Primary Tet 2023: গত ২৪ জুলাই সম্পন্ন হল ২০২২ এ হওয়া প্রাইমারি টেট এর ইন্টারভিউ এর প্রক্রিয়া। রাজ্যে দীর্ঘ বিতর্কিত নিয়োগ প্রক্রিয়ার অন্যতম নিয়োগ হল প্রাথমিক শিক্ষক নিয়োগ। ২০১৪ সালে হওয়া নিয়োগ নিয়েও চলছে মামলা। তাই ২০২২ এর এই নিয়োগ নিয়ে সবারই ভ্রু কোঁচকানো ছিল। তবে পর্ষদ সূত্রে দাবী, তাঁরা ২০২২ এ ঘটা এই নিয়োগ প্রক্রিয়াকে দুর্নীতিমুক্ত রাখতে কোনোরকম খামতি রাখেনি। জানা গিয়েছে, এবারের সম্পূর্ণ ইন্টারভিউ প্রক্রিয়ার ভিডিওগ্রাফি করা হয়েছে, তাছাড়া ইন্টারভিউ বোর্ডের সদস্যরা ইন্টারভিউ চলাকালীন এবার প্রার্থীদের প্রাপ্ত নম্বর সরাসরি পর্ষদের ওয়েবসাইটে আপলোড করে দিয়েছেন।
গত বছর পুজোর আগে টেট পরীক্ষার বিজ্ঞপ্তি জারি করেছিল পর্ষদ, যার পরীক্ষা হয়েছিল ১১ ই ডিসেম্বর। তারপর থেকে ক্রমাগত চলল এই ইন্টারভিউ প্রক্রিয়া। এর আগে পর্ষদ সভাপতি গৌতম পাল বলেছিলেন, এবার থেকে বছরে ২ বার করে টেট নেওয়া হবে। কিন্তু এই বছরে একবারের বেশি পরীক্ষা হওয়ার সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ।
চাকরির খবর : রাজ্যের প্রাইমারি স্কুলে একাধিক শূন্যপদে শিক্ষক নিয়োগ, ১০ দিনের মধ্যে আবেদন করুন।
যদিও ২৪ জুলাই ইন্টারভিউ শেষে নতুন বিজ্ঞপ্তি প্রকাশের সম্ভাবনা তৈরী হয়েছে। একটা সূত্রের খবর, এবছরও পুজোর আগেই বিজ্ঞপ্তি প্রকাশ করে কার্যত গত বছরের পুনরাবৃত্তি ঘটাতে চলেছে পর্ষদ। যদিও সাংবাদিকদের মুখোমুখি পর্ষদ সভাপতি এ বিষয়ে কোনোরকম মন্তব্য এখনও করেনি।
উল্লেখ্য, বর্তমানে রাজ্যের স্কুলগুলিতে প্রচুর শূন্যপদ তৈরি হয়েছে। যার মধ্যে বর্তমানে চলা দফায় ১১,০০০ শূন্যপদে খুব তাড়াতাড়ি নিয়োগের তোড়জোড় চলছে, তাই আগামী আগষ্ট মাসে চূড়ান্ত মেধাতালিকা প্রকাশ করা হতে পারে বলে মনে করা হচ্ছে। এবিষয়ে পর্ষদ সভাপতি গৌতম পাল জানিয়েছেন, “আমাদের কাজ চলছে, যথাসময়ে জেনে যাবেন চূড়ান্ত প্যানেল প্রকাশের তারিখ।”
মক টেস্ট : জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর । General Knowledge Bengali 2023 : পর্ব – ১১