সরকারি প্রকল্পে ৭৮০ টি কোর্সে প্রশিক্ষণ, কোর্স সম্পূর্ণ করলেই দেওয়া হবে চাকরি।

WhatsApp Group (Join Now)
Join Now
Telegram Group (Join Now)
Join Now

Pradhan Mantri Kaushal Vikash Yojana 2023: ইন্টারন্যাশনাল লেবার অর্গানিজেশন এর রিপোর্ট অনুযায়ী বর্তমানে ভারতের ৬৬% জনসংখ্যাই যুবক। এই বিপুল পরিমান জনসংখ্যা ভারতকে সুপার শক্তিশালী করে তোলার ক্ষমতা রাখে। কিন্তু এই ক্ষমতাকে বাস্তবায়নের জন্য দরকার প্রশিক্ষণপ্রাপ্ত শ্রমিক। প্রতিবেশী রাষ্ট্র চিন তাদের জনসংখ্যাকে প্রশিক্ষণের মাধ্যমে এতটা উন্নত করেছিল বলেই, আজ চিন সমস্ত বড় বড় বিদেশী কোম্পানিগুলির অন্যতম উৎপাদন কেন্দ্র হয়ে উঠেছে। একই পথে এগোতে ভারত সরকার চালু করেছে “প্রধানমন্ত্রী কৌশল বিকাশ যোজনা (PMKVY)”
ভারতের দক্ষতা উন্নয়ন ও উদ্যোক্তা মন্ত্রণালয়ের (MOSDE) উদ্যোগে ২০১৫ সালে চালু চালু হওয়া এই যোজনার মাধ্যমে, মূলত দেশের যুবকদের শিল্পক্ষেত্রের বিভিন্ন কাজের ফ্রি ট্রেনিং দেওয়া হয়।

ট্রেনিং এর শ্রেণী বিভাগ

কৌশল বিকাশ যোজনায় মূলত তিনরকম শ্রেণীর ট্রেনিং দেওয়া হয়।

১) শর্ট টার্ম ট্রেনিং (STT) : এই ট্রেনিং এর মাধ্যমে পূর্ব অভিজ্ঞতা ছাড়াই শিক্ষার্থীদের ট্রেনিং দেওয়া হয়ে থাকে। স্কুল, কলেজ পাশ সকলেই আবেদনযোগ্য তবে, বয়স হতে হবে ১৫ থেকে ৪৫ এর মধ্যে।

২) রিকোগনিশন অফ প্রায়োর লার্নিং (RPL) : এর মাধ্যমে অভিজ্ঞতা সম্পন্ন শিক্ষার্থীরা ট্রেনিং এবং সার্টিফিকেট পেয়ে থাকেন। বয়স হতে হবে ১৮ থেকে ৪৫ এর মধ্যে।

৩) স্পেশাল প্রজেক্টস (SP) : এক্ষেত্রেও STT এর মতোই, পূর্ব অভিজ্ঞতা ছাড়াই শিক্ষার্থীদের ট্রেনিং দেওয়া হয়ে থাকে। স্কুল, কলেজ পাশ সকলেই আবেদনযোগ্য তবে, বয়স হতে হবে ১৫ থেকে ৪৫ এর মধ্যে।

ট্রেনিং এর পর মিলবে সার্টিফিকেট ও চাকরি

কোর্সগুলির মাধ্যমে প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষার্থীদের সার্টিফিকেট ও চাকরি দেওয়া হয়ে থাকে। আপনি চাইলে স্বনির্ভর ব্যবসাও করতে পারেন। এখনও পর্যন্ত প্রায় ১ কোটি ৩৬ লক্ষ শিক্ষার্থীরা প্রশিক্ষণ নিয়ে চাকরি কিংবা ব্যাবসা করছেন, এতে প্রশিক্ষণপ্রাপ্ত মহিলার সংখ্যা পুরুষদের তুলনায় বেশি!

চাকরির খবর : রাজ্যে ৯৪৯ টি শূন্যপদে ফসল বীমা অ্যাসিস্ট্যান্ট নিয়োগ, মাধ্যমিক পাশে আবেদন চলছে।

কোথায় ট্রেনিং করানো হয়?

কৌশল বিকাশ যোজনায় PMKVY এর নিজস্ব ট্রেনিং সেন্টার ছাড়াও দেশের বিভিন্ন ITI কলেজ, ভারত সরকারের বিভিন্ন মন্ত্রকের বিভিন্ন বিভাগীয় ট্রেনিং সেন্টার ও বেসরকারি বিভিন্ন ইনস্টিটিউটে কোর্সগুলি করার সুবিধা পাওয়া যায়।

কোর্স ফি কত?

উপরিউক্ত সবকটি মাধ্যমেই ট্রেনিং নেওয়ার জন্য ১০০০ টাকা কোর্স ফি দিতে হয়, তবে কোর্স শেষে ৫০০ টাকা ফেরৎ পাওয়া যায়।

কত টাকা বেতন পাওয়া যায়?

এই কোর্সগুলি সম্পূর্ণ করার পর ১৫,০০০ টাকা থেকে ১ লক্ষ টাকা বেতনের চাকরি পাওয়া যেতে পারে, তবে অভিজ্ঞতাসম্পন্নদের শুরুতে বেশি বেতন দেওয়া হয়ে থাকে।

আবেদন পদ্ধতি

উল্লেখ্য মাধ্যমগুলিতে ট্রেনিং নিতে শিক্ষার্থীদের প্রথমে Skill India এর অফিসিয়াল ওয়েবসাইট https://admin.skillindiadigital.gov.in/ এ যেতে হবে, তারপর “I want to skill myself” অপশনে ক্লিক করে রেজিস্ট্রেশন ফর্মটি ফিলাপ করতে হবে। (তবে শিক্ষার্থীরা নীচের দেওয়া Apply Now লিংকে ক্লিক করেও সরাসরি আবেদন করতে পারেন)।

কি কি কোর্স করানো হয়?

এই যোজনায় মোট ৭৮০ টি কোর্স অন্তর্ভুক্ত রয়েছে। শিক্ষার্থীরা নিজেদের ইচ্ছানুযায়ী যেকোনো কোর্সে আবেদন জানাতে পারবেন। নীচে দেওয়া লিঙ্কে ক্লিক করে কোর্সগুলির লিস্ট দেখে নিন।

গুরুত্বপূর্ণ লিঙ্ক

আবেদন লিংক :  Apply Now
কোর্সের লিস্ট : Click Here 
Helpline Number : 8800055555

 

WhatsApp Group (Join Now)
Join Now
Telegram Group (Join Now)
Join Now

Leave a Comment