NITTTR Recruitment 2023: কেন্দ্রীয় ইনস্টিটিউটে আবারও MTS পদে নিয়োগের বিজ্ঞপ্তি, আবেদন চলছে অনলাইনে।

WhatsApp Group (Join Now)
Join Now
Telegram Group (Join Now)
Join Now

NITTTR Recruitment 2023: The National Institute of Technical Teachers Training and Research (NITTTR) -কেন্দ্রীয় সরকারের দ্বারা পরিচালিত একটি সংস্থা। সম্প্রতি তাদের দ্বারা একটি নোটিফিকেশন প্রকাশিত হয়েছে যেখানে মোট ২৯ টি শূন্যপদে বিভিন্ন নন-টিচিং স্টাফ নিয়োগের ঘোষণা করা হয়েছে। এই চাকরিগুলি NITTTR এর চন্ডিগড় শাখায় দেওয়া হবে এবং চাকরিপ্রার্থীরা কেন্দ্রীয় সরকারি কর্মচারী হিসেবে সকল রকম সুবিধা পাবেন। আগামী ১৭ -ই নভেম্বর পর্যন্ত প্রার্থীরা অনলাইন প্রক্রিয়ায় শূন্যপদগুলিতে আবেদনের সুযোগ পাবেন।

নিয়োগকারী সংস্থা The National Institute of Technical Teachers Training and Research
Advertisement no. 227/2023
অফিসিয়াল ওয়েবসাইট nitttrchd.ac.in
মোট শূন্যপদ  ২৯ টি।
আবেদন শুরু ০৬.১০.২০২৩
আবেদন শেষ ১৭.১১.২০২৩
আবেদনপত্র পাঠানোর শেষ তারিখ ২৪.১১.২০২৩

পদের নাম

Multi-Tasking Staff (MTS)

মোট শূন্যপদ : ১৯ টি।

শিক্ষাগত যোগ্যতা : আবেদনকারী চাকরিপ্রার্থী সরকার স্বীকৃত কোনো বোর্ড থেকে মাধ্যমিক পাশ করে থাকলে আবেদন জানাতে পারবেন।

বয়স সীমা : উল্লেখ্য পদে আবেদন করতে হলে ১৭.১১.২০২৩ অনুসারে প্রার্থীর সর্বনিম্ন বয়স হতে হবে, ১৮ বছর ও সর্বোচ্চ বয়স হতে হবে ৩৫ বছরের মধ্যে। তবে SC ও ST শ্রেণীর প্রার্থীদের ৫ বছর ও OBC প্রার্থীদের অতিরিক্ত ৩ বছর, বয়সের উর্দ্ধসীমায় ছাড় দেওয়া হবে।

মাসিক বেতন : উক্ত পদে চাকরিরত প্রার্থীদের সপ্তম পে কমিশনের সুপারিশ অনুযায়ী লেভেল-১ অনুসারে ১৮,০০০ টাকা থেকে ৫৬,৯০০ টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে।

**এছাড়াও আরও ৪ টি বিভাগে- Personal Assistant (PA), Junior System Engineer, Accounts Officer ও Sr. Production Assistant মোট ১০ টি শূন্যপদে নিয়োগ করা হবে। বিস্তারিত জানতে নীচে দেওয়া লিঙ্ক থেকে বিজ্ঞপ্তি পড়ে নিন। 

চাকরির খবর : আসাম রাইফেলস এ নিয়োগের বিজ্ঞপ্তি জারি, অনলাইনের মাধ্যমে করা যাবে আবেদন।

প্রার্থী বাছাই পদ্ধতি

Multi-Tasking Staff (MTS) এর জন্য আবেদনরত প্রার্থীদের লিখিত পরীক্ষা ও ডকুমেন্ট ভেরিফিকেশনের ওপর ভিত্তি করে চূড়ান্ত মেরিট লিস্ট প্রকাশ করা হবে। লিখিত পরীক্ষা চন্ডীগড়ে হবে, পরীক্ষাপত্র হিন্দি এবং ইংরেজিতে করা হবে।

আবেদন পদ্ধতি

সবার আগে আবেদনে ইচ্ছুক প্রার্থীদের প্রকাশিত অফিসিয়াল বিজ্ঞপ্তিটি অবশ্যই খুঁটিয়ে পড়ে নিতে হবে। বিজ্ঞপ্তিতে প্রকাশিত সবকয়টি বিভাগের শূন্যপদের জন্যই সবার প্রথমে অনলাইনে আবেদন করতে হবে, এর জন্য প্রার্থীদের অফিসিয়াল ওয়েবসাইট “nitttrchd.ac.in” -এ গিয়ে অথবা নীচে দেওয়া লিঙ্কে ক্লিক করে আবেদন সম্পন্ন করতে হবে। আবেদন চলবে আগামী ১৭.১১.২০২৩ তারিখ পর্যন্ত। তারপর প্রার্থীদের অনলাইনে আবেদন করা ফর্মটির একটি প্রিন্ট আউট বের করে নিয়ে যাবতীয় ডকুমেন্টস সহকারে নীচের দেওয়া ঠিকানায় ২৪.১১.২০২৩ এর মধ্যে পাঠাতে হবে। 

আবেদনপত্র পাঠানোর ঠিকানা

Dean (Administration & Finance), National Institute of Technical Teachers Training & Research (NITTTR), Sector 26, Chandigarh-160 019

আবেদন মূল্য

Unreserved/OBC/EWS প্রার্থীদের আবেদন ফি হিসেবে ৭৫০ টাকা আবেদন মূল্য অনলাইন মারফৎ জমা করতে হবে তবে SC/ST প্রার্থীদের কোনোরকম আবেদন মূল্য জমা করতে হবেনা।

গুরুত্বপূর্ণ লিঙ্ক

অফিশিয়াল বিজ্ঞপ্তি :  Read Now
অনলাইন আবেদন :  Apply Now

চাকরির খবর : ইন্টেলিজেন্স ব্যুরো-তে ৬৭৭ টি শূন্যপদে MTS ও সিকিউরিটি এসিস্ট্যান্ট নিয়োগ, যোগ্যতা ন্যূনতম মাধ্যমিক পাশ।

মক টেস্ট : কোলকাতায় সুপ্রিমকোর্ট কবে প্রতিষ্ঠা হয়? – মোট ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর দেখুন।

WhatsApp Group (Join Now)
Join Now
Telegram Group (Join Now)
Join Now