Kolkata Police Driver Recruitment 2023: কলকাতা পুলিশের অফিসিয়াল ওয়েবসাইটে একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, তাতে জানানো হয়েছে মোট ৪১২ টি শূন্যপদে ড্রাইভার নিয়োগ করা হবে। এই ড্রাইভারগুলিকে চুক্তির ভিত্তিতে নিয়োগ করা হবে, পশ্চিমবঙ্গের ইচ্ছুক চাকরিপ্রার্থীদের এই শূন্যপদগুলিতে আবেদন করার জন্য সবার প্রথমে আমাদের এই প্রতিবেদনটি খুঁটিয়ে পড়ে নিতে হবে। এই প্রতিবেদনে যোগ্যতা ও আবেদন পদ্ধতি সহ যাবতীয় গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হল।
নিয়োগকারী সংস্থা | Office of the Commissioner of Police, Kolkata |
Advertisement no. | TRP/Recruit/01/2023 |
অফিসিয়াল ওয়েবসাইট | www.kolkatapolice.gov.in |
মোট শূন্যপদ | ৪১২ টি। |
আবেদন শুরু | ৩০.০৯.২০২৩ |
আবেদন শেষ | ০৯.১০.২০২৩ |
পদের নাম
Police Driver
মোট শূন্যপদ : ৪১২ টি।
শিক্ষাগত যোগ্যতা : আবেদনকারী চাকরিপ্রার্থী সরকার স্বীকৃত কোনো বিদ্যালয় থেকে ন্যূনতম অষ্টম শ্রেণী পাশ করে থাকলে আবেদন জানাতে পারবেন।
অন্যান্য যোগ্যতা : কোনো সংস্থায় ন্যূনতম ৩ বছরের গাড়ি চালানোর অভিজ্ঞতা থাকলে ও সঠিক ড্রাইভিং লাইসেন্স থেকে থাকলে আবেদনযোগ্য।
বয়স সীমা : উল্লেখ্য পদে আবেদন করতে হলে, ০১.০৯.২০২৩ অনুসারে প্রার্থীর সর্বনিম্ন বয়স হতে হবে ২১ বছর সর্বোচ্চ বয়স ৪০ বছরের মধ্যে।
মাসিক পারিশ্রমিক : প্রতিমাসে প্রার্থীদের ১৩,৫০০ টাকা করে স্থায়ী বেতন দেওয়া হবে।
চাকরির মেয়াদকাল : আপাতত ১ বছরের চুক্তির ভিত্তিতে নিযুক্ত করা হলেও, কাজে দক্ষতা থাকলে পরবর্তীতে তা বাড়িয়ে দেওয়া হবে।
চাকরির খবর : কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন নন-টিচিং স্টাফ নিয়োগ, আবেদন চলবে ১৪ ই অক্টোবর পর্যন্ত।
প্রার্থী বাছাই পদ্ধতি
প্রার্থীদের মূলত ৫ টি ধাপে বাছাই করা হবে, সেগুলি হল-
- ড্রাইভিং টেস্ট
- ইন্টারভিউ
- মেডিক্যাল টেস্ট
- ক্যারেক্টার ভেরিফিকেশন
- এগ্রিমেন্ট/কনট্র্যাক্ট
আবেদনের পদ্ধতি
আবেদনে ইচ্ছুক প্রার্থীদের উপরিউক্ত সবকয়টি পদে আবেদনের জন্য সম্পূর্ণ অফলাইন পদ্ধতি গ্রহণ করতে হবে। এর জন্য প্রথমে, “www.kolkatapolice.gov.in” -এই ওয়েবসাইটে গিয়ে অথবা নীচে দেওয়া লিঙ্কে ক্লিক করে বিজ্ঞপ্তির সাথে থাকা ফর্মটির প্রিন্ট আউট করে নিতে হবে। তারপর সেটি নির্ভুলভাবে ফিলাপ করে নিয়ে যাবতীয় ডকুমেন্টস ও ছবি সেলফ এটেস্টেড করে, সেগুলিকে একটি মুখবন্ধ খামে ভরে নিতে হবে। খামের ওপরে লিখতে হবে- “APPLICATION FOR THE POST OF POLICE DRIVER (CONTRACTUAL)/DRIVER (CONTRACTUAL)”, 2023. তারপর নীচে উল্লিখিত ঠিকানায় গিয়ে সেটিকে নিজে হাতে ড্রপ বক্সে ফেলে আসতে হবে বাকি অন্য কোনো মাধ্যমে জমা দেওয়া যাবেনা।
**মনে রাখবেন, এই আবেদনপত্রটি অফিস টাইমে গিয়ে ড্রপ বক্সে ফেলে দিয়ে আসতে হবে ০৯.১০.২০২৩ বিকাল ৫ টার মধ্যে।
আবেদনের ঠিকানা
“Police Training School, 247, A. J. C. Bose Road, Kolkata, 700 027”
আরেকটি চাকরির খবর : কোলকাতার জাহাজ তৈরির কোম্পানিতে শিক্ষানবিশ নিয়োগ, ITI ছাড়াও করা যাবে আবেদন।
গুরুত্বপূর্ণ লিঙ্ক
অফিশিয়াল বিজ্ঞপ্তি : | Read Now |
অফিশিয়াল ওয়েবসাইট : | Visit Now |