SBI Apprentice Recruitment 2023: ভারতীয় স্টেট ব্যাঙ্কে ৬১৬০ টি শূন্যপদে শিক্ষানবিশ নিয়োগ, অনলাইন আবেদন শুরু।

WhatsApp Group (Join Now)
Join Now
Telegram Group (Join Now)
Join Now

SBI Apprentice Recruitment 2023: গত ৩১.০৮.২০২৩ এ স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফে একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, এতে মোট ৬১৬০ জনকে শিক্ষানবিশ শূন্যপদে নিয়োগ করা হবে। এতে পশ্চিমবঙ্গের জন্য মোট ৩২৮ টি শূন্যপদ রয়েছে। তাই যেসকল চাকরিপ্রার্থী ভবিষ্যতে নিজেকে একজন প্রতিষ্ঠিত ব্যাঙ্ক কর্মী হিসেবে দেখতে চান, তারা আমাদের এই প্রতিবেদনটি পড়ার পর অবিলম্বে আবেদন সেরে ফেলুন। আবেদনের শেষ তারিখটি হল ২১.০৯.২০২৩, ইচ্ছুক প্রার্থীরা এই তারিখের মধ্যে আবেদন জানাতে পারবেন।

নিয়োগকারী সংস্থা State Bank of India (SBI)
Advertisement no. CRPD/APPR/2023-24/17
অফিসিয়াল ওয়েবসাইট sbi.co.in
মোট শূন্যপদ  ৬১৬০ টি।
আবেদন শুরু ০১.০৯.২০২৩
আবেদন শেষ ২১.০৯.২০২৩
অনলাইন পরীক্ষা October/November

পদের নাম

Apprentice

মোট শূন্যপদ : ৬১৬০ টি।

শিক্ষাগত যোগ্যতা : আবেদনকারী প্রার্থী সরকার স্বীকৃত কোনো ইনস্টিটিউট থেকে স্নাতক উত্তীর্ন হয়ে থাকলে আবেদনযোগ্য।

বয়স সীমা : উল্লেখ্য পদে আবেদন করতে, ০১.০৮.২০২৩ অনুসারে আবেদনকারী প্রার্থীর ন্যূনতম বয়স বয়স হতে হবে, ২০ বছর ও সর্বোচ্চ ২৮ বছর। তবে সংরক্ষণপ্রাপ্ত প্রার্থীরা সরকারি নিয়মানুযায়ী বয়সের ছাড় পাবেন।

মাসিক বেতন : নিয়োগের পর প্রার্থীদের মাসে ১৫০০০ টাকা স্টাইপেন্ড হিসেবে দেওয়া হবে।

চাকরির খবর : কোলকাতা পুলিশে সাব ইন্সপেক্টর ও সার্জেন্ট পদে শতাধিক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ।

নিয়োগ পদ্ধতি

মূলত চারটি ধাপে প্রার্থীদের নিয়োগ করা হবে।

  1. লিখিত পরীক্ষা
  2. স্থানীয় ভাষার পরীক্ষা
  3. ডকুমেন্ট ভেরিফিকেশন
  4. মেডিকেল পরীক্ষা

**যদি কোনো প্রার্থী রাজ্যের স্থানীয় ভাষা নিয়ে মাধ্যমিক/উচ্চমাধ্যমিক পাশ করে থাকে, সেক্ষত্রে তাদের ভাষার পরীক্ষাটি দিতে হবেনা।

লিখিত পরীক্ষার ধরণ

SBI Apprentice Exam Pattern

পরীক্ষা কেন্দ্র

পশ্চিমবঙ্গের চাকরিপ্রার্থীরা Asansol, Durgapur, Greater Kolkata, Hooghly, Kalyani, Siliguri -তে পরীক্ষা দিতে পারবেন। বাকি রাজ্যের প্রার্থীরা নিচের লিঙ্কে ক্লিক করে পরীক্ষা কেন্দ্রের নাম জেনে নিন।

আবেদন পদ্ধতি

উল্লেখিত পদে আবেদনের জন্য প্রার্থীদের একমাত্র অনলাইন মাধ্যমেই আবেদনপ্রক্রিয়া সম্পন্ন করতে হবে। এর জন্য-

  1. সর্বপ্রথম, প্রার্থীদের “https://nsdcindia.org/apprenticeship অথবা https://apprenticeshipindia.org অথবা http://bfsissc.com অথবা https://bank.sbi/careers অথবা https://www.sbi.co.in/careers” যেকোনো একটি পোর্টালে গিয়ে নিজেকে রেজিস্টার করাতে হবে।
  2. যেসমস্ত প্রার্থীরা https://bank.sbi/careers অথবা https://www.sbi.co.in/careers এর মধ্যে যেকোনো একটিতে গিয়ে রেজিস্টার করাবেন, তাদের ক্ষেত্রে ‘Current Openings’ অপশনে ক্লিক করতে হবে।
  3. তারপর প্রার্থীদের আবেদন ফর্মটি নির্ভুলভাবে ফিলাপ করে, যাবতীয় ডকুমেন্টস আপলোড করতে হবে। তারপর,
  4. Debit Card/Credit Card/Internet Banking এর মাধ্যমে আবেদন ফি জমা দিতে হবে।
  5. সবশেষে, আবেদন ফর্মটির প্রিন্ট আউট বের করে নিজের কাছে রেখে দিতে হবে।

**আবেদনের ক্ষেত্রে কোনরকম অসুবিধার সম্মুখীন হলে, প্রার্থীরা যেকোনো কর্মদিবসে সকাল ১১ টা থেকে সন্ধ্যা ৬ টার মধ্যে ‘022-22820427’ -এই নম্বরে কল করে নিজের অসুবিধার কথা জানাতে পারবেন। 

আবেদন মূল্য

SBI Apprentice পদে আবেদন করতে General/OBC/EWS প্রার্থীদের ৩০০ টাকা আবেদন ফি জমা দিতে হবে, তবে SC/ST/PwBD প্রার্থীদের কোনোরকম ফি দিতে হবেনা।

গুরুত্বপূর্ণ লিঙ্ক

অফিশিয়াল বিজ্ঞপ্তি :  Read Now
সরাসরি আবেদন :  Click Here

আরেকটি চাকরি : রাজ্যের আইন বিভাগে উচ্চমাধ্যমিক পাশে প্যারা লিগ্যাল ভলান্টিয়ার্স নিয়োগ।

মক টেস্ট : বলতে পারবেন, পানিপথের প্রথম যুদ্ধ কত সালে হয়? চাকরির পরীক্ষায় আসা ১০ টি কমন প্রশ্নের উত্তর দেখুন।

WhatsApp Group (Join Now)
Join Now
Telegram Group (Join Now)
Join Now

Leave a Comment