ করা হলো :

ssb recruitment 2023

শিক্ষাগত যোগ্যতা : মাধ্যমিক পাশ এবং সেইসাথে সংশ্লিষ্ট ট্রেডে ডিপ্লোমা অথবা ITI কোর্স করা সকল প্রার্থীরা এই পদগুলিতে আবেদনযোগ্য।

মাসিক বেতন : এই পদের চাকরিপ্রাপ্ত প্রার্থীরা লেভেল- ৩ অনুযায়ী ২১,৭০০ টাকা থেকে ৬৯,১০০ টাকা পর্যন্ত বেতন পাবেন।

আরও পড়ুন : রাজ্যে একাধিক স্বাস্থ্যকর্মী পদে নিয়োগ, উচ্চমাধ্যমিক পাশে আবেদন করুন।

নিয়োগ পদ্ধতি :

  1. PET এবং PST
  2.  লিখিত পরীক্ষা
  3. স্কিল টেস্ট এবং ডকুমেন্ট ভেরিফিকেশন
  4. মেডিক্যাল টেস্ট

আবেদন পদ্ধতি : উপরিউক্ত সবক’টি পদে আবেদনের জন্য SSB এর অফিশিয়াল ওয়েবসাইট https://applyssb.com/ এর মাধ্যমে অনালাইনে আবেদন করতে হবে (নীচে Direct Application লিংকে ক্লিক করেও সরাসরি আবেদন করতে পারেন)। আবেদন শেষে রেজিস্ট্রেশনের ফর্মটির প্রিন্ট আউট বের করে নিজের কাছে রেখে দিতে হবে।

আবেদন মূল্য :

  • General / OBC / EWS: 100/-
  • SC / ST / PH : 0/-
  • All Category Female : 0/-
আবেদন লিংক :  Apply Now
অফিশিয়াল বিজ্ঞপ্তি :  Read Now

 

WhatsApp Group (Join Now)
Join Now
Telegram Group (Join Now)
Join Now

Leave a Comment