৩০,০০০ শূন্যপদে পোস্ট অফিসে ডাক সেবক সহ অন্যান্য পদে চাকরি, মাধ্যমিক পাশে আবেদন করুন।

WhatsApp Group (Join Now)
Join Now
Telegram Group (Join Now)
Join Now

India Post Office Recruitment 2023: ভারতীয় ডাক বিভাগ প্রতিবছরই বিপুল পরিমাণ শূন্যপদে কর্মী নিয়োগ করে থাকে। এবছর আবারও গ্রামীণ ডাকসেবক (GDS) পদে, নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। আগামী ২৩ আগস্ট পর্যন্ত অনলাইনে আবেদন চলবে। পশ্চিমবঙ্গের সকল যোগ্য চাকরিপ্রার্থীরাই এই বিপুল সংখ্যক শূন্যপদে আবেদন জানাতে পারবেন। এই প্রতিবেদনের মাধ্যমে দেখে নিন, কিভাবে, কোন কোন শর্তে করা যাবে এই আবেদন।

নিয়োগকারী সংস্থা GOI Ministry of Communications
Department of Posts
Advertisement no. 17-67/2023-GDS
অফিসিয়াল ওয়েবসাইট indiapostgdsonline.gov.in
মোট শূন্যপদ  ৩০,০০০ টি।
আবেদন শুরু ০৩.০৮.২০২৩
আবেদন শেষ ২৩.০৮.২০২৩

পদের নাম

GDS, Branch Post Master (BPM) &

GDS, Assistant Branch Post Master (ABPM)

মোট শূন্যপদ : ৩০,০০০ টি। (পশ্চিমবঙ্গে ২১২৭ টি)

শিক্ষাগত যোগ্যতা : আবেদনকারী চাকরিপ্রার্থীকে সরকার স্বীকৃত কোনো বিদ্যালয় থেকে মাধ্যমিক পাশ হতে হবে। এছাড়াও কম্পিউটারে নলেজ এবং সাইকেল চালাতে জানতে হবে।

বয়স সীমা : উক্ত পদগুলিতে আবেদন করতে, ২৩.০৮.২০২৩ অনুসারে আবেদনকারীর বয়স হতে হবে ন্যূনতম ১৮ বছর এবং সর্বোচ্চ ৪০ বছরের মধ্যে, তবে সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন।

মাসিক বেতন : BPM বিভাগের অন্তর্গত চাকরিপ্রাপ্ত প্রার্থীদের মাসিক বেতন হবে ১২,০০০ টাকা থেকে ২৯,৩৮০ টাকা পর্যন্ত এবং ABPM বিভাগের অন্তর্গত চাকরিপ্রাপ্ত প্রার্থীদের মাসিক বেতন হবে ১০,০০০ টাকা থেকে ২৪,৪৭০ টাকা পর্যন্ত।

আরেকটি চাকরি : অবশেষে প্রকাশিত হল জেল পুলিশ নিয়োগের পূর্ণাঙ্গ বিজ্ঞপ্তি, আগামী ৬ তারিখ থেকে শুরু অনলাইন আবেদন।

 

নিয়োগ পদ্ধতি

  1. মাধ্যমিকে পাওয়া নম্বরের ভিত্তিতে মেরিট তৈরী
  2. ডকুমেন্ট ভেরিফিকেশন
  3. মেডিকেল পরীক্ষা

আবেদন প্রক্রিয়া

উক্ত পদে আবেদনের জন্য প্রার্থীদের সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে আবেদন জানাতে হবে, এর জন্য প্রথমে www.indiapostgdsonline.gov.in ওয়েবসাইটে যেতে হবে, তারপর Registration সম্পূর্ণ করে আবেদন জানাতে হবে। সবশেষে ডকুমেন্টস আপলোড ও আবেদন ফি জমা দিয়ে আবেদনের প্রক্রিয়া শেষ করার পর, আবেদন পত্রটির প্রিন্ট আউট বের করে রেখে দিতে হবে। ইচ্ছুক চাকরিপ্রার্থীরা নিজের মোবাইল কিংবা কম্পিউটার দিয়েও আবেদন জানাতে পারবেন। এছাড়াও যেকোনো অনলাইন ক্যাফেতে গিয়েও আবেদন জানানো যাবে।

আবেদন মূল্য

উল্লেখ্য দুটি পদে আবেদনের জন্য General/OBC/EWS প্রার্থীদের ১০০ টাকা জমা করতে হবে, তবে SC/ST/PWD প্রার্থীদের কোনোরকম আবেদন ফি জমা করতে হবেনা।

গুরুত্বপূর্ণ লিঙ্ক

আবেদন লিংক  Apply Now
অফিশিয়াল বিজ্ঞপ্তি :  Read Now

আরও পড়ুন : মাধ্যমিক যোগ্যতায় ইসরোতে চাকরির সুযোগ, অনলাইনে শুরু হল আবেদন গ্রহণ।

WhatsApp Group (Join Now)
Join Now
Telegram Group (Join Now)
Join Now

Leave a Comment