মাধ্যমিক যোগ্যতায় ইসরোতে চাকরির সুযোগ, অনলাইনে শুরু হল আবেদন গ্রহণ।

WhatsApp Group (Join Now)
Join Now
Telegram Group (Join Now)
Join Now

ISRO SAC Technician Recruitment 2023: ইসরোতে চাকরির সুযোগ! ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশনের তরফে বিজ্ঞপ্তি প্রকাশ করে ৩৫ টি শূন্যপদে নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে, বিজ্ঞপ্তিতে স্পষ্ট বলা হয়েছে প্রথম অবস্থায় অস্থায়ী নিয়োগ করা হলেও, পরবর্তীতে স্থায়ী চাকরির সম্ভাবনা রয়েছে। বিভিন্ন টেকনিক্যাল পদে এই নিয়োগের জন্য কিভাবে, কোন যোগ্যতায় নিয়োগ করা হবে, সেই বিষয়ে নিচে বিস্তারিত আলোচনা করা হল-

নিয়োগকারী সংস্থা Indian Space Research Organization (ISRO), Space Application Centre (SAC)
Advertisement no. SAC:03:2023
অফিসিয়াল ওয়েবসাইট isro.gov.in
মোট শূন্যপদ  ৩৫ টি।
আবেদন শুরু ০১.০৮.২০২৩
আবেদন শেষ ২১.০৮.২০২৩

পদের নাম

TECHNICIAN ‘B’ (Fitter, Machinist, Electronics, Information Technology, ICTSM/ITESM, Electrician, Chemical, Turner, Refrigeration and Air Conditioning) & DRAUGHTSMAN ‘B’ (Mechanical)

মোট শূন্যপদ : ৩৫ টি।

শিক্ষাগত যোগ্যতা : আবেদনকারী চাকরিপ্রার্থীকে সরকার স্বীকৃত কোনো বিদ্যালয় থেকে মাধ্যমিক পাশ, সেইসাথে স্বীকৃত কোনো ইনস্টিটিউট থেকে সংশ্লিষ্ট ট্রেডে ITI উত্তীর্ণ হয়ে থাকলে আবেদনযোগ্য।

বয়স সীমা : উক্ত পদে আবেদন করতে, ২১.০৮.২০২৩ অনুসারে আবেদনকারীর বয়স হতে হবে ন্যূনতম ১৮ বছর এবং সর্বোচ্চ ৩৫ বছরের মধ্যে, তবে সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন।

মাসিক বেতন : এই বিভাগের অন্তর্গত চাকরিপ্রাপ্ত প্রার্থীদের লেভেল- ৩ অনুসারে বেতন হবে, ২১,৭০০ টাকা থেকে ৬৯,১০০ টাকা পর্যন্ত।

চাকরির খবর : এয়ার ইন্ডিয়াতে শতাধিক গ্রুপ D কর্মী নিয়োগ, মাধ্যমিক যোগ্যতায় আবেদন করুন। 

নিয়োগ পদ্ধতি

  1. প্রিলিমিনারি পরীক্ষা
  2. স্কিল টেস্ট
  3. মেডিক্যাল টেস্ট

আবেদন পদ্ধতি

ইচ্ছুক আবেদনকারীদের অফিসিয়াল ওয়েবসাইট- https://www.sac.gov.in অথবা https://careers.sac.gov.in/ তে গিয়ে রেজিস্ট্রেশনের পর, অনলাইন ফর্ম ফিলাপের মাধ্যমে আবেদন জানাতে হবে (ইচ্ছুক প্রার্থীরা নিচে দেওয়া লিংকে ক্লিক করেও, সরাসরি আবেদন জানাতে পারবেন)। ফর্ম ফিলাপের পর আবেদন ফি জমা করে, ফর্মটির প্রিন্ট আউট বের করে নিজের কাছে যত্ন সহকারে রেখে দিতে হবে।

আবেদন মূল্য

বিজ্ঞপ্তিতে প্রকাশিত সমস্ত শূন্যপদে আবেদনের জন্য, সমস্ত প্রার্থীদের মোট ৫০০ টাকা জমা করতে হবে, তবে SC/ ST/PwBD/Female/ESM প্রার্থীদের লিখিত পরীক্ষা দেওয়ার পর, সম্পূর্ণ টাকা এবং বাকিদের ৪০০ টাকা আবেদন মূল্য ফেরত দেওয়া হবে।

গুরুত্বপূর্ণ লিঙ্ক

আবেদন লিংক  Apply Now
অফিশিয়াল বিজ্ঞপ্তি :  Read Now

আরও খবর : রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলিতে ৩০৪৯ টি শূন্যপদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ।

WhatsApp Group (Join Now)
Join Now
Telegram Group (Join Now)
Join Now

Leave a Comment