Post Office National Savings Certificate 2023: আজকের এই প্রতিবেদনে আমরা আলোচনা করবো পোস্ট অফিসে চলা একটি অত্যন্ত জনপ্রিয় স্কিমের ব্যাপারে যার নাম হলো “National Savings Certificate” বা সংক্ষেপে NSC. এই স্কিমটি পোস্ট অফিসের সবথেকে লাভজনক স্কিম, কারণ বর্তমানে এর মতন রিটার্ন, পোস্ট অফিসের কোনো স্কিমেই দেওয়া হয়না। এই প্রতিবেদনের মাধ্যমে এই NSC স্কিমের সমস্ত তথ্য ডিটেলে জেনে নেব।
কারা এই স্কিমে একাউন্ট খাতা খুলে পারবেন?
⇒ যেকোনো ভারতীয় নাগরিক এই স্কিমে খাতা খুলতে পারবেন।
⇒ ১ টি একাউন্ট পরিবারের মোট ৩ জনের নামে যৌথভাবে খোলা যেতে পারে।
⇒ এই স্কিমে একাউন্ট খাতা খোলার জন্য কোনো নির্দিষ্ট বয়সের সীমা নেই, যে কোনো ব্যক্তিগত বা শিশুর নামে এই একাউন্ট খোলা যেতে পারে।
কত টাকা জমা করতে হবে?
ন্যাশনাল সেভিং সার্টিফিকেট স্কিমে একাউন্ট চালাতে সর্বনিম্ন ১০০০ টাকা জমা করতে হবে। এর কোনো সর্বোচ্চ সীমা নেই আপনি যত খুশি টাকা জমা রাখতে পারেন। তবে টাকার পরিমান ১০০ এর গুনিত হতে হবে, অর্থাৎ ১০০০×১০০, ১১০০×১০০ ইত্যাদি। এই স্কিমে আপনি একাধিক একাউন্ট খুলতে পারেন।
এই স্কিমে খোলা একাউন্ট ম্যাচুরিটি এর আগেই কি বন্ধ করা যায়?
এক কথায় এর উত্তর হল- না। এই স্কিমের আওতায় পোস্ট অফিসে খোলা খাতা ৫ বছরের আগে বন্ধ করা যায়না। তবে অত্যন্ত বিশেষ কিছু কারণে এই স্কিমে খোলা খাতা বন্ধ করা যেতে পারে। যেমন, একাউন্ট ধারকের মৃত্যু, একাউন্ট খাতার ওপর একাউন্ট ধারক যদি ব্যাঙ্ক থেকে লোন নিয়ে থাকেন কিন্তু যদি লোন চোকাতে না পারেন, এরকম অবস্থায় ব্যাঙ্ক চাইলে এই খাতা ম্যাচুরিটি এর আগেই বন্ধ করে দিতে পারে, এছাড়া কোর্ট থেকে বন্ধের নির্দেশ দেওয়া হলেও NSC স্কিমে খোলা একাউন্ট ম্যাচুরিটি হওয়ার আগেই বন্ধ করা যায়।
NSC স্কিমে সুদের হার
NSC স্কিমে খাতা খোলার সময় যে সুদের হার থাকে, ম্যাচুরিটি পর্যন্ত সেই সুদের হারই পাওয়া যায়। এই স্কিমে প্রতিবছর চক্রবৃদ্ধি হারে অর্থাৎ সুদের ওপর সুদ দেওয়া হয়ে থাকে। প্রসঙ্গত, পোস্ট অফিসের FD, MIS বা SCC স্কিমে চক্রবৃদ্ধি হারে সুদ দেওয়া হয়না।
এটিও পড়ুন : এবার কেন্দ্রীয় প্রকল্পে প্রথম থেকে দশম শ্রেণীর মেয়েদের মিলবে প্রতিবছর আর্থিক অনুদান, আবেদন চলছে।
NSC স্কিমে বর্তমানে দেওয়া সুদের হার
NSC স্কিমে বর্তমানে ৭.৭ শতাংশ চক্রবৃদ্ধি সুদ দেওয়া হয়ে থাকে। ধরুন, আপনি NSC স্কিমে ৫ লক্ষ টাকার ডিপোজিট করলেন, তবে ৫ বছরে মোট ২,২৪,৫১৭ টাকা সুদ পাবেন অর্থাৎ সুদ আসল মিলিয়ে মোট ৭,২৪,৫১৭ টাকা ফেরৎ পাবেন।
NSC স্কিম কি ট্যাক্স ফ্রি?
NSC স্কিমে জমা করা টাকার ওপর কোনোরকম ট্যাক্স দিতে হয়না, ইনকাম ট্যাক্স আইন 80C অনুসারে এই ছাড় পাওয়া যায়। তবে NSC স্কিমে পাওয়া সুদের ওপর ট্যাক্স দিতে হতে পারে, যদি সুদে পাওয়া টাকা এবং আপনার আয় মিলিয়ে আপনি ইনকাম ট্যাক্স এর আওতায় চলে আসেন।