পশ্চিম মেদিনীপুর জেলার জেলা আধিকারিকের দপ্তরের পক্ষ থেকে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, এতে মোট নয়টি শূন্যপদে নিয়োগের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সকল শূন্যপদগুলিতে যোগ্যতা অনুসারে, শুধুমাত্র পশ্চিম মেদিনীপুর জেলার মহিলা চাকরীপ্রার্থীরাই আবেদনের সুযোগ পেয়ে থাকবেন। নীচের দেওয়া বিবরণী দেখার পর যদি আপনারা ইচ্ছুক থাকেন, তবে আবেদনের জন্য আগামী ৭ তারিখের মধ্যে নিম্নোক্ত ঠিকানায় আবেদনপত্রটি পাঠাতে পারেন।
নিয়োগকারী সংস্থা | Office of the District Magistrate and Collector |
Advertisement no. | 334 DCPU/SW |
অফিসিয়াল ওয়েবসাইট | www.paschimmedinipur.gov.in/ |
মোট শূন্যপদ | ০৯ টি। |
আবেদন শুরু | ২১.০৭.২০২৩ |
আবেদন শেষ | ০৭.০৮.২০২৩ |
পদের নাম
House Mother
মোট শূন্যপদ : ৩ টি।
শিক্ষাগত যোগ্যতা : আবেদনকারী চাকরিপ্রার্থী সরকার স্বীকৃত কোনো বিদ্যালয় থেকে উচ্চমাধ্যমিক পাশ হলে আবেদনযোগ্য। তবে উক্ত বিষয়ে ৩ বছরের অভিজ্ঞতা থাকলে প্রাধান্য পাবেন।
বয়স সীমা : উক্ত পদে আবেদন করতে, ২১.০৭.২০২৩ অনুসারে আবেদনকারীর বয়স হতে হবে ন্যূনতম ২১ বছর এবং সর্বোচ্চ ৪০ বছরের মধ্যে।
মাসিক বেতন : এই বিভাগের অন্তর্গত চাকরিপ্রাপ্ত প্রার্থীদের মাসিক বেতন হবে ১৪,৫৬৪ টাকা।
পদের নাম
Cook
মোট শূন্যপদ : ২ টি।
শিক্ষাগত যোগ্যতা : আবেদনকারী চাকরিপ্রার্থী সরকার স্বীকৃত কোনো বিদ্যালয় থেকে মাধ্যমিক পাশ হলে আবেদনযোগ্য। সেইসাথে রান্না করার অভিজ্ঞতা থাকতে হবে।
বয়স সীমা : উক্ত পদে আবেদন করতে, ২১.০৭.২০২৩ অনুসারে আবেদনকারীর বয়স হতে হবে ন্যূনতম ১৮ বছর এবং সর্বোচ্চ ৪০ বছরের মধ্যে।
মাসিক বেতন : এই বিভাগের অন্তর্গত চাকরিপ্রাপ্ত প্রার্থীদের মাসিক বেতন হবে ১২,০০০ টাকা।
চাকরির খবর : ৩০,০০০ শূন্যপদে পোস্ট অফিসে ডাক সেবক সহ অন্যান্য পদে চাকরি, মাধ্যমিক পাশে আবেদন করুন।
পদের নাম
Helper-cum-Night Watchman
মোট শূন্যপদ : ২ টি।
শিক্ষাগত যোগ্যতা : আবেদনকারী চাকরিপ্রার্থী সরকার স্বীকৃত কোনো বিদ্যালয় থেকে মাধ্যমিক পাশ হলে আবেদনযোগ্য।
বয়স সীমা : উক্ত পদে আবেদন করতে, ২১.০৭.২০২৩ অনুসারে আবেদনকারীর বয়স হতে হবে ন্যূনতম ১৮ বছর এবং সর্বোচ্চ ৪০ বছরের মধ্যে।
মাসিক বেতন : এই বিভাগের অন্তর্গত চাকরিপ্রাপ্ত প্রার্থীদের মাসিক বেতন হবে ১২,০০০ টাকা।
**আরও দুই রকমের পদে আবেদন করা যাবে, তার জন্য নীচে দেওয়া বিজ্ঞপ্তিটি দেখে নিন।
নিয়োগ পদ্ধতি
House Mother পদের জন্য আবেদনকারী প্রার্থীদের লিখিত ও ইন্টারভিউ পরীক্ষার মাধ্যমে নিয়োগ করা হবে। বাকি দুটি পদের আবেদনকারী প্রার্থীদের শুধুমাত্র ইন্টারভিউয়ের মাধ্যমে বাছাই করা হবে।
আবেদন পদ্ধতি
ইচ্ছুক আবেদনকারীদের সম্পূর্ণ অফলাইনের মাধ্যমে আবেদন জমা দিতে হবে। প্রথমে নীচে দেওয়া লিংকে ক্লিক করে ফর্মটি ডাউনলোড করে, এক কপি প্রিন্ট আউট বের করে নিতে হবে, তারপর সেটি ফিলাপ করে, সাম্প্রতিক তোলা এক কপি পাসপোর্ট সাইজের ফটো এবং নিজের এটেস্টেড করা যাবতীয় ডকুমেন্টস ও এক্সপেরিয়েন্স সার্টিফিকেট (যদি থাকে) নীচের ঠিকানায় একটি মুখবন্ধ খামে ভরে পাঠাতে হবে। আর খামের ওপরে লিখতে হবে এইরকম, “Application for the Post of __________ for Govt. run CCI/SAA under Mission Vatsalya, Paschim Mednipur”. তবে চাকরিপ্রার্থীরা অফিস টাইমে সরাসরি অফিসের ড্রপ বক্সেও ফেলে আসতে পারেন।
আবেদনের ঠিকানা
District Child Protection Unit (DCPU) under Social Welfare Section, Collectorate, P.O.- Midnapore, Dist.- Paschim Mediipur, PIN- 721101
গুরুত্বপূর্ণ লিঙ্ক
অফিশিয়াল বিজ্ঞপ্তি : | Read Now |
আবেদনের ফর্ম : | Download |
এটিও দেখুন : দিল্লি সাবর্ডিনেট সিলেকশন বোর্ডের মাধ্যমে ১৮৪১ টি শূন্যপদে টিচিং এবং নন টিচিং স্টাফ নিয়োগ।