IRB GD Constable Recruitment 2023: কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে জানানো হল সুখবর! IRB GD (ইন্ডিয়ান রিজার্ভ ব্যাটেলিয়ন, জেনারেল ডিউটি) শূন্যপদে ১৭০০০+ নিয়োগ হতে চলেছে। কিছুদিনের মধ্যেই অফিসিয়াল নোটিশ জারি করা হবে SSC এর ওয়েবসাইটে। আজকের এই প্রতিবেদনে বিস্তারিত জেনে নেব- IRB কি, এর যোগ্যতা কি এবং কিভাবে নিয়োগ করা হবে।
পদের নাম
IRB Constable GD
IRB কি?
IRB অর্থাৎ ইন্ডিয়ান রিজার্ভ ব্যাটেলিয়ন, এটি কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের অধিনস্থ একটি বাহিনী। IRB দের কিছু বিশেষ রাজ্যে রিজার্ভ করে রাখা হয় এবং আপৎকালীন পরিস্থিতে তাদের ব্যবহার করা হয়। মূলতঃ মহারাষ্ট্র, জম্মু এবং কাশ্মীর, ঝাড়খন্ড, ওড়িশা ও ছত্তিশগড় রাজ্যে এদের মোতায়েন করা হয়।
মোট শূন্যপদ : ১৭০০০+ (বাড়ানো হতে পারে)
রাজ্য | শূন্যপদ |
মহারাষ্ট্র | ২০০০ টি |
জম্মু এবং কাশ্মীর | ৫০০০ টি |
ঝাড়খন্ড | ৩০০০ টি |
ওড়িশা | ৩০০০ টি |
ছত্তিশগড় | ৪০০০ টি |
**বিশেষ দ্রষ্টব্যঃ উপরে দেওয়া রাজ্যগুলিতে এতগুলি শূন্যপদ আছে। জেনে রাখো, প্রার্থীরা তাদের নিজেদের রাজ্য থেকেই পরীক্ষা দেওয়ার সুযোগ পাবে এবং সম্পূর্ণ ভারতের সকল রাজ্যের চাকরিপ্রার্থীরাই আবেদন করতে পারবে অর্থাৎ পশ্চিমবঙ্গের চাকরিপ্রার্থীরাও আবেদনযোগ্য এবং পরীক্ষাও এরাজ্য থেকেই দিতে পারবে তোমরা।
শিক্ষাগত যোগ্যতা : সরকার স্বীকৃত কোনো ইনস্টিটিউশন থেকে মাধ্যমিক পাশ হয়ে থাকলে আবেদন করতে পারবেন।
বয়স সীমা : ০১.০১.২০২৩ অনুসারে আবেদনকারীর বয়স সর্বনিম্ন ১৮ ও সর্বোচ্চ ২৫ বছর হলে আবেদনযোগ্য। সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন।
আরও চাকরির খবর : মাধ্যমিক পাশে স্টাফ সিলেকশন কমিশনে MTS ও Havaldar পদে নিয়োগ চলছে।
নিয়োগ পদ্ধতি
⇒ PMT & PET
⇒ লিখিত পরীক্ষা
⇒ মেডিক্যাল পরীক্ষা
শারীরিক ক্ষমতা
দৌড় | সময় | লিঙ্গ |
৫ কিমি | ২৪ মিনিট | ছেলে |
১.৬ কিমি | ৮.৩০ মিনিট | মেয়ে |
শারীরিক যোগ্যতা
উচ্চতা | ১৭০ সেমি (ছেলে) | ১৫৭ সেমি (মেয়ে) |
বুকের ছাতি | ৮০ – ৮৫ সেমি (ছেলে) | নিষ্প্রয়োজন (মেয়ে) |
ওজন | উচ্চতা এবং বয়স অনুসারে (ছেলে) | উচ্চতা এবং বয়স অনুসারে (মেয়ে) |
পরীক্ষার সিলেবাস
বিষয় | নম্বর |
জেনারেল নলেজ | ২৫ |
রিজনিং | ২৫ |
অঙ্ক | ২৫ |
হিন্দি/ইংরেজি ব্যাকরণ | ২৫ |
**জেনে রাখো : ২ ঘন্টা সময়ের মধ্যে ১০০ নম্বরের পরীক্ষা নেওয়া হবে, প্রত্যেক সঠিক উত্তরের জন্য ১ নম্বর দেওয়া হবে এবং কোনো নেগেটিভ নম্বর নেই।
আশা করা যাচ্ছে, আগামী ৬ মাসের মধ্যে সমস্ত পরীক্ষা প্রক্রিয়া শেষ করা হবে, কারণ সামনের বছর রয়েছে লোকসভা ভোট, তাই তার আগেই এই নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার সম্ভাবনা প্রখর। তাই ইচ্ছুক প্রার্থীরা, আর দেরি না করে প্রস্তুতি শুরু করে দাও, আর গুরুত্বপূর্ণ আপডেটগুলি সবার আগে পেতে আমাদের WhatsApp এবং টেলিগ্রাম গ্রুপে যুক্ত থাকো।