Luna 25 Crashed: ইতিহাস গড়ার চেষ্টা করেও অসফল রাশিয়ার চন্দ্র অভিযান, তাড়াহুড়োই কি কাল হল?

WhatsApp Group (Join Now)
Join Now
Telegram Group (Join Now)
Join Now

Luna 25 Crashed: লুনা 25 চাঁদের বুকে আছড়ে পড়েছে, রাশিয়ান মহাকাশ গবেষণা সংস্থা Roscosmos রবিবার দুপুর বেলায় তাদের অফিসিয়াল ওয়েবসাইটে বিবৃতি প্রকাশ করে জানিয়ে দিলো। প্রায় ৫০ বছর পর রাশিয়ার এই চন্দ্র অভিযান শেষ মুহূর্তে এসে বিফল হল। এ মাসের ১০ তারিখ লুনা 25 রাশিয়ার “ভস্তকনি কস্মড্রোম” নামক স্থান থেকে চাঁদের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। লক্ষ্য ছিল ২১ শে আগষ্ট এর মধ্যে চাঁদের দক্ষিণ মেরুতে নামার, কিন্তু ১৯ তারিখ হঠাৎ সেটিতে কোনো এক গোলযোগ দেখা যায়, পরের দিকে যোগাযোগও বিচ্ছিন্ন হয়ে যায়। অনেক খোঁজাখুঁজির পর, Roscosmos এর কাছে লুনা 25 এর চাঁদের বুকে আছড়ে পড়ার প্রমাণ মেলে।

লুনা 25 এর অসফলতার কারণ

এই বিষয়ে এখনও কোনোরকম স্পষ্টতা মেলেনি। তবে Roscosmos এর বিবৃতিতে বলা হয়েছে, যেটা সম্ভবত কোনো সফটওয়্যার এর মাধ্যমে ইনপুট দিতে ভুল হতে পারে, যা Roscosmos এর কোনো বিজ্ঞানীর যেকোনো রকমের ভুলকেই ইঙ্গিত করে। তবে পুরো তদন্ত না হলে এখনই এবিষয়ে কোনো সিদ্ধান্তে আসা মুশকিল।

এটিও পড়ুন : Chandrayaan- 3 মিশনে কত খরচ, চাঁদে ঠিক কি খুঁজতে এই মিশন পাঠানো হচ্ছে: ২ মিনিটে জেনে নিন সব তথ্য।

রাশিয়ার চন্দ্র অভিযানের ইতিহাস

১৯৭৬ সালে রাশিয়া লুনা 24 এর মাধ্যমে চাঁদের বুকে প্রথমবারের জন্য পদার্পন করে, তখন অবশ্য রাশিয়া সোভিয়েত ইউনিয়ন হিসেবে আত্মপ্রকাশ করতো। লুনা ২৫ মিশনের ধারণা ১৯৯০ সাল থেকে শুরু হয়েছিল কিন্তু মাঝে বিভিন্ন সংস্থার সঙ্গে চুক্তি ভঙ্গ থেকে শুরু করে নানা বাধার সম্মুখীন হয় এর প্রজেক্ট। ২০১১ সালে আবার কাজ শুরু হলে, লুনা 25 এর এই নতুন মডেলের সৃষ্টি হয় এবং ২০১৭ সাল থেকে, পরিচালনের ব্যবস্থা, এন্টেনা লাগানো থেকে শুরু করে বাকি বিষয়ের ওপর কাজ শুরু হয়।

যেসব দেশ চাঁদে সফল ল্যান্ডিং করেছে

পৃথিবীতে মোট তিনটি দেশ চাঁদের বুকে সফ্ট ল্যান্ডিং করতে সক্ষম হয়েছে- আমেরিকা, রাশিয়া ও চিন। তবে, চাঁদের দক্ষিণ মেরুতে আজও কোনো দেশ পৌঁছতে পারেনি। বিগত দশ বছরে ভারত, ইসরায়েল, জাপান এবং তার সাথে এবার রাশিয়া যুক্ত হল, যারা চাঁদের বুকে নামার চেষ্টা করে অসফল হয়েছে। তবে, ভারতের চন্দ্রযান ৩ এবার হয়তো চাঁদের বুকে সফলভাবে নামার রেকর্ড গড়তে চলেছে।

চন্দ্রযান ৩ এর সফলতার চান্স কতটা?

ইসরোর কথা অনুযায়ী, চন্দ্রযান ৩ মিশন, ২০১৯ সালের চন্দ্রযান ২ মিশনের থেকে অনেকগুণ বেশি সক্ষম। পূর্বের ভুল থেকে শিক্ষা নিয়ে বিশেষ ভাবে তৈরি হয়েছে নতুন এই মডেল। তাই এবার যেকোনোরকম গোলযোগে ইসরোর কাছে তৈরি আছে প্ল্যান B, প্ল্যান C. ইতিমধ্যেই ইসরো জানিয়েছে আগামী ২৩ শে আগস্ট সন্ধ্যা ৬ টা বেজে ০৪ মিনিটে চন্দ্রযান ৩ এর চাঁদের বুকে পদার্পন করার সম্ভাবনা রয়েছে। ঐদিন বিকেল ৫ টা বেজে ২৭ মিনিট থেকে ইসরো এর ওয়েবসাইট, ফেসবুক পেজ, ইউটুব চ্যানেল ও DD ন্যাশনাল চ্যানেলে লাইভ দেখতে পারবে দেশে ও দুনিয়ার সকল মানবজাতি।

আরেকটি খবর : এবার ১৪৫ কোটির স্কলারশিপ দুর্নীতিতে যুক্ত পশ্চিমবঙ্গ, সিবিআই তদন্তের নির্দেশ কেন্দ্রের।

WhatsApp Group (Join Now)
Join Now
Telegram Group (Join Now)
Join Now

Leave a Comment