ভারতীয় নৌসেনায় গ্রুপ C পদে কয়েকশো নিয়োগ, মাধ্যমিক পাশে করুন আবেদন। -Indian Navy Tradesman Recruitment

WhatsApp Group (Join Now)
Join Now
Telegram Group (Join Now)
Join Now

Indian Navy Tradesman Recruitment 2023: ভারতীয় নৌসেনার Andaman Nicobar Command এর তরফে সম্প্রতি একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, এতে মোট ৩৬২ টি শূন্যপদে গ্রুপ C বিভাগে নিয়োগ করা হবে। যেকোনো ভারতীয়, তথা পশ্চিমবঙ্গের যোগ্য চাকরিপ্রার্থীও এই সমস্ত শূন্যপদে আবেদন করতে পারবে। আগামী ২৬.০৮.২০২৩ থেকে শুরু হবে অনলাইন আবেদন, তাই সমস্ত ইচ্ছুক চাকরিপ্রার্থীদের জন্য আমাদের আজকের এই প্রতিবেদন অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে।

নিয়োগকারী সংস্থা Headquarters, Andaman Nicobar Command
Advertisement no.
অফিসিয়াল ওয়েবসাইট joinindiannavy.gov.in
মোট শূন্যপদ  ৩৬২ টি।
আবেদন শুরু ২৬.০৮.২০২৩
আবেদন শেষ ২৫.০৯.২০২৩

পদের নাম

Tradesman Mate (Group ‘C’, Non-Gazetted)

মোট শূন্যপদ : ৩৬২ টি।

শিক্ষাগত যোগ্যতা : আবেদনকারী চাকরিপ্রার্থী সরকার স্বীকৃত কোনো বিদ্যালয় থেকে মাধ্যমিক পাশ করে থাকলে আবেদনযোগ্য। সেইসাথে, নীচে উল্লেখিত যেকোনো বিভাগে ITI কোর্স করা থাকলে যোগ্য হিসেবে গণ্য হবেন।

যেসমস্ত বিভাগে ITI কোর্স করে থাকলে করা যাবে আবেদন –

Indian Navy ITI eligibled Courses for tradesman post 1

Indian Navy ITI eligibled Courses for tradesman post 2

বয়স সীমা : উল্লেখ্য পদে আবেদন করতে, ২৫.০৯.২০২৩ অনুসারে আবেদনকারীর বয়স হতে হবে, সর্বনিম্ন ১৮ বছর ও সর্বোচ্চ ২৫ বছর। তবে সংরক্ষিত শ্রেণীর আবেদনকারীগণ সরকারি নিয়মানুযায়ী বয়সের ছাড় পাবেন।

মাসিক বেতন : এই বিভাগের অন্তর্গত চাকরিপ্রাপ্ত প্রার্থীদের সপ্তম-পে কমিশনের লেভেল-১ হিসেবে বেতন হবে ১৮,০০০ টাকা থেকে ৫৬,৯০০ টাকা পর্যন্ত।

চাকরির খবর : মিউনিসিপালিটি অফিসে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ, মাসিক বেতন ২৬ হাজার টাকা।

নিয়োগ পদ্ধতি

প্রার্থীদের প্রথমে মাধ্যমিকে পাওয়া নম্বরের ভিত্তিতে মোট আবেদনের ১:২৫ অনুপাতে লিখিত পরীক্ষার জন্য ডাকা হবে, সেখানে ১০০ টি MCQ টাইপ প্রশ্ন থাকবে। তারপর মেরিট লিস্ট প্রকাশ করে ডকুমেন্ট ভেরিফিকেশন করা হবে, সবশেষে মেডিকেল টেস্ট করে চূড়ান্ত মেরিট প্রকাশ করে নিয়োগ করা হবে।

আবেদন পদ্ধতি

উপরের উল্লেখিত শূন্যপদে আবেদন করতে ইচ্ছুক প্রার্থীদের সম্পূর্ণ অনলাইন পদ্ধতিতে আবেদন জানাতে হবে। এর জন্য-

  1. আবেদনকারী প্রার্থীদের প্রথমে অফিসিয়াল Recruitment ওয়েবসাইট https://karmic.andaman.gov.in/HQANC -তে যেতে হবে।
  2. সেখানে উল্লেখিত Apply Online অপশনে ক্লিকের পর “Recruitment for the
    post of Tradesman Mate, Headquarters, Andaman and Nicobar Command” অপশনে ক্লিক করে ফর্ম ফিলাপ সম্পন্ন করতে হবে।
  3. ডকুমেন্ট আপলোড করা সময় প্রার্থীদের শুধুমাত্র JPEG ফরম্যাটে যাবতীয় ডকুমেন্টস ও ছবি আপলোড করতে হবে।

আবেদন ফি

এই পদে আবেদনের জন্য কোনো প্রার্থীদেরই আবেদন ফি জমা দিতে হবেনা।

গুরুত্বপূর্ণ লিঙ্ক

অফিশিয়াল বিজ্ঞপ্তি :  Read Now
অনলাইন আবেদন (২৬.০৮.২০২৩ থেকে) Click Here

আরেকটি চাকরি : ভারতীয় কোস্ট গার্ডে একাধিক Group C কর্মী নিয়োগের আবেদন শুরু, যোগ্যতা মাধ্যমিক পাশ।

মক টেস্ট : কোন প্রাণীর দুধে সবচেয়ে বেশি প্রোটিন থাকে? ১০ টি General Knowledge MCQ

WhatsApp Group (Join Now)
Join Now
Telegram Group (Join Now)
Join Now

Leave a Comment