৪১৮২২ টি শূন্যপদ! MTS সহ বিভিন্ন পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি, মাধ্যমিক যোগ্যতায় আবেদন। MES Recruitment 2023

WhatsApp Group (Join Now)
Join Now
Telegram Group (Join Now)
Join Now

MES Recruitment 2023: The Military Engineering Services (MES) এর তরফে সম্প্রতি একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে, তাতে মোট ৪১,৮২২ টি শূন্যপদে MTS, Mate সহ আরও বিভিন্ন পদে নিয়োগের কথা জানানো হয়েছে। পশ্চিমবঙ্গের যেকোনো চাকরি পদপ্রার্থীরাই এই পদগুলিতে আবেদন জানানোর সুযোগ পাবেন। এই প্রতিবেদনের মাধ্যমে আমরা বিজ্ঞাপনে প্রকাশিত তথ্যগুলির মধ্যে থাকা গুরুত্বপূর্ণ বিষয়গুলির সম্পর্কে সহজভাবে জেনে নেব।

নিয়োগকারী সংস্থা The Military Engineering Services (MES)
Advertisement no.
অফিসিয়াল ওয়েবসাইট https://mes.gov.in
মোট শূন্যপদ  ৪১,৮২২ টি।
আবেদন শুরু July/Aug
আবেদন শেষ July/Aug

পদের নাম

Mate (২৭৯২০ টি), MTS (১১,৩১৬), Store Keeper (১০২৬ টি), Draughtsman (৯৪৪ টি), Supervisor Barrack & Store (৫৩৪ টি), Architect Cadre (Group A) (৪৪ টি), Barrack & Store Officer (১২০ টি)।

মোট শূন্যপদ : ৪১,৮২২ টি।

শিক্ষাগত যোগ্যতা : এই শূন্যপদগুলির ধরণ অনুযায়ী যোগ্যতা আলাদা আলাদা রকমের হবে। তবে, চাকরিপ্রার্থীকে সরকার স্বীকৃত কোনো প্রতিষ্ঠান থেকে মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও স্নাতক পাশ হতে হবে।

বয়স সীমা : উল্লেখ্য পদগুলিতে আবেদনের জন্য আবেদনকারীর বয়স ন্যূনতম ১৮ এবং সর্বাধিক ২৫ বছর হলে আবেদনযোগ্য। তবে, সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন।

মাসিক বেতন : এই বিভাগের অন্তর্গত চাকরিপ্রাপ্ত প্রার্থীদের, সপ্তম পে-কমিশনের সুপারিশ অনুসারে ৫৬,১০০ টাকা থেকে ১,৭৭,৫০০ টাকা বেতন দেওয়া হয়ে থাকে।

চাকরির খবর : রাজ্যের প্রাইমারি স্কুলে একাধিক শূন্যপদে শিক্ষক নিয়োগ।

সিলেবাস

বিষয় পূর্ণমান
জেনারেল নলেজ এবং ইংরেজি ২৫
জেনারেল ইন্টেলিজেন্স ২৫
অঙ্ক ২৫
স্পেশাল টপিক ৫০

নিয়োগ পদ্ধতি

  • লিখিত পরীক্ষা।
  • শারীরিক পরীক্ষা। (কিছু ক্ষেত্রে)
  • ডকুমেন্ট ভেরিফিকেশন।
  • মেডিক্যাল টেস্ট।

আবেদন পদ্ধতি 

যদিও এখনও আবেদন প্রক্রিয়া শুরু হয়নি, তবে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, উল্লেখ্য সবকটি পদে আবেদনের জন্য প্রার্থীদের SSC/UPSC/MES -এর অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন অপশনে ক্লিক করে অনলাইনে ফর্ম ফিলাপ করে আবেদন জানাতে হবে। আবেদন শেষে রেজিস্ট্রেশন ফর্মটির প্রিন্ট আউট বের করে নিজের কাছে রেখে দেবেন।

আরও পড়ুন : প্রতিবছর রাজ্য ও কেন্দ্রে থাকে প্রচুর শূন্যপদ, অথচ কম্পেটিশন নেই বললেই চলে! উচ্চমাধ্যমিক পাশ হলে করে নিন এই কোর্সটি।

WhatsApp Group (Join Now)
Join Now
Telegram Group (Join Now)
Join Now

Leave a Comment