জুট কর্পোরেশন অফ ইন্ডিয়া এর পক্ষ থেকে সম্প্রতি একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে একাধিক শূন্যপদে নিয়োগের কথা জানানো হয়েছে। রাজ্যের যেকোনো জেলা থেকে সকল যোগ্য চাকরি প্রার্থীরাই পদগুলিতে আবেদনযোগ্য। আজকের এই প্রতিবেদনে নিয়োগ সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্যগুলি সহজভাবে নিচে প্রকাশ করা হলো।
নিয়োগকারী সংস্থা | The Jute Corporation of India Limited |
Advertisement no. | 02/2023 |
অফিসিয়াল ওয়েবসাইট | https://www.jutecorp.in/ |
মোট শূন্যপদ | ১৫ টি। |
আবেদন শুরু | ২৩.০৬.২০২৩ |
আবেদন শেষ | ২১.০৭.২০২৩ |
পদের নাম
“কাঁচা পাট সংগ্রহ এবং গ্রেডিং” এর প্রশিক্ষণ।
শূন্যপদ : ১৫ টি।
শিক্ষাগত যোগ্যতা : আবেদনকারীকে সরকার স্বীকৃত কোনো প্রতিষ্ঠান থেকে যেকোনো শাখায় উচ্চমাধ্যমিক পাশ হতে হবে।
বয়স সীমা : ০১.০৫.২০২৩ অনুসারে আবেদনকারীর বয়স ন্যূনতম ১৮ এবং সর্বাধিক ২১ বছর হলে আবেদনযোগ্য। সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন।
মাসিক বেতন : প্রশিক্ষণপ্রাপ্ত প্রার্থীদের ৭০০০ টাকা মাসিক স্টাইপেন্ড দেওয়া হবে।
নিয়োগের সময়সীমা : এই পদে ১২ মাসের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ করা হবে। তবে পরবর্তীকালে “রোজগার মেলাতে” চাকরি পাওয়ার জন্য অগ্রগণ্য হবেন।
অন্যান্য চাকরি : রাজ্যে ৯৪৯ টি শূন্যপদে ফসল বীমা অ্যাসিস্ট্যান্ট নিয়োগ, অনলাইন আবেদনের শেষ তারিখ ১৫.০৭.২০২৩
আবেদন পদ্ধতি
উল্লেখ্য পদে আবেদনের জন্য প্রার্থীদের অফিশিয়াল ওয়েবসাইট https://www.apprenticeshipindia.gov.in/ এ গিয়ে “Apprenticeship Opportunities” অপশনে ক্লিক করে অনালাইনে ফর্ম ফিলাপ করে আবেদন জানাতে হবে (তবে প্রার্থীরা নীচের দেওয়া Apply Now লিংকে ক্লিক করেও সরাসরি আবেদন করতে পারেন)। আবেদন শেষে রেজিস্ট্রেশন ফর্মটির প্রিন্ট আউট বের করে নীচের ঠিকানায় পাঠাতে হবে।
আবেদনের ঠিকানা
SENIOR MANAGER (HR)
THE JUTE CORPORATION OF INDIA LIMITED,
15N, NELLIE SENGUPTA SARANI, KOLKATA- 700087
আবেদন ফি
শূন্য।
আবেদন লিংক : | Apply Now |
অফিশিয়াল বিজ্ঞপ্তি : | Read Now |
এটিও পড়ুন : Chandrayaan- 3 মিশনে কত খরচ, চাঁদে ঠিক কি খুঁজতে এই মিশন পাঠানো হচ্ছে: ২ মিনিটে জেনে নিন সব তথ্য।