Non-Teaching Recruitment 2023: কেন্দ্রীয় মুক্ত বিদ্যালয়ে নন-টিচিং স্টাফ পদে নিয়োগ, ন্যূনতম উচ্চমাধ্যমিক পাশে আবেদন করুন।

WhatsApp Group (Join Now)
Join Now
Telegram Group (Join Now)
Join Now

SOL DU Non-Teaching Recruitment 2023: The School of Open Learning (SOL), Delhi University (DU) -এর তরফে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, যেখানে মোট ৭৮ টি শূন্যপদে নন-টিচিং স্টাফ নিয়োগ করার কথা ঘোষণা করা হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী মোট ১২ টি বিভাগে এই শূন্যপদগুলিকে পূরণ করা হবে। সমস্ত চাকরিপ্রার্থীগণ আগামী ০৪.১১.২০২৩ পর্যন্ত আবেদনের সুযোগ পাবেন। এই প্রতিবেদনের মাধ্যমে পদের নাম, সেখানে আবেদনের যোগ্যতা, আবেদনের পদ্ধতি ইত্যাদির বিষয়ে সবিস্তারে আলোচনা করা হল।

নিয়োগকারী সংস্থা The School of Open Learning (SOL), Delhi University (DU)
Advertisement no. SOL/Estab.I/2023/1370
অফিসিয়াল ওয়েবসাইট sol.du.ac.in
মোট শূন্যপদ  ৭৮ টি।
আবেদন শুরু ০৬.১০.২০২৩
আবেদন শেষ ১৭.১১.২০২৩

পদের নাম

Junior Assistant

মোট শূন্যপদ : ৩৭ টি।

শিক্ষাগত যোগ্যতা : আবেদনকারী চাকরিপ্রার্থী সরকার স্বীকৃত কোনো বোর্ড থেকে উচ্চমাধ্যমিক পাশ করে থাকলে আবেদন জানাতে পারবেন। সেইসাথে কম্পিউটারে টাইপিং করতে জানতে হবে।

বয়স সীমা : উল্লেখ্য পদে আবেদন করতে হলে ০৪.১১.২০২৩ অনুসারে প্রার্থীর সর্বোচ্চ বয়স হতে হবে ২৭ বছরের মধ্যে। তবে SC ও ST শ্রেণীর প্রার্থীদের ৫ বছর ও OBC প্রার্থীদের অতিরিক্ত ৩ বছর, বয়সের উর্দ্ধসীমায় ছাড় দেওয়া হবে।

মাসিক বেতন : উক্ত পদে চাকরিরত প্রার্থীদের সপ্তম পে কমিশনের সুপারিশ অনুযায়ী লেভেল-২ অনুসারে বেতন দেওয়া হবে।

পদের নাম

Assistant

মোট শূন্যপদ : ১৪ টি।

শিক্ষাগত যোগ্যতা : আবেদনকারী চাকরিপ্রার্থী সরকার স্বীকৃত কোনো বোর্ড থেকে গ্র্যাজুয়েশন পাশ করে থাকলে আবেদন জানাতে পারবেন।

বয়স সীমা : উল্লেখ্য পদে আবেদন করতে হলে ০৪.১১.২০২৩ অনুসারে প্রার্থীর সর্বোচ্চ বয়স হতে হবে ৩০ বছরের মধ্যে। তবে SC ও ST শ্রেণীর প্রার্থীদের ৫ বছর ও OBC প্রার্থীদের অতিরিক্ত ৩ বছর, বয়সের উর্দ্ধসীমায় ছাড় দেওয়া হবে।

মাসিক বেতন : উক্ত পদে চাকরিরত প্রার্থীদের সপ্তম পে কমিশনের সুপারিশ অনুযায়ী লেভেল-৪ অনুসারে বেতন দেওয়া হবে।

চাকরির খবর : আসাম রাইফেলস এ নিয়োগের বিজ্ঞপ্তি জারি, অনলাইনের মাধ্যমে করা যাবে আবেদন।

পদের নাম

Senior Assistant

মোট শূন্যপদ : ৮ টি।

শিক্ষাগত যোগ্যতা : আবেদনকারী চাকরিপ্রার্থী সরকার স্বীকৃত কোনো বোর্ড থেকে গ্র্যাজুয়েশন পাশ করে থাকলে আবেদন জানাতে পারবেন। সেইসাথে প্রার্থীদের কম্পিউটারে কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

বয়স সীমা : উল্লেখ্য পদে আবেদন করতে হলে ০৪.১১.২০২৩ অনুসারে প্রার্থীর সর্বোচ্চ বয়স হতে হবে ৩০ বছরের মধ্যে। তবে SC ও ST শ্রেণীর প্রার্থীদের ৫ বছর ও OBC প্রার্থীদের অতিরিক্ত ৩ বছর, বয়সের উর্দ্ধসীমায় ছাড় দেওয়া হবে।

মাসিক বেতন : উক্ত পদে চাকরিরত প্রার্থীদের সপ্তম পে কমিশনের সুপারিশ অনুযায়ী লেভেল-৬ অনুসারে বেতন দেওয়া হবে।

**এছাড়াও আরও বিভিন্ন বিভাগে, যথা- Deputy Registrar, Assistant Registrar, Technical Assistant, Lab. Attendant, Driver, Stenographer, Junior Engineer, Junior Programmer, Academic Coordinator নিয়োগ করা হবে। বিস্তারিত জানতে নীচে দেওয়া লিঙ্ক থেকে বিজ্ঞপ্তি পড়ে নিন। 

চাকরির খবর : ইন্টেলিজেন্স ব্যুরো-তে ৬৭৭ টি শূন্যপদে MTS ও সিকিউরিটি এসিস্ট্যান্ট নিয়োগ, যোগ্যতা ন্যূনতম মাধ্যমিক পাশ।

প্রার্থী বাছাই পদ্ধতি

ওপরে উল্লেখিত তিনটি বিভাগে নিম্নলিখিত ধাপে প্রার্থীদের নিয়োগ করা হবে। বাকি পদগুলির জন্য বিজ্ঞপ্তি পড়ে নিন।

  • লিখিত পরীক্ষা
  • স্কিল টেস্ট (যে পদে প্রয়োজন)
  • ডকুমেন্ট ভেরিফিকেশন

আবেদন পদ্ধতি

প্রার্থীদের আবেদনের শেষ তারিখের আগেই আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। এর জন্য প্রার্থীদের সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট “sol.du.ac.in” -তে যেতে কিংবা নীচে দেওয়া লিঙ্কে ক্লিক করেও সরাসরি আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন। প্রার্থীদের আবেদনের জন্য বিজ্ঞপ্তিতে প্রকাশিত ডকুমেন্টসগুলি আবেদনপত্রের সঙ্গে আপলোড করতে হবে। আবেদন শেষে ওয়েবফর্মটির একটি প্রিন্ট আউট বের করে রাখতে হবে।

আবেদন ফি 

General/Unreserved প্রার্থীদের আবেদন ফি হিসেবে ১০০০ টাকা, OBC(NCL)/ EWS and Women প্রার্থীদের ৮০০ টাকা ও SC/ST and PwBD প্রার্থীদের ৬০০ টাকা আবেদন মূল্য আবেদনের সময় জমা করতে হবে।

গুরুত্বপূর্ণ লিঙ্ক

অফিশিয়াল বিজ্ঞপ্তি :  Read Now
অনলাইন আবেদন :  Apply Now

চাকরির খবর : কেন্দ্রীয় ইনস্টিটিউটে আবারও MTS পদে নিয়োগের বিজ্ঞপ্তি, আবেদন চলছে অনলাইনে।

মক টেস্ট : কোলকাতায় সুপ্রিমকোর্ট কবে প্রতিষ্ঠা হয়? – মোট ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর দেখুন।

WhatsApp Group (Join Now)
Join Now
Telegram Group (Join Now)
Join Now