Health Department Recruitment: পশ্চিমবঙ্গ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক ও জাতীয় স্বাস্থ্য মিশনের অন্তর্ভুক্ত উত্তর ২৪ পরগনা জেলার CMOH দপ্তরের তরফে সম্প্রতি একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, এতে চুক্তির ভিত্তিতে ৭৬২ টি বিভিন্ন বিভাগের শূন্যপদে নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বেশিরভাগ শূন্যপদেই রাজ্যের যেকোনো জেলার যোগ্য চাকরিপ্রার্থীরা আবেদন করতে পারবেন। তাই প্রার্থীদের কাছে অনুরোধ, প্রতিবেদনটি সম্পূর্ণরূপে খুঁটিয়ে পড়ার পরই শেষ তারিখের আগেই পছন্দসই পদে আবেদন করুন।
নিয়োগকারী সংস্থা | Department of Health & Family Welfare |
Advertisement no. | CMOH/N24PGS/NHM/Rec./6667 |
অফিসিয়াল ওয়েবসাইট | www.north24parganashealth.org |
মোট শূন্যপদ | ৭৬২ টি। |
আবেদন শুরু | ২৮.০৮.২০২৩ |
আবেদন শেষ | ১১.০৯.২০২৩ |
পদের নাম
Staff Nurse-Polyclinic
মোট শূন্যপদ : ৭৮ টি।
শিক্ষাগত যোগ্যতা : আবেদনকারী চাকরিপ্রার্থী সরকার স্বীকৃত কোনো ইনস্টিটিউট থেকে GNM প্রশিক্ষণ কোর্স করে থাকলে আবেদনযোগ্য।
বয়স সীমা : উল্লেখ্য পদে আবেদন করতে, ০১.০১.২০২৩ অনুসারে আবেদনকারীর বয়স হতে হবে, সর্বোচ্চ ৪০ বছর।
মাসিক বেতন : এই বিভাগের অন্তর্গত চাকরিপ্রাপ্ত প্রার্থীদের মাসে ২৫,০০০ টাকা বেতন দেওয়া হবে।
পদের নাম
Community Health Assistant (CHA)
মোট শূন্যপদ : ২৪০ টি।
শিক্ষাগত যোগ্যতা : আবেদনকারী চাকরিপ্রার্থী সরকার স্বীকৃত কোনো ইনস্টিটিউট থেকে GNM/ANM প্রশিক্ষণ কোর্স করে থাকলে আবেদনযোগ্য।
অন্যান্য যোগ্যতা : প্রার্থীকে উত্তর ২৪ পরগনা জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে এবং বাংলা ভাষায় কথা বলতে জানতে হবে।
বয়স সীমা : উল্লেখ্য পদে আবেদন করতে, ০১.০১.২০২৩ অনুসারে আবেদনকারীর বয়স হতে হবে, ২১ বছর থেকে ৪০ বছরের মধ্যে।
মাসিক বেতন : এই বিভাগের অন্তর্গত চাকরিপ্রাপ্ত প্রার্থীদের মাসে ১৩,০০০ টাকা বেতন দেওয়া হবে।
পদের নাম
Block Data Manager-BDM
মোট শূন্যপদ : ৩ টি।
শিক্ষাগত যোগ্যতা : আবেদনকারী চাকরিপ্রার্থী সরকার স্বীকৃত কোনো ইনস্টিটিউট থেকে যেকোনো শাখায় স্নাতক হলে আবেদনযোগ্য। সেইসাথে, অন্তত ১ বছরের কম্পিউটার কোর্সের সার্টিফিকেট থাকতে হবে এবং কোনো সরকারি কিংবা বেসরকারি দপ্তরে উক্ত কাজে অভিজ্ঞতা থাকা বাঞ্ছনীয়।
বয়স সীমা : উল্লেখ্য পদে আবেদন করতে, ০১.০১.২০২৩ অনুসারে আবেদনকারীর বয়স হতে হবে, ২১ বছর থেকে ৪০ বছরের মধ্যে।
মাসিক বেতন : এই বিভাগের অন্তর্গত চাকরিপ্রাপ্ত প্রার্থীদের মাসে ২২,০০০ টাকা বেতন দেওয়া হবে।
**এছাড়াও, Block Public Health Manager, Block epidemiologist সহ আরও অন্যান্য বিভাগে শূন্যপদ রয়েছে, ইচ্ছুক প্রার্থীরা বিশদে জানতে নীচের লিঙ্কে ক্লিক করে বিজ্ঞপ্তিটি পড়ে নিন।
চাকরির খবর : রাজ্য সরকারি সংস্থায় ডেটা এন্ট্রি অপারেটর পদে চাকরি, ইন্টারভিউতে পাশ হলেই হবে নিয়োগ।
আবেদন পদ্ধতি
আবেদনে ইচ্ছুক প্রার্থীদের সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে আবেদনপ্রক্রিয়া সম্পন্ন করতে হবে। এর জন্য-
- সর্বপ্রথম, প্রার্থীদের বিজ্ঞপ্তি প্রকাশকের অফিসিয়াল ওয়েবসাইট www.north24parganashealth.org -টি ভিজিট করতে হবে।
- তারপর হোমপেজে থাকা Recruitments অপশনে ক্লিক করতে হবে।
- সেখানে উল্লেখিত বিজ্ঞপ্তির নাম দেখে, পাশে অবস্থিত আবেদন লিঙ্কে ক্লিক করে নির্ভুলভাবে ফর্ম ফিলাপ সম্পন্ন করতে হবে।
- সবশেষে, আবেদন ফি জমা করে, ফর্মটির একটি প্রিন্ট আউট অথবা PDF আকারে মোবাইলে সেভ করে রাখতে হবে।
আবেদন মূল্য
বিজ্ঞপ্তিতে প্রকাশিত সবকয়টি পদে আবেদনের জন্য জেনারেল ক্যাটেগরিভুক্ত প্রার্থীদের ১০০ টাকা ও SC/ST/OBC-A & OBC-B প্রার্থীদের ৫০ টাকা আবেদন মূল্য অনলাইনে জমা করতে হবে।
গুরুত্বপূর্ণ লিঙ্ক
অফিশিয়াল বিজ্ঞপ্তি : | Read Now |
অনলাইন আবেদন : | Click Here |
এটিও পড়ুন : Food SI পদের কাজ কি, কত টাকা বেতন, গত বছরের Cut Off Marks কত ছিল – সব প্রশ্নের উত্তর জানুন।
মক টেস্ট : বলুন দেখি, ভারতের সাথে মোট কয়টি দেশের স্থল সীমান্ত যুক্ত রয়েছে? -১৫ টি General Knowledge MCQ