Kolkata Municipal Corporation Recruitment 2023: আজকের প্রতিবেদনে আলোচনা করা হবে, কলকাতা মিউনিসিপাল কর্পোরেশনের দ্বারা সম্প্রতি প্রকাশিত একটি বিজ্ঞপ্তির ব্যাপারে, যেখানে চুক্তির ভিত্তিতে মোট ১৭ টি শূন্যপদে একাউন্টেন্ট নিয়োগ করা হবে বলে জানানো হয়েছে। আপনি যদি পশ্চিমবঙ্গের একজন চাকরিপ্রার্থী হয়ে থাকেন, তবে উক্ত শূন্যপদগুলিতে যোগ্যতার নিরিখে আবেদন করতে পারেন। নীচে, বিজ্ঞপ্তিতে প্রকাশিত সকল তথ্যের মূল সারাংশটি সহজ ভাষায় আলোচনা করা হল।
নিয়োগকারী সংস্থা | Kolkata Municipal Corporation |
Advertisement no. | 06-/Kolkata City NUHM Society/2023-24 |
অফিসিয়াল ওয়েবসাইট | https://www.kmcgov.in/ |
মোট শূন্যপদ | ১৭ টি। |
আবেদন শুরু | ০১.০৯.২০২৩ |
আবেদন শেষ | ০৯.০৯.২০২৩ |
পদের নাম
Accountant -I
মোট শূন্যপদ : ১৭ টি।
শিক্ষাগত যোগ্যতা : আবেদনকারী চাকরিপ্রার্থী সরকার স্বীকৃত কোনো কোনো ইনস্টিটিউট থেকে কমার্স শাখায় স্নাতক উত্তীর্ন হলে আবেদনযোগ্য। সেইসাথে কম্পিউটার এপ্লিকেশনে ডিপ্লোমা বা সার্টিফিকেট কোর্স করা এবং MS Word, MS Excel, and MS PowerPoint, Internet usage, and Tally Software -এ কাজ করতে জানলে যোগ্য হিসেবে গণ্য হবেন।
অন্যান্য যোগ্যতা : কোনো সরকারি প্রতিষ্ঠানে ন্যূনতম ১ বছর অথবা বেসরকারি সংস্থায় ন্যূনতম ২ বছরের উক্ত বিষয়ে কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়স সীমা : উল্লেখ্য পদে আবেদন করতে, ০১.০১.২০২৩ অনুসারে আবেদনকারীর বয়স হতে হবে সর্বোচ্চ ৪০ বছর। তবে সংরক্ষিত শ্রেণীর আবেদনকারীগণ সরকারি নিয়মানুযায়ী বয়সের ছাড় পাবেন।
মাসিক বেতন : এই বিভাগের অন্তর্গত চাকরিপ্রাপ্ত প্রার্থীদের মাসে ২৬,০০০ টাকা বেতন দেওয়া হবে।
নিয়োগ পদ্ধতি
- মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও গ্রাজুয়েশনে পাওয়া নম্বর
- কম্পিউটার টেস্ট
- ইন্টারভিউ
চাকরির খবর : পশ্চিমবঙ্গ পুলিশে একাধিক শূন্যপদে ডেটা এন্ট্রি অপারেটর নিয়োগ, এক্ষুনি করে ফেলুন আবেদন।
আবেদন পদ্ধতি
উপরের উল্লেখিত শূন্যপদে আবেদন করতে প্রার্থীদের অফলাইন আবেদন পদ্ধতি অবলম্বন করতে হবে। এর জন্য-
- সর্বপ্রথম, বিজ্ঞপ্তির শেষের পাতায় থাকা ফর্মটির একটি প্রিন্ট আউট বের করে নিতে হবে। তারপর,
- সেটিকে নির্ভুলভাবে ফিলাপ করতে হবে।
- যাবতীয় ডকুমেন্টস (বিজ্ঞপ্তির ৩ নং পাতায় দেখুন) ও সাম্প্রতিক কালের এক কপি ছবি, সেল্ফ এটেস্টেড করে নিতে হবে।
- তারপর একটি সাদা খামের ওপরে লিখতে হবে, “Chief Municipal Health Officer/Secretary, Kolkata City NUHM Society”
- সবশেষে, খামের মুখবন্ধ করে নীচে উল্লেখিত ঠিকানায় পাঠাতে হবে এবং সেখানে অবস্থিত ২৫৪ নং ঘরের সম্মুখে থাকা ড্রপ বক্সে চিঠিটি ফেলতে হবে।
আবেদনের ঠিকানা
CMO Building, 5, S.N. Banerjee Road, Kolkata – 700013
আবেদন জমা দেওয়ার সময়ীমা
আলোচ্য পদে আবেদন শুরু হবে আগামী ০১.০৯.২০২৩ তারিখে এবং শেষ হবে ০৯.০৯.২০২৩ তারিখে। ইচ্ছুক প্রার্থীদের এই সকল দিনগুলিতে সোমবার থেকে শুক্রবার 11:30 a.m. থেকে 4:00 p.m. এর মধ্যে এবং শনিবার 11:30 a.m. থেকে 2:00 p.m. এর মধ্যে আবেদন জমা দিতে হবে।
গুরুত্বপূর্ণ লিঙ্ক
অফিশিয়াল ওয়েবসাইট : | Read Now |
আবেদনের বিজ্ঞপ্তি ও ফর্ম : | Click Here |
আরেকটি চাকরি : ভারতীয় কোস্ট গার্ডে একাধিক Group C কর্মী নিয়োগের আবেদন শুরু, যোগ্যতা মাধ্যমিক পাশ।
মক টেস্ট : বলুন তো, কে প্রথম ভারতীয় যিনি অলিম্পিকে একটি মেডেল জেতেন?