প্যান-আধার লিঙ্ক না করলেও চলবে, দেখুন কাদের জন্য এই নিয়ম লাগু করলো কেন্দ্রীয় সরকার।

WhatsApp Group (Join Now)
Join Now
Telegram Group (Join Now)
Join Now

Pan and Aadhaar Link: আগামী ৩০ জুন পর্যন্ত প্যান আধার লিঙ্ক করার শেষ সময় ধার্য করা হয়েছে, যা ৩০ মার্চ থেকে বাড়িয়ে দেওয়া হয়েছিল। ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের তরফ থেকে জানানো হয়েছে যদি এবারও কেউ প্যান কার্ডের সঙ্গে আধারের লিঙ্ক করাতে ব্যর্থ হয়, তবে সেই ব্যক্তির প্যান কার্ড অবৈধ বলে মান্য করা হবে, যার ফলে আপনি বিভিন্ন সরকারি সুবিধার পাশাপাশি অন্যান্য ব্যাঙ্কিং সুবিধা থেকে বঞ্চিত হবেন।

যেসব কারণে প্যান এবং আধার লিঙ্ক করাবেন

  • যেকোনো ধরণের সরকারি সুবিধা, যেমন পাসপোর্ট বানানো, সরকারি সাবসিডি কিংবা নতুন ব্যাংক একাউন্ট খোলা- সবেতেই প্যান কার্ডের দরকার হয়, তাই সেটি যদি আধার লিঙ্ক না হয় তাহলে প্রতিটি ক্ষেত্রেই চরম অসুবিধার সম্মুখীন হবেন।
  • যাঁরা ট্যাক্স পে করে থাকেন তাঁরা আর ITR ফাইল এবং ITR ক্লেম করতে পারবেন না।
  • TCS/TDS উচ্চহারে প্রযোজ্য হবে।
  • ডেবিট কিংবা ক্রেডিট কার্ড ইস্যু হবেনা।
  • দিনে ৫০ হাজার টাকার বেশি ব্যাংক লেনদেন করতে পারবেন না।

এছাড়াও এরকম অনেক অসুবিধার সম্মুখীন হতে হবে, তাই শেষ দিনের ভরসায় না থেকে অতিসত্বর লিঙ্ক করে নিন প্যান কার্ডের সঙ্গে আপনার আধার নম্বরটি।

যাদের প্যান-আধার লিঙ্ক না করলেও চলবে

১৯৬১ এর ইনকাম ট্যাক্স আইনের আওতায় থাকা এই আধার-প্যান লিঙ্কের নিয়ম কিছু বিশেষ ক্ষেত্রে বাধ্যতামূলক নয়। যদি আপনার কিংবা আপনার পরিবারের কারোর বয়স হয় ৮০ বছর কিংবা তার অধিক, তাহলে তার জন্য এই নিয়ম বাধ্যতামূলক নয়। এছাড়া জম্মু ও কাশ্মীর সহ আসাম ও মেঘালয় রাজ্যের অধিবাসীদের প্যান-আধার লিঙ্ক করানো বাধ্যতামূলক নয়।

কোথায় কিভাবে আধার লিঙ্ক করাবেন

বাড়ির আশেপাশের যেকোনো অনলাইন ক্যাফেতে গিয়ে, কোনো কমন সার্ভিস সেন্টার (CSC)-তে গিয়ে কিংবা আপনি নিজেও বাড়িতে বসে মোবাইল বা কম্পিউটারের মাধ্যমেও ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের অফিসিয়াল সাইটে গিয়ে প্যান-আধার লিঙ্ক করাতে পারেন। এর জন্য আপনাকে ১ হাজার টাকা পেনাল্টি জমা করতে হবে। নীচে গুরুত্বপূর্ণ লিংকগুলি আপনার সুবিধার্থে দেওয়া হল।

প্যান কার্ডের সাথে আধার লিংক Apply Now
আবেদন করা লিঙ্কের স্টেটাস Click Here 
WhatsApp Group (Join Now)
Join Now
Telegram Group (Join Now)
Join Now

Leave a Comment