SBI PO Recruitment 2023: স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়াতে ২০০০ শূন্যপদে চাকরি, অনলাইন আবেদন শুরু।

WhatsApp Group (Join Now)
Join Now
Telegram Group (Join Now)
Join Now

SBI PO Recruitment 2023: ভারতীয় স্টেট ব্যাঙ্কে প্রতিবছর প্রবেশনারি অফিসার পদে প্রচুর নিয়োগ করা হয়, এবছরও গতকাল ০৬.০৯.২০২৩ তারিখে মোট ২০০০ শূন্যপদে প্রবেশনারি অফিসার নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। পশ্চিমবঙ্গের ব্যাঙ্কিং পরীক্ষার জন্য প্রতিবছর বহু চাকরিপ্রার্থী প্রস্তুতি নিয়ে থাকে। আজকের প্রতিবেদনে বিশেষ করে সেইসকল পরীক্ষার্থীদের জন্য, উক্ত বিজ্ঞপ্তির গুরুত্বপূর্ণ তথ্যাবলী আলোচনা করা হল।

নিয়োগকারী সংস্থা State Bank of India (SBI)
Advertisement no. CRPD/PO/2023-24/19
অফিসিয়াল ওয়েবসাইট sbi.co.in
মোট শূন্যপদ  ২০০০ টি।
আবেদন শুরু ০৭.০৯.২০২৩
আবেদন শেষ ২৭.০৯.২০২৩
প্রিলিমিনারি পরীক্ষা  নভেম্বর ২০২৩
 মেইন্স পরীক্ষা  ডিসেম্বর ২০২৩/জানুয়ারী ২০২৪

পদের নাম

SBI Probationary Officers (PO)

মোট শূন্যপদ : ২০০০ টি। (Gen- ৮১০ টি, SC- ৩০০ টি, ST- ১৫০ টি, EWS- ২০০ টি, OBC- ৫৪০ টি)

শিক্ষাগত যোগ্যতা : এই পদে আবেদন করতে হলে, চাকরিপ্রার্থীদের যেকোনো শাখায় স্নাতক উত্তীর্ন হতে হবে।

বয়স সীমা : এই বিভাগের শূন্যপদগুলিতে আবেদন করতে, ০১.০৪.২০২৩ অনুসারে আবেদনকারী প্রার্থীর ন্যূনতম বয়স হতে হবে ২১ বছর ও সর্বোচ্চ ৩০ বছর। তবে যারা বয়সের সংরক্ষণ পেয়ে থাকেন, তারা সরকারি নিয়মানুযায়ী বয়সের ছাড় পাবেন।

মাসিক বেতন : নিয়োগের পর এই বিভাগের চাকুরীরত প্রার্থীদের ৪১,৯৬০ টাকা বেসিক পে হারে বেতন দেওয়া হবে, এছাড়াও কেন্দ্রীয় হারে বিভিন্ন প্রকারের ভাতা ইত্যাদি পাবেন। সব মিলিয়ে হাতে মোটামুটি ৫২,০০০ টাকা থেকে ৫৫,০০০ টাকা পাবেন।

নিয়োগ পদ্ধতি

উপরিউক্ত তিনটি বিভাগের শূন্যপদগুলিতে মূলত পাঁচটি ধাপে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হবে। নীচে ক্রম অনুযায়ী একটি তালিকা দেওয়া হল-

  1. প্রিলিমিনারি লিখিত পরীক্ষা
  2. মেইন্স পরীক্ষা
  3. ইন্টারভিউ
  4. ডকুমেন্ট ভেরিফিকেশন
  5. মেডিকেল পরীক্ষা

চাকরির খবর : দিল্লি পুলিশে ৭৫৪৭ টি শূন্যপদে কনস্টেবল নিয়োগ, যোগ্যতা ও সিলেবাস সম্পর্কে বিস্তারিত জানুন।

প্রিলিমিনারি লিখিত পরীক্ষার ধরণ

SBI PO এর প্রিলিমিনারি পরীক্ষায় প্রার্থীদের ১০০ নম্বরের মোট ১০০ টি MCQ প্রশ্নের উত্তর দিতে হয়, এখানে প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৫ করে নম্বর কেটে নেওয়া হয়। প্রার্থীদের ১ ঘন্টার মধ্যে পরীক্ষা সম্পূর্ণ করতে হবে। এতে মোট শূন্যপদের ১০ গুন প্রার্থীদের মেইন্স পরীক্ষার জন্য বাছাই করা হবে। বিষয় অনুযায়ী পরীক্ষার ধরণ নীচে তুলে ধরা হল-

বিষয় প্রশ্ন সংখ্যা পূর্ণমান  সময়
ইংরেজি ৩০ টি ৩০ নম্বর ৬০ মিনিট
Quantitative Aptitude ৩৫ টি ৩৫ নম্বর
রিজনিং ৩৫ টি ৩৫ নম্বর
মোট ১০০ টি  ১০০ নম্বর

মেইন্স পরীক্ষার ধরণ

মেইন্স পরীক্ষায় দুই রকমের প্রশ্নপত্র করা হবে, MCQ টাইপ- যেখানে প্রশ্ন থাকবে ১৫৫ টি এবং এতে মোট ২০০ নম্বর থাকবে; আরেকটি হল বিস্তারিত লিখিত পরীক্ষা, যেখানে প্রার্থীদের ইংরেজিতে চিঠিপত্র/রচনা লিখতে হবে। এখানে ৫০ নম্বরের প্রশ্ন থাকবে এবং পরীক্ষায় ৩০ মিনিট সময় দেওয়া হবে।

বিষয় প্রশ্ন সংখ্যা পূর্ণমান  সময়
Reasoning & Computer Aptitude ৪০ টি ৫০ নম্বর ৩ ঘন্টা
Data Analysis & Interpretation ৩০ টি ৫০ নম্বর
General/ Economy/ Banking Awareness ৫০ টি ৬০ নম্বর
English Language ৩৫ টি ৪০ নম্বর
মোট ১৫৫ টি  ২০০ নম্বর
বিস্তারিত লিখিত পরীক্ষা ২ টি ৫০ নম্বর ৩০ মিনিট

আবেদন পদ্ধতি

SBI PO পদে আবেদনের জন্য, প্রার্থীদের অনলাইন পদ্ধতির সাহায্য নিতে হবে। এর জন্য-

  1. আবেদনে ইচ্ছুক প্রার্থীদের প্রথমে, ব্যাঙ্কের অফিসিয়াল ওয়েবসাইট sbi.co.in এ গিয়ে/নীচের দেওয়া লিঙ্কে ক্লিক করে আবেদন শুরু করতে হবে।
  2. তারপর, ওয়েবফর্মটি ফিলাপ করে যাবতীয় ডকুমেন্টগুলি আপলোড করতে হবে।
  3. তারপর, আবেদন ফি জমা দিয়ে, আবেদন করা ফর্মটির একটি প্রিন্ট আউট বের করে নিজের কাছে রেখে দেবেন।

আবেদন ফি

উপরের সবকয়টি পদে আবেদনের জন্য Gen/ OBC/ EWS প্রার্থীদের ₹750/- টাকা ফি জমা করতে হবে, তবে SC/ST শ্রেণীভুক্ত প্রার্থীদের কোনোরকম ফি প্রদানের দরকার নেই।

গুরুত্বপূর্ণ লিঙ্ক

অফিশিয়াল বিজ্ঞপ্তি :  Read Now
সরাসরি আবেদন করুন :  Click Here

আরেকটি চাকরি : কেন্দ্রীয় আট বাহিনীতে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ, জেনে নিন কবে থেকে শুরু হবে আবেদন।

মক টেস্ট : বলতে পারবেন, “জয় জওয়ান জয় কিষাণ” – এটি কার স্লোগান? – এমনই ১০ টি গুরুত্বপূর্ণ জিকে প্রশ্ন ও উত্তর দেখুন।

আরেকটি মক টেস্ট : ভারতের কোথায় ইংরেজরা তাদের প্রথম কারখানা স্থাপন করেন? – এমনই ১০ টি প্রশ্নের উত্তর দেখুন।

WhatsApp Group (Join Now)
Join Now
Telegram Group (Join Now)
Join Now

Leave a Comment