Primary Tet Recruitment : “প্রাইমারি টেট পরীক্ষার সঙ্গে নিয়োগের কোনও সম্পর্ক নেই” – চাঞ্চল্যকর মন্তব্য পর্ষদ সভাপতির!

WhatsApp Group (Join Now)
Join Now
Telegram Group (Join Now)
Join Now

Primary Tet Recruitment : গতকাল অর্থাৎ ১৪-ই সেপ্টেম্বর থেকে আগামী ৪ অক্টোবর পর্যন্ত চলবে প্রাইমারি টেট পরীক্ষার অনলাইন আবেদন। সম্প্রতি প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়, সেই বিজ্ঞপ্তি অনুযায়ী আগামী ১০ ডিসেম্বর রাজ্যে অনুষ্ঠিত হতে চলেছে প্রাথমিক শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষা অর্থাৎ টেট পরীক্ষা।

এই নোটিশ সামনে আসার পর থেকেই শুরু হয়েছে বিতর্ক, কারণ ২০২২ সালে মোট ৬ লক্ষ ২০ হাজার প্রার্থী টেট পরীক্ষায় বসেছিলেন এবং প্রায় ১.৫ লক্ষ জন পরীক্ষার্থী পাশ করেছিলেন। শূন্যপদের সংখ্যাটা ছিল ১১ হাজার ৭০০ এর কিছুটা বেশি। কিন্তু সেই নিয়োগ প্রক্রিয়ার চূড়ান্ত ফলাফল এখনও ঘোষিত হয়নি, অথচ নতুন করে নিয়োগের দিনক্ষণ ঘোষণা হয়ে গেল!

চাকরির খবর : বন দপ্তরে ডেটা এন্ট্রি অপারেটর পদে চাকরি, উচ্চমাধ্যমিক পাশে করুন আবেদন।

এই বিষয়ে সাংবাদিকদের তরফে প্রশ্ন ছোঁড়া হলে, পর্ষদ সভাপতি গৌতম পাল জানান, ‘সুপ্রিম কোর্ট এবং এন.সি.টি.ইর নির্দেশ রয়েছে, প্রতি বছর টেট নিতে হবে। এর সঙ্গে নিয়োগের কোনও সম্পর্ক নেই।’ অর্থাৎ পরীক্ষা প্রতিবছর হবে, কিন্তু পাশ করার পর চাকরির কোনো গ্যারান্টি নেই। এবিষয়ে তিনি আরও যোগ করে বলেন, ‘গত বছর সি.বি.এস.ই সেন্ট্রাল টেট বা সি-টেট নিয়েছিল। সেই পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদেরও নিয়োগ করা হয়নি। তাহলে রাজ্যের টেট নিয়ে কেন প্রশ্ন উঠবে?’

আরেকটি চাকরি : IDBI ব্যাংকে ৬০০ টি শূন্যপদে জুনিওর অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নিয়োগ, আগামী ১৫ দিন পর্যন্ত চলবে আবেদন।

উল্লেখ্য, ২০২২ টেটের ফলাফল প্রকাশের পর পর্ষদের তরফে চাকরিপ্রার্থীদের উদ্দেশ্যে প্রশ্নপত্র ভুল ধরার চ্যালেঞ্জ দেওয়া হয়। কয়েকজন পরীক্ষার্থী ৭ টি প্রশ্ন ভুল হিসেবে চিহ্নিত করে হাইকোর্টে কেস করেন, বর্তমানে বিষয়টি বিচারপতি গঙ্গোপাধ্যায়ের এজলাসে বিচারাধীন। এইরকম অবস্থায় পর্ষদের তরফে নতুন করে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ চাকরিপ্রার্থীদের পক্ষে আদৌ কতটা উপযোগী প্রমাণিত হবে সেটাই এখন লাখ টাকার প্রশ্ন!

সরকারি যোজনা : প্রত্যেক আবেদনকারীকে এককালীন ১৫ হাজার টাকা আর্থিক সাহায্য ও ২ লক্ষ টাকার ঋণ দেওয়া হবে।

WhatsApp Group (Join Now)
Join Now
Telegram Group (Join Now)
Join Now