Food SI Practice: বিদ্যা হল গোপীর বউ, গোপী হল অখিলের ভাই, অখিল হল বিজয়ের কাকু, তাহলে বিজয়ের সঙ্গে বিদ্যার কি সম্পর্ক? 

WhatsApp Group (Join Now)
Join Now
Telegram Group (Join Now)
Join Now

জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর : ভারতীয় প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রার্থীদের জন্য, General Knowledge একটি গুরুত্বপূর্ণ বিষয় যার ঠিকঠাক প্রশিক্ষণ অত্যন্ত জরুরী। এটি বিশ্ব, জাতি এবং বর্তমান ঘটনা সম্পর্কে সামগ্রিক সচেতনতা বাড়ায়, যা পরীক্ষার্থীদের SSC MTS, Group D, State Police, Food SI এবং আরও অনেক কিছুর মতো পরীক্ষায় পারদর্শী হতে সক্ষম করে। General Knowledge এই পরীক্ষাগুলির একটি মূল উপাদান, যা একজন প্রার্থীর বিশ্লেষণাত্মক ক্ষমতা এবং আপ-টু-ডেট বোঝার ক্ষমতা প্রদর্শন করে। আজকের প্রতিবেদনে বিভিন্ন পরীক্ষায় আসা প্রশ্নগুলি থেকে বাছাই করে ১০ টি General Knowledge Questions & Answers নিয়ে এলাম সকল পরীক্ষার্থীদের জন্য।

জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর 

১) কেন্দ্রীয় তামাক গবেষণা কেন্দ্র কোথায় আছে?

ক. কার্নালে।

খ. রাজামুন্দ্রীতে।

গ. অমৃতসরে।

ঘ. এর্নাকুলামে।

View Answer

উঃ রাজামুন্দ্রীতে।

২) কিষাণ মহারাজ কোন ক্ষেত্রের সঙ্গে যুক্ত?

ক. কত্থক।

খ. তবলা।

গ. বাঁশি।

ঘ. সেতার।

View Answer

উঃ তবলা।

৩) পৃথিবীর দীর্ঘতম পর্বতমালা কোনটি?

ক. আন্দিজ।

খ. রকি।

গ. হিমালয়।

ঘ. আল্পস।

View Answer

উঃ আন্দিজ।

৪) ডাল হ্রদ কোন শহরে অবস্থিত?

ক. কুলগাম।

খ. শ্রীনগর।

গ. বারামুল্লা।

ঘ.

View Answer

উঃ শ্রীনগর

৫) কোন উৎসবে নৌকা দৌড় প্রতিযোগিতা হয়?

ক. পোঙ্গল।

খ. নববর্ষ।

গ. বিহু।

ঘ.

View Answer

উঃ

চাকরির খবর : ভারতীয় নৌসেনায় গ্রুপ C পদে কয়েকশো নিয়োগ, মাধ্যমিক পাশে করুন আবেদন।

৬) থাইল্যান্ডের মুদ্রার নাম কি?

ক. রুপি।

খ. রিয়েল।

গ. বাথ।

ঘ.

View Answer

উঃ বাথ

৭) বিধবা বিবাহ আইন পাশ হয় কবে?

ক. ১৮৫৬ সালে।

খ. ১৮৫৪ সালে।

গ. ১৮৫২ সালে।

ঘ. ১৮৫০ সালে।

View Answer

উঃ ১৮৫৬ সালে।

৮) BCG টিকা কোন রোগ নিরাময়ে ব্যবহার করা হয়?

ক. হাম।

খ. জন্ডিস।

গ. যক্ষ্মা।

ঘ.

View Answer

উঃ যক্ষ্মা।

৯) বিদ্যা হল গোপীর বউ, গোপী হল অখিলের ভাই, অখিল হল বিজয়ের কাকু, তাহলে বিজয়ের সঙ্গে বিদ্যার কি সম্পর্ক? 

ক. কন্যা।

খ. মা।

গ. কাকিমা।

ঘ. বোন।

View Answer

উঃ মা

১০) ফুটবল জগতে কাকে কালো হীরা বলা হয়?

ক. মারাদোনা।

খ. রবার্তো কার্লস।

গ. এমবাপে।

ঘ. পেলে।

View Answer

উঃ পেলে

এটিও পড়ুন : জেল পুলিশের কাজ কি, কত টাকা বেতন, প্রমোশন, ছুটি, গত বছরের Cut Off Marks কত ছিল – সব প্রশ্নের উত্তর জানুন।

আরেকটি মক টেস্ট : কোন প্রাণীর দুধে সবচেয়ে বেশি প্রোটিন থাকে? -General Knowledge MCQ

WhatsApp Group (Join Now)
Join Now
Telegram Group (Join Now)
Join Now

Leave a Comment