Teachers and Group D Staff Recruiment: Ramakrishna Mission Boys’ Home High School (H.S) এর তরফে একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে বাংলা বিষয়ের Asstt. Teacher পদে মোট ২ জন শিক্ষক ও ১ টি Lab. Attend. শূন্যপদে নিয়োগ করা হবে বলে জানানো হয়েছে। পশ্চিমবঙ্গের যেকোনো জেলার যোগ্য চাকরিপ্রার্থীরাই উল্লেখ্য পদদুটিতে আবেদন জানাতে পারবেন। কিন্তু তার আগে বিজ্ঞপ্তিতে প্রকাশিত শর্তগুলি মাথায় রাখতে হবে, চলুন দেখে নেওয়া যাক কি কি শর্তে, কিভাবে আবেদন জানানো যাবে।
নিয়োগকারী সংস্থা | Ramakrishna Mission Boys’ Home High School (H.S) |
Advertisement no. | B1-158 |
অফিসিয়াল ওয়েবসাইট | www.rkmissionrahara.org |
মোট শূন্যপদ | ৩ টি। |
আবেদন শুরু | ০৭.০৮.২০২৩ |
আবেদন শেষ | ২২.০৮.২০২৩ |
পদের নাম
Asstt. Teacher (বাংলা)
শুধুমাত্র পুরুষ চাকরিপ্রার্থীরাই আবেদনযোগ্য।
মোট শূন্যপদ : ২ টি। (SC- ১টি ও OBC- ১টি)
শিক্ষাগত যোগ্যতা : আবেদনকারী চাকরিপ্রার্থী WBSSC এর নিয়মানুসারে, সরকার স্বীকৃত কোনো ইনস্টিটিউট থেকে স্নাতক উত্তীর্ন হলে আবেদনযোগ্য। সেইসাথে প্রার্থীকে অবশ্যই B.Ed. অথবা সমতুল্য কোনো ট্রেনিং কোর্স করে থাকতে হবে।
বয়স সীমা : উক্ত পদে আবেদন করতে, ০১.০১.২০২৩ অনুসারে আবেদনকারীর বয়স হতে হবে ন্যূনতম ২১ বছর এবং সর্বোচ্চ ৪০ বছরের মধ্যে। তবে সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা সরকারি নিয়ম অনুসারে বয়সের ছাড় পাবেন।
পদের নাম
Lab. Attend. (Group- D Staff)
শুধুমাত্র পুরুষ চাকরিপ্রার্থীরাই আবেদনযোগ্য।
মোট শূন্যপদ : ১ টি।
শিক্ষাগত যোগ্যতা : আবেদনকারী চাকরিপ্রার্থী সরকার স্বীকৃত কোনো বিদ্যালয় থেকে ন্যূনতম অষ্টম শ্রেণী উত্তীর্ন হলে আবেদনযোগ্য।
বয়স সীমা : উক্ত পদে আবেদন করতে, ০১.০১.২০২৩ অনুসারে আবেদনকারীর বয়স হতে হবে ন্যূনতম ১৮ বছর এবং সর্বোচ্চ ৪০ বছরের মধ্যে। তবে সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা সরকারি নিয়ম অনুসারে বয়সের ছাড় পাবেন।
আরও চাকরি : সরকার পোষিত বিদ্যালয়ে ক্লার্ক ও সহকারী শিক্ষক পদে নিয়োগ শুরু, কিভাবে করবেন আবেদন জেনে নিন।
নিয়োগ পদ্ধতি
- লিখিত পরীক্ষা
- ইন্টারভিউ
**সম্পূর্ণ তথ্যের জন্য অফিসিয়াল বিজ্ঞপ্তি পড়ুন।
আবেদন পদ্ধতি
উল্লেখ্য দুটি পদেই সম্পূর্ণ অফলাইনের মাধ্যমে আবেদন জানাতে হবে। এর জন্য যে পদে আবেদন করতে চান, সেই পদের জন্য আবেদনপ্রত্রটি নিচের লিংক থেকে অথবা অফিসিয়াল ওয়েবসাইট থেকে সংগ্রহ করে প্রিন্ট আউট বের করে নিন। তারপর সেটি নির্ভুলভাবে ফিলাপ করে নিচের ঠিকানায় গিয়ে নিজে হাতে জমা দিয়ে আসুন আগামী ২২.০৮.২০২৩ এর মধ্যে।
আবেদনের ঠিকানা
Ramakrishna Mission Boys’ Home High School (H.S), Rahara, Khardah, S.D – Barrackpore, Dist.- North 24 Parganas, Kolkata –700118
গুরুত্বপূর্ণ লিঙ্ক
অফিশিয়াল বিজ্ঞপ্তি (শিক্ষক): | Read Now |
আবেদন ফর্ম (গ্রুপ D) : |
Read Now |
আবেদন ফর্ম (শিক্ষক) : | Apply Now |
আবেদন ফর্ম (গ্রুপ D) : |
Apply Now |
যাবতীয় তথ্যের লিংক : | Check Now |
এটিও পড়ুন : এয়ার ইন্ডিয়াতে উচ্চমাধ্যমিক পাশে কেবিন ক্রিউ পদে চাকরি।
মক টেস্ট : জেল পুলিশ ও আসন্ন ফুড SI পরীক্ষার জন্য জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর।