ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাংকে কর্মী নিয়োগ, মাসিক বেতন ৩০ হাজার টাকা। IPPB Recruitment 2023

WhatsApp Group (Join Now)
Join Now
Telegram Group (Join Now)
Join Now

IPPB Recruitment 2023: India Post Payment Bank (IPPB) এর তরফে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে, এতে মোট ১৩২ টি শূন্যপদে Executive নিয়োগের কথা জানানো হয়েছে। পশ্চিমবঙ্গের যেকোনো চাকরিপ্রার্থী এই পদগুলিতে আবেদন জানাতে পারবেন। এই প্রতিবেদনের মাধ্যমে আমরা জেনে নেব, উল্লেখ্য শূন্যপদগুলির সম্বন্ধে সকল তথ্য।

নিয়োগকারী সংস্থা India Post Payments Bank Limited (IPPB)
Advertisement no. IPPB/CO/HR/RECT./2023-24/03
অফিসিয়াল ওয়েবসাইট ippbonline.com
মোট শূন্যপদ  ১৩২ টি।
আবেদন শুরু ২৬.০৭.২০২৩
আবেদন শেষ ১৬.০৮.২০২৩

পদের নাম

 Executive

মোট শূন্যপদ : ১৩২ টি। (UR – ৫৬ টি, EWS- ১৩ টি, SC – ১৯ টি, ST- ০৯ টি, OBC- ৩৫ টি)

শিক্ষাগত যোগ্যতা : চাকরিপ্রার্থীকে সরকার স্বীকৃত কোনো প্রতিষ্ঠান থেকে, যেকোনো শাখায় স্নাতক পাশ হতে হবে।

বয়স সীমা : ০১.০৬.২০২৩ অনুসারে আবেদনকারীর বয়স ন্যূনতম ২১ এবং সর্বাধিক ৩৫ বছর হলে আবেদনযোগ্য। তবে, সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন।

মাসিক বেতন : এই বিভাগের অন্তর্গত চাকরিপ্রাপ্ত প্রার্থীদের ৩০,০০০ টাকা বেতন দেওয়া হবে।

নিয়োগ পদ্ধতি

  1. অনলাইন টেস্ট অথবা,
  2. গ্রুপ ডিসকাশন অথবা,
  3. ইন্টারভিউ

চাকরির সময়কাল

চাকরিপ্রার্থীদের প্রথমাবস্থায় ১ বছরের জন্য চুক্তির ভিত্তিতে নিয়োগ করা হবে, তবে পরবর্তীকালে চাকরির মেয়াদ বাড়ানোও হতে পারে।

চাকরির খবর : ৪১৮২২ টি শূন্যপদ! MTS সহ বিভিন্ন পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি, মাধ্যমিক যোগ্যতায় আবেদন।

আবেদন পদ্ধতি

উল্লেখ্য পদে আবেদনের জন্য প্রার্থীদের অফিশিয়াল ওয়েবসাইট ippbonline.com -এ গিয়ে Recruitments অপশনে ক্লিক করে অনলাইনে ফর্ম ফিলাপ করে আবেদন জানাতে হবে। প্রার্থীরা চাইলে নিচে দেওয়া Apply Now লিংকে ক্লিক করেও সরাসরি আবেদন করতে পারেন। আবেদন শেষে ফি জমা করার পর, রেজিস্ট্রেশন ফর্মটির প্রিন্ট আউট বের করে নিজের কাছে রেখে দেবেন।

আবেদন মূল্য

বিজ্ঞপ্তিতে প্রকাশিত সমস্ত শূন্যপদে আবেদনের জন্য, Gen/ OBC/ EWS প্রার্থীদের মোট ৩০০ টাকা জমা করতে হবে, আর SC/ST/PWD প্রার্থীদের ১০০ টাকা আবেদন মূল্য জমা দিতে হবে।

গুরুত্বপূর্ণ লিঙ্ক

আবেদন লিংক  Apply Now
অফিশিয়াল বিজ্ঞপ্তি :  Read Now

Mock Test : জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর । General Knowledge Bengali 2023 : পর্ব – ১৩

WhatsApp Group (Join Now)
Join Now
Telegram Group (Join Now)
Join Now

Leave a Comment