WB Recruitment: রাজ্যের ইনস্টিটিউটে একাধিক ‘গ্রুপ সি’ কর্মী নিয়োগ, মাধ্যমিক যোগ্যতায় আবেদন শুরু।

WhatsApp Group (Join Now)
Join Now
Telegram Group (Join Now)
Join Now

Saha Institute of Nuclear Physics Recruitment 2023: Department of Atomic Energy (DAE) এর অন্তর্গত রাজ্যের ‘সাহা ইনস্টিটিউট অফ নিউক্লিয়ার ফিজিক্স’ এ একাধিক শূন্যপদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এতে পশ্চিমবঙ্গের সকল যোগ্য চাকরিপ্রার্থীগণ আবেদন করতে পারবেন। আগামী ২৫ আগস্ট পর্যন্ত অনলাইনে আবেদন চলবে, শূন্যপদগুলিতে কোন কোন যোগ্যতায়, কারা আবেদন করতে পারবেন এই প্রতিবেদনের মাধ্যমে জেনে নেব বিস্তারিত।

নিয়োগকারী সংস্থা Saha Institute of Nuclear Physics
Advertisement no. SINP/Estt./Advt./08/2023
অফিসিয়াল ওয়েবসাইট https://www.saha.ac.in/
মোট শূন্যপদ  ১৭ টি।
আবেদন শুরু ১১.০৭.২০২৩
আবেদন শেষ ২৫.০৮.২০২৩

পদের নাম

 Lower Division Clerk

মোট শূন্যপদ : ৫ টি।

শিক্ষাগত যোগ্যতা : চাকরিপ্রার্থীকে সরকার স্বীকৃত যেকোনো প্রতিষ্ঠান থেকে, যেকোনো শাখায় স্নাতক হতে হবে এবং সেইসাথে কম্পিউটারে কোর্স এবং টাইপিং জানা থাকলে আবেদনযোগ্য।

বয়স সীমা : ২৫.০৮.২০২৩ অনুসারে আবেদনকারীর বয়স ন্যূনতম ১৮ এবং সর্বাধিক ২৫ বছর হলে আবেদনযোগ্য। সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন।

মাসিক বেতন : এই পদের চাকরিপ্রাপ্ত প্রার্থীরা সপ্তম পে কমিশনের সুপারিশ অনুযায়ী লেভেল- ২ হারে বেতন পাবেন।

পদের নাম

Technician ‘B’

(Electrical Wiring/Servicing/Maintenance of AC/Computer/Draughtsman/Tracer)

মোট শূন্যপদ : ১০ টি।

শিক্ষাগত যোগ্যতা : চাকরিপ্রার্থীকে সরকার স্বীকৃত যেকোনো প্রতিষ্ঠান থেকে, যেকোনো শাখায় ৬০% নম্বর নিয়ে, মাধ্যমিক পাশ হতে হবে এবং সেইসাথে সংশ্লিষ্ট বিষয়ে ITI কোর্স করা থাকলে অথবা বিজ্ঞান শাখায় ৬০% নম্বর নিয়ে উচ্চমাধ্যমিক এবং সংশ্লিষ্ট কাজে ২ বছরের অভিজ্ঞতা থাকলে আবেদনযোগ্য।

বয়স সীমা : ২৫.০৮.২০২৩ অনুসারে আবেদনকারীর বয়স ন্যূনতম ১৮ এবং সর্বাধিক ২৫ বছর হলে আবেদনযোগ্য। সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন।

মাসিক বেতন : এই পদের চাকরিপ্রাপ্ত প্রার্থীরা সপ্তম পে কমিশনের সুপারিশ অনুযায়ী লেভেল- ৩ হারে বেতন পাবেন।

চাকরির খবর : রাজ্যের কন্যাশ্রী প্রকল্পে একাধিক গ্রুপ C কর্মী নিয়োগ, তাড়াতাড়ি সেরে ফেলুন আবেদন।

এটিও পড়ুন : এক্ষুনি করে নিন EWS সার্টিফিকেট, শিক্ষা ও চাকরি ক্ষেত্রে মিলবে ১০ শতাংশ আসন সংরক্ষণ।

নিয়োগ পদ্ধতি

  • MCQ টাইপ লিখিত পরীক্ষা।
  • কম্পিউটার টেস্ট/স্কিল টেস্ট।

আবেদন পদ্ধতি 

ওপরের পদ দুটিতে আবেদন করতে প্রথমে, ইনস্টিটিউটের অফিশিয়াল ওয়েবসাইট- https://www.saha.ac.in/ -এ গিয়ে, Job Opportunities অপশনে ক্লিক করে নির্ভুলভাবে ফর্ম ফিলাপের পর, টাকা জমা করতে হবে। তারপর সেই এপ্লিকেশন ফর্মের প্রিন্ট আউট বের করে, একটি মুখবন্ধ খামের ওপর “Application for the post of ____,Post Code___, Category______” লিখে সকল ডকুমেন্টস এর সেল্ফ এটেস্টেড করার পর, খামের ভিতরে ভরে ০৬.০৯.২০২৩ এর মধ্যে নিচের ঠিকানায় পাঠাতে হবে।

আবেদনপত্র পাঠানোর ঠিকানা

Registrar, Registrar’s Office, Saha Institute of Nuclear Physics, 1/AF, Bidhannagar, Kolkata-700 064

আবেদন ফি

এই পদগুলিতে আবেদন করতে হলে, আবেদনকারীদের ৩০০ টাকা অনলাইনে জমা করতে হবে, তবে তপশিলি শ্রেণীর অন্তর্ভুক্ত প্রার্থীদের কোনো ফি জমা দিতে হবে না।

গুরুত্বপূর্ণ লিঙ্ক

অফিশিয়াল বিজ্ঞপ্তি :  Read Now
আবেদনের লিঙ্ক  Apply Now 

 

WhatsApp Group (Join Now)
Join Now
Telegram Group (Join Now)
Join Now

Leave a Comment