ভারতীয় রেলে ১১০৪ টি শূন্যপদে প্রশিক্ষণ নেওয়ার সুযোগ, তাড়াতাড়ি করুন অনলাইন আবেদন।

WhatsApp Group (Join Now)
Join Now
Telegram Group (Join Now)
Join Now

NER Apprentice Recruitment 2023: সকল চাকরিপ্রার্থীদর জন্য সুখবর, ভারতীয় রেলের পক্ষ থেকে বিজ্ঞপ্তি প্রকাশ করে মোট ১১০৪ টি শূন্যপদে প্রশিক্ষণের সুযোগ করে দেওয়া হলো। যদি আপনি এই প্রশিক্ষণের জন্য নির্বাচিত হন, তবে ভবিষ্যতে রেলের যেকোনো চাকরির পরীক্ষায় অগ্রাধিকার পেয়ে থাকবেন। পশ্চিমবঙ্গের যেকোনো জেলা থেকে এই প্রশিক্ষণের জন্য আবেদন করতে পারবেন। নিচে আমরা দেখে নেব, এই প্রশিক্ষণ নিতে আপনাকে কি কি যোগ্যতার অধিকারী হতে হবে।

নিয়োগকারী সংস্থা NORTH EASTERN RAILWAY, GORAKHPUR
Advertisement no. NER/RRC/Act Apprentice/2022-23
অফিসিয়াল ওয়েবসাইট https://ner.indianrailways.gov.in/
মোট শূন্যপদ  ১১০৪ টি।
আবেদন শেষ ০২.০৮.২০২৩

প্রশিক্ষণের নাম

অ্যাপ্রেন্টিসশিপ (Apprenticeship)

শূন্যপদ: ১১০৪ টি।

প্রশিক্ষণ ট্রেডের নাম : Fitter, Welder, Carpenter, Painter, Electrician, Mechanic Diesel ইত্যাদি।

শিক্ষাগত যোগ্যতা : সরকার স্বীকৃত কোনো ইনস্টিটিউশন থেকে ন্যূনতম ৫০শতাংশ নম্বর নিয়ে মাধ্যমিক পাশ এবং সংশ্লিষ্ট ট্রেডে ITI পাশ করে থাকলে আবেদন করতে পারবেন।

বয়স সীমা : ০২.০৮.২০২৩ অনুসারে আবেদনকারীর বয়স সর্বনিম্ন ১৫ বছর ও সর্বোচ্চ ২৪ বছর হলে আবেদনযোগ্য। তবে সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন।

মাসিক স্টাইপেন্ড : Central Apprenticeship Council এর সুপারিশ অনুযায়ী রেলের প্রশিক্ষণ চলাকালীন প্রতিমাসে একটি নির্দিষ্ট হরে স্টাইপেন্ড দেওয়া হয়।

প্রশিক্ষণের সময়কাল: ১ বছর।

চাকরির খবর: AIIMS প্রকাশ করলো গ্রুপ C পদে বিপুল নিয়োগের বিজ্ঞপ্তি, মাধ্যমিক যোগ্যতা থেকে আবেদন শুরু।

আবেদন পদ্ধতি

উল্লেখ্য পদগুলিতে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। প্রার্থীদের প্রথমে https://ner.indianrailways.gov.in/ এ গিয়ে রেজিস্ট্রেশন সম্পূর্ণ করে ফর্মটি ফিলাপ করতে হবে। তারপর প্রয়োজনীয় ডকুমেন্টসগুলি আপলোড করতে হবে এবং সবশেষে আবেদন ফি জমা দিয়ে প্রিন্ট আউট বের করে নিতে হবে।

আবেদন ফি

আবেদনকারীদের আবেদন ফি হিসেবে ১০০ টাকা জমা করতে হবে, তবে SC/ST/EWS/Divyang (PwBD)/Women আবেদনকারীদের কোনো ফি জমা দিতে হবেনা।

গুরুত্বপূর্ণ লিঙ্ক

আবেদন লিংক :  Apply Now
অফিশিয়াল বিজ্ঞপ্তি :  Read Now

 

WhatsApp Group (Join Now)
Join Now
Telegram Group (Join Now)
Join Now

Leave a Comment