Kolkata Police SI and Sergeant Recruitment 2023: প্রকাশিত হল কলকাতা পুলিশ Sub-Inspector/Sub-Inspectress and Sergeant নিয়োগের অফিসিয়াল বিজ্ঞপ্তি। আজ ২৫.০৮.২০২৩ তারিখে পশ্চিমবঙ্গ পুলিশের অফিসিয়াল ওয়েবসাইটে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়েছে ২৯.০৮.২০২৩ থেকে অনলাইনে পশ্চিমবঙ্গের সমস্ত যোগ্য চাকরিপ্রার্থীরা আবেদন জানাতে পারবে। আজকের প্রতিবেদনে জেনে নেব কারা, কোন যোগ্যতায়- কিভাবে এই আবেদন করবেন।
নিয়োগকারী সংস্থা | WEST BENGAL POLICE RECRUITMENT BOARD |
Advertisement no. | WBPRB/NOTICE – 2023/29 (SI_KP-23) |
অফিসিয়াল ওয়েবসাইট | https://wbpolice.gov.in/ |
মোট শূন্যপদ | ৩০৯ টি। |
আবেদন শুরু | ২৯.০৮.২০২৩ |
আবেদন শেষ | ১৮.০৯.২০২৩ |
পদের নাম
Sub-Inspector/Sub-Inspectress (Unarmed Branch) and Sergeant in Kolkata Police
মোট শূন্যপদ : ৩০৯ টি। নিচে বিস্তারিতভাবে শূন্যপদের বিবরণ তুলে ধরা হল, দেখুন –
শিক্ষাগত যোগ্যতা : আবেদনকারী চাকরিপ্রার্থীকে সরকার স্বীকৃত কোনো কলেজ থেকে যেকোনো শাখায় গ্রাজুয়েট হতে হবে। সেইসাথে প্রার্থীদের বাংলা বলতে, লিখতে ও পড়তে জানতে হবে। (তবে, দার্জিলিং ও কালিম্পঙ জেলার প্রার্থীদের ক্ষেত্রে এই নিয়ম লাগু নয়)
বয়স সীমা : উক্ত পদে আবেদন করতে, ০১.০১.২০২৩ অনুসারে আবেদনকারীর বয়স হতে হবে ন্যূনতম ২০ বছর এবং সর্বোচ্চ ২৭ বছরের মধ্যে, তবে সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন।
মাসিক বেতন : এই বিভাগের অন্তর্গত চাকরিপ্রাপ্ত প্রার্থীদের লেভেল- ১০ অনুসারে মাসিক বেতন হবে ৩২,১০০ টাকা থেকে ৮২,৯০০ টাকা পর্যন্ত।
চাকরির খবর : রাজ্য সরকারি সংস্থায় ডেটা এন্ট্রি অপারেটর পদে চাকরি, ইন্টারভিউতে পাশ হলেই হবে নিয়োগ।
নিয়োগ পদ্ধতি
মূলত পাঁচটি ধাপে প্রার্থীদের বাছাই করা হবে-
- লিখিত পরীক্ষা (২০০ নম্বর)
- PMT ও PET পরীক্ষা
- মেইন পরীক্ষা (২০০ নম্বর)
- ইন্টারভিউ (৩০ নম্বর)
- মেডিক্যাল পরীক্ষা
আবেদন প্রক্রিয়া
উক্ত পদগুলিতে আবেদনের জন্য প্রার্থীদের সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে আবেদন জানাতে হবে, এর জন্য প্রথমে www.wbpolice.gov.in অথবা https://prb.wb.gov.in অথবা kolkatapolice.gov.in ওয়েবসাইটে যেতে হবে, তারপর মেনুতে থাকা Recruitment/Apply Online অপশনে ক্লিক করে উল্লেখ্য বিজ্ঞপ্তি নম্বর দেখে আবেদন জানাতে হবে, আবেদন শেষে ফি জমা দেওয়ার পর আবেদনপত্রটির প্রিন্ট আউট অথবা পিডিএফ ফাইল ডাউলোড করে যত্ন করে রেখে দিতে হবে। চাকরিপ্রার্থীরা নিজের মোবাইল কিংবা কম্পিউটার দিয়েও আবেদন জানাতে পারবেন। তবে যেকোনো অনলাইন ক্যাফে কিংবা সহজ মিত্র কেন্দ্রে গিয়েও আবেদন জানানো যাবে।
আবেদন মূল্য
এই পদে আবেদনের জন্য মোট ২৭০ টাকা আবেদন মূল্য জমা দিতে হবে, তবে পশ্চিমবঙ্গের SC ও ST প্রার্থীদের শুধুমাত্র ২০ টাকা জমা করে হবে। সহজ মিত্র কেন্দ্রে আবেদনের ক্ষেত্রে ২৩ টাকা অতিরিক্ত চার্জ লাগবে, অর্থাৎ সংরক্ষিত শ্রেণীদের প্রার্থীদের ৪৩ টাকা এবং বাকিদের মোট ২৯৩ টাকা জমা দিতে হবে।
গুরুত্বপূর্ণ লিঙ্ক
আবেদন লিংক : | Apply Now |
অফিশিয়াল বিজ্ঞপ্তি- ১ : | Read Now |
অফিশিয়াল বিজ্ঞপ্তি- ২ : | Read Now |
আরেকটি চাকরি : Food SI চাকরির পরীক্ষার ধরণ, নিয়োগ পদ্ধতি, অনলাইন আবেদন সম্পর্কে সমস্ত তথ্য জেনে নিন।
পরীক্ষার প্রস্তুতি : Important GK : ফুড SI ও জেল পুলিশ পরীক্ষার General Knowledge প্রশ্ন ও উত্তর।