যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ফর্ম ফিলাপ চলছে, জাতীয় শিক্ষানীতির ফলে কি কি বদল হলো ভর্তি প্রক্রিয়ায়, জেনে নিন।

WhatsApp Group (Join Now)
Join Now
Telegram Group (Join Now)
Join Now

Jadavpur University Admission 2023-24: ইতিমধ্যেই যাদবপুর ইউনিভার্সিটিতে ভর্তির আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে, আগামী ২৩ শে জুন পর্যন্ত চলবে অনলাইনে আবেদন। যেহেতু কলেজ শিক্ষায় জাতীয় শিক্ষানীতি এ রাজ্যেও লাগু করা হয়েছে, তাই এবারের ভর্তিপ্রক্রিয়ায় চিরাচরিত কিছু নিয়মাবলী বাদ পড়তে চলেছে। সেজন্য এবছর ছাত্রছাত্রীদের ভালোভাবে জেনে বুঝে ভর্তির জন্য আবেদন করাটা খুবই গুরুত্বপূর্ণ। তাই আপনাদের সুবিধার্থে ভর্তিপ্রক্রিয়া নিয়ে সমস্ত গুরুত্বপূর্ণ দিকগুলির একটি নির্যাস আজকের এই প্রতিবেদনে উল্লেখ করা হল।

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২৪ একাডেমিক সেশনে জাতীয় শিক্ষানীতির নিয়ম মাফিক ৪ বছরের স্নাতক কোর্সে ভর্তি নেওয়া হচ্ছে, তবে শিক্ষার্থীরা মাঝপথে ১ম কিংবা ২য় বছরে exit নিতে পারবেনা। কিন্তু তিন বছরে exit নেওয়ার বিষয়টি এখনও বিশ্ববিদ্যালয়ের তরফে এখনও খোলসা করা হয়নি।

আর্টস বিভাগের ভর্তি প্রক্রিয়া

প্রথমে আলোচনা করছি, কলা বিভাগে (আর্টস) ভর্তির জন্য প্রয়োজনীয় তথ্যগুলি নিয়ে।

যেসব বিষয়ে ভর্তির জন্য আবেদন করা যাবে সেগুলি হল – Bengali, Comparative Literature, Economics, English, History, Philosophy, Political Science ও Sanskrit, Sociology.

শিক্ষাগত যোগ্যতা

উপরিউক্ত প্রতিটি বিষয় নিয়ে পড়তে গেলে শিক্ষাগত যোগ্যতা হিসেবে উচ্চমাধ্যমিকের ৪ টি* বিষয়ের গড় নম্বরের শতাংশ সহ, সংশ্লিষ্ট বিষয়ের প্রাপ্ত নম্বরের শতাংশের ভিত্তিতে আবেদন করতে পারবেন। (অফিশিয়াল নোটিশের ২ নং পাতায় বিস্তারিত দেওয়া আছে)

প্রার্থী সিলেকশন প্রক্রিয়া

আবেদন জানানোর পর প্রার্থীদের প্রবেশিকা পরীক্ষায় (Entrance Exam) এ বসতে হবে, তারপর মেরিটের ভিত্তিতে শিক্ষার্থীদের ভর্তির সুযোগ দেওয়া হবে।

আবেদন ফি

শিক্ষার্থীদের কোনোরকম আবেদন ফি জমা দিতে হবেনা, তবে প্রবেশিকা পরীক্ষার ফি বাবদ জেনারেল প্রার্থীদের ২০০ টাকা এবং তপশিলি ও PWD প্রার্থীদের ১০০ টাকা জমা করতে হবে।

বিজ্ঞান বিভাগের ভর্তি প্রক্রিয়া

যেসব বিষয়ে ভর্তির আবেদন জানাতে পারবেন- Physics, Chemistry, Geological Science, Mathematics ও Geography.

শিক্ষাগত যোগ্যতা

উচ্চমাধ্যমিকে পাওয়া বিষয়ভিত্তিক নম্বরের শতাংশের ভিত্তিতে আবেদন করা যাবে। (অফিশিয়াল নোটিশের ২ নং পাতায় বিস্তারিত দেওয়া আছে)

প্রার্থী সিলেকশন প্রক্রিয়া

আবেদন জানানোর পর প্রার্থীদের প্রবেশিকা পরীক্ষায় (Entrance Exam) এ বসতে হবে, তারপর মেরিটের ভিত্তিতে শিক্ষার্থীদের ভর্তির সুযোগ দেওয়া হবে।
*Geological Science এ ভর্তির জন্য আবেদন করে থাকলে প্রবেশিকা পরীক্ষায় বসতে হবেনা।

আবেদন ফি

শিক্ষার্থীদের কোনোরকম আবেদন ফি জমা দিতে হবেনা, তবে প্রবেশিকা পরীক্ষার ফি বাবদ জেনারেল প্রার্থীদের ৪০০ টাকা এবং তপশিলি ও PWD প্রার্থীদের ২০০ টাকা জমা করতে হবে।
*Geological Science এর জন্য আবেদন করা শিক্ষার্থীদের কোনোরকম ফি জমা করতে হবেনা।

গুরুত্বপূর্ণ তারিখ

আবেদন শেষ ২৩.০৬.২০২৩
আবেদন ফি জমার শেষ তারিখ ২৫.০৬.২০২৩
প্রবেশিকা পরীক্ষা নীচে দেওয়া বিজ্ঞপ্তি দেখুন।
মেরিট প্রকাশ (আর্টস) ২৮.০৭.২০২৩ (সম্ভাব্য)
মেরিট প্রকাশ (সাইন্স) ২০.০৭.২০২৩ (সম্ভাব্য)

গুরুত্বপূর্ণ লিঙ্ক

আর্টস বিভাগ Apply Now
সাইন্স বিভাগ Apply Now

অফিসিয়াল বিজ্ঞপ্তি

Eligibility & Selection Process (Arts) Read Now
Important Dates (Arts) Read Now
Eligibility & Selection Process (B.sc) Read Now & Read Now
Important Dates (B.sc) Read Now
WhatsApp Group (Join Now)
Join Now
Telegram Group (Join Now)
Join Now

Leave a Comment