Indian Army Group C Recruitment 2023: Indian Army Southern Command এর দ্বারা সম্প্রতি একটি চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, যেখানে একাধিক গ্রুপ C বিভাগের বিভিন্ন পদে কর্মী নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাঁদের তরফে আগামী ১৮.০৯.২০২৩ তারিখ থেকে অনলাইন আবেদন গ্রহণ প্রক্রিয়া শুরু করা হবে। যেকোনো ভারতীয় নাগরিক তথা পশ্চিমবঙ্গের যেকোনো জেলার চাকরিপ্রার্থীরা এই পদগুলিতে আবেদনযোগ্য।
নিয়োগকারী সংস্থা | Indian Army Southern Command |
Advertisement no. | Indian Army Southern Command Group C Recruitment |
অফিসিয়াল ওয়েবসাইট | hqscrecruitment.in |
মোট শূন্যপদ | ২৪ টি। |
আবেদন শুরু | ১৮.০৯.২০২৩ |
আবেদন শেষ | ০৮.১০.২০২৩ |
পদের নাম
MTS (Messenger, Daftary, Gardener)
মোট শূন্যপদ : ১৭ টি। (Messenger- ১৩ টি, Daftary- ৩ টি, Gardener- ১ টি)
শিক্ষাগত যোগ্যতা : উল্লেখ্য ৩ টি পদের জন্য আবেদনে ইচ্ছুক প্রার্থীদের সরকার স্বীকৃত কোনো বিদ্যালয় থেকে ন্যূনতম মাধ্যমিক পাশ হতে হবে, তবে ট্রেডগুলিতে ন্যূনতম ১ বছরের অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীরা অগ্রগণ্য।
বয়স সীমা : উল্লেখ্য পদে আবেদন করতে হলে, ৮.১০.২০২৩ অনুসারে আবেদনকারী প্রার্থীর ন্যূনতম বয়স হতে হবে ১৮ বছর ও সর্বোচ্চ ২৫ বছর। তবে OBC শ্রেণীভুক্ত প্রার্থীরা ২৮ বছর পর্যন্ত ও SC/ST শ্রেণীর প্রার্থীরা ৩০ বছর পর্যন্ত আবেদনের সুযোগ পাবেন।
মাসিক বেতন : চাকরি চলাকালীন প্রার্থীদের লেভেল-১ হিসেবে ১৮,০০০ টাকা থেকে ৫৬,৯০০ টাকা পর্যন্ত বেতন পাবেন। এছাড়াও সরকারি নিয়মানুসারে নির্দিষ্ট হারে বিভিন্ন রকম ভাতাও পাবেন।
চাকরির খবর : বন দপ্তরে ডেটা এন্ট্রি অপারেটর পদে চাকরি, উচ্চমাধ্যমিক পাশে করুন আবেদন।
পদের নাম
Cook
মোট শূন্যপদ : ২ টি।
শিক্ষাগত যোগ্যতা : রান্না কাজের জন্য আবেদনে ইচ্ছুক প্রার্থীদের সরকার স্বীকৃত কোনো বিদ্যালয় থেকে ন্যূনতম মাধ্যমিক পাশ হতে হবে, সেইসাথে অবশ্যই প্রার্থীদের ভারতীয় খাবার রান্নার অভিজ্ঞতা থাকতে হবে।
বয়স সীমা : উল্লেখ্য পদে আবেদন করতে হলে, ৮.১০.২০২৩ অনুসারে আবেদনকারী প্রার্থীর ন্যূনতম বয়স হতে হবে ১৮ বছর ও সর্বোচ্চ ২৫ বছর। তবে OBC শ্রেণীভুক্ত প্রার্থীরা ২৮ বছর পর্যন্ত ও SC/ST শ্রেণীর প্রার্থীরা ৩০ বছর পর্যন্ত আবেদনের সুযোগ পাবেন।
মাসিক বেতন : চাকরি চলাকালীন প্রার্থীদের লেভেল-১ হিসেবে ১৮,০০০ টাকা থেকে ৫৬,৯০০ টাকা পর্যন্ত বেতন পাবেন। এছাড়াও সরকারি নিয়মানুসারে নির্দিষ্ট হারে বিভিন্ন রকম ভাতাও পাবেন।
পদের নাম
Washerman
মোট শূন্যপদ : ২ টি।
শিক্ষাগত যোগ্যতা : এই পদে চাকরির জন্য আবেদনে ইচ্ছুক প্রার্থীদের সরকার স্বীকৃত কোনো বিদ্যালয় থেকে ন্যূনতম মাধ্যমিক পাশ হতে হবে, তবে ট্রেডগুলিতে ন্যূনতম ১ বছরের অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীরা অগ্রগণ্য।
বয়স সীমা : উল্লেখ্য পদে আবেদন করতে হলে, ৮.১০.২০২৩ অনুসারে আবেদনকারী প্রার্থীর ন্যূনতম বয়স হতে হবে ১৮ বছর ও সর্বোচ্চ ২৫ বছর। তবে OBC শ্রেণীভুক্ত প্রার্থীরা ২৮ বছর পর্যন্ত ও SC/ST শ্রেণীর প্রার্থীরা ৩০ বছর পর্যন্ত আবেদনের সুযোগ পাবেন।
মাসিক বেতন : চাকরি চলাকালীন প্রার্থীদের লেভেল-১ হিসেবে ১৮,০০০ টাকা থেকে ৫৬,৯০০ টাকা পর্যন্ত বেতন পাবেন। এছাড়াও সরকারি নিয়মানুসারে নির্দিষ্ট হারে বিভিন্ন রকম ভাতাও পাবেন।
চাকরির খবর : রাজ্যের ইঞ্জিনিয়ারিং কলেজে MTS ও জুনিয়র অ্যাসিস্ট্যান্ট পদে চাকরি, ন্যূনতম যোগ্যতা মাধ্যমিক পাশ।
পদের নাম
Mazdoor
মোট শূন্যপদ : ২ টি।
উপরে উল্লেখিত MTS ও Washerman পদের জন্য আলোচিত যোগ্যতা, বয়সসীমা ও মাসিক বেতন এই পদের ক্ষেত্রেও লাগু হবে।
প্রার্থী বাছাই পদ্ধতি
উল্লেখ্য পদগুলিতে মূলত ৪ টি ধাপে বাছাই প্রক্রিয়ার মাধ্যমে প্রার্থীদের নিয়োগ করা হবে-
- লিখিত পরীক্ষা
- স্কিল টেস্ট (শুধুমাত্র Cook এবং Washerman পদের জন্য)
- ডকুমেন্ট ভেরিফিকেশন
- মেডিকেল টেস্ট
আবেদনের পদ্ধতি
আবেদনে ইচ্ছুক প্রার্থীদের অনলাইন মাধ্যমে আবেদন সম্পূর্ণ করতে হবে। এর জন্য প্রার্থীদের ‘https://www.hqscrecruitment.in/’ -এই ওয়েবসাইটে গিয়ে অনলাইন ফর্ম ফিলাপ করতে হবে। প্রার্থীরা চাইলে নীচে দেওয়া লিংকে ক্লিক করে সরাসরি আবেদন জানাতে পারেন।
গুরুত্বপূর্ণ লিঙ্ক
অফিশিয়াল বিজ্ঞপ্তি : | Read Now |
অনলাইন আবেদন : | Apply Online |
অফিশিয়াল ওয়েবসাইট : | Visit Now |
আরেকটি চাকরি : IDBI ব্যাংকে ৬০০ টি শূন্যপদে জুনিওর অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নিয়োগ, আগামী ১৫ দিন পর্যন্ত চলবে আবেদন।
মক টেস্ট : বলতে পারবেন, উত্তরবঙ্গের প্রধান নদীর নাম কি? – বার বার পরীক্ষায় আসা ১০ টি প্রশ্নের উত্তর দেখুন।