রাজ্য সরকারি স্কুলে ক্লার্ক ও টিচার পদে স্থায়ী নিয়োগ, আবেদন করার জন্য বিস্তারিত জানুন।

WhatsApp Group (Join Now)
Join Now
Telegram Group (Join Now)
Join Now

Clerk and Teacher Recruitment: কৃষ্ণনগর কুইন্স গার্লস হাই স্কুল, এটি একটি সরকারি অনুদানপ্রাপ্ত খ্রিষ্টান সংখ্যালঘু বিদ্যালয়। নদীয়া জেলার কৃষ্ণনগরে অবস্থিত এই স্কুলের পক্ষ থেকে সম্প্রতি একটি বিজ্ঞাপন প্রকাশিত হয়েছে। এতে ১ টি ক্লার্ক ও ১ টি শিক্ষিকা পদে নিয়োগের আবেদন খোলা হয়েছে। রাজ্যের সকল জেলার যোগ্য চাকরিপ্রার্থীরাই পদগুলিতে আবেদন জানাতে পারবেন। এই আবেদনের জন্য কিরকম শর্ত আরোপ করা হয়েছে, আমরা দেখে নেব আজকের এই প্রতিবেদনে।

নিয়োগকারী সংস্থা Queen’s Girls High School (H.S)
Advertisement no.
অফিসিয়াল ওয়েবসাইট
মোট শূন্যপদ  ২ টি।
আবেদন শুরু ০৭.০৮.২০২৩
আবেদন শেষ ২২.০৮.২০২৩

পদের নাম

Clerk

মোট শূন্যপদ : ১ টি।

শিক্ষাগত যোগ্যতা : আবেদনকারী চাকরিপ্রার্থী সরকার স্বীকৃত কোনো বিদ্যালয় থেকে মাধ্যমিক উত্তীর্ন হলে আবেদনযোগ্য। সেইসাথে প্রার্থীকে অবশ্যই কম্পিউটারে কাজ করতে জানতে হবে।

বয়স সীমা : উক্ত পদে আবেদন করতে, আবেদনকারীর বয়স হতে হবে ন্যূনতম ১৮ বছর এবং সর্বোচ্চ ৪০ বছরের মধ্যে। সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের বয়সের ছাড় দেওয়া হবে।

মাসিক বেতন : এই বিভাগের অন্তর্গত চাকরিপ্রাপ্ত প্রার্থীকে ROPA এর নতুন স্কেল অনুসারে মাসিক বেতন দেওয়া হবে।

পদের নাম

Asstt. Teacher (ভূগোল)

মোট শূন্যপদ : ১ টি। (শুধুমাত্র মহিলাপ্রার্থীরাই আবেদনযোগ্য)

শিক্ষাগত যোগ্যতা : আবেদনকারী চাকরিপ্রার্থী সরকার স্বীকৃত কোনো কলেজ থেকে ভূগোল বিষয়ে স্নাতক উত্তীর্ন হওয়ার সাথে B.Ed কোর্সে ট্রেনিং নিয়ে থাকলে আবেদন করতে পারবেন।

বয়স সীমা : উক্ত পদে আবেদন করতে, আবেদনকারীর বয়স হতে হবে সর্বোচ্চ ৪০ বছরের মধ্যে। সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের বয়সের ছাড় দেওয়া হবে।

মাসিক বেতন : এই বিভাগের অন্তর্গত চাকরিপ্রাপ্ত প্রার্থীকে ROPA এর নতুন স্কেল অনুসারে মাসিক বেতন দেওয়া হবে।

আরেকটি চাকরি : ইসরোতে প্রচুর Group C ও Group D কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি, মাধ্যমিক পাশে করা যাবে আবেদন।

নিয়োগ পদ্ধতি

  1. লিখিত পরীক্ষা এবং
  2. ইন্টারভিউ

আবেদন পদ্ধতি

উল্লেখ্য দুটি পদেই সম্পূর্ণ অফলাইনের মাধ্যমে আবেদন জানাতে হবে। আবেদনের জন্য প্রার্থীদের ২ কপি পাসপোর্ট সাইজের ফটো এবং সেইসাথে যাবতীয় ডকুমেন্টস এর জেরক্স কপি, বায়োডাটা এবং আধার অথবা ভোটার কার্ডের জেরক্স কপি সেলফ এটেস্টেড করতে হবে। তারপর যে পদে আবেদন করতে চান, সেই পদের নাম খামের ওপরে লিখতে হবে। সবশেষে পোস্ট অফিসের মাধ্যমে সেটিকে নিচের ঠিকানায় পাঠাতে হবে। তবে মনে রাখবেন, আবেদনপত্রটি পৌঁছাতে হবে আগামী ২২.০৮.২০২৩ এর মধ্যে।

আবেদনের ঠিকানা

The Member Secretary, Queen’s Girls High School (H.S)
P.O.- Krishnanagar,
Dist. Nadia – 741101 (W.B)

এটিও দেখুন : স্বাস্থ্য দপ্তরে ১৫০০ শূন্যপদে কর্মী নিয়োগ চলছে, অনলাইনে করুন আবেদন। 

WhatsApp Group (Join Now)
Join Now
Telegram Group (Join Now)
Join Now

Leave a Comment